রাবি প্রতিনিধি
রাজশাহী বিশ্ববিদ্যালয়ে (রাবি) নির্মাণাধীন একটি ভবনে কাজের সময় বিদ্যুতায়িত হয়ে এক শ্রমিকের মৃত্যু হয়েছে। আজ বৃহস্পতিবার সকাল সাড়ে ১০টার দিকে বিশ্ববিদ্যালয়ের ১০ তলাবিশিষ্ট শহীদ এ এইচ এম কামারুজ্জামান হলে এ ঘটনা ঘটে। মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেছেন বিশ্ববিদ্যালয়ের প্রক্টর অধ্যাপক আসাবুল হক।
ওই শ্রমিকের নাম ইউনুস আলী। তিনি চাঁপাইনবাবগঞ্জ জেলার শিবগঞ্জ থানার মির্জাপুর এলাকার আতাউর রহমানের ছেলে।
প্রত্যক্ষদর্শী ও বিশ্ববিদ্যালয় সূত্রে জানা যায়, আজ সকালে বিশ্ববিদ্যালয়ের নির্মাণাধীন শহীদ এ এইচ এম কামারুজ্জামান হলের দশ তলায় পানি তোলার জন্য মোটরের সুইচ দিতে যান ইউনুস আলী। সেখানে বৈদ্যুতিক শর্টসার্কিটে গুরুতর আহত হন তিনি। পরে তাঁকে উদ্ধার করে রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালের (রামেক) জরুরি বিভাগে নিলে কর্তব্যরত চিকিৎসক তাঁকে মৃত ঘোষণা করেন।
এ বিষয়ে প্রক্টর অধ্যাপক আসাবুল হক বলেন, ‘বিষয়টি জানতে পেরে আমরা সরেজমিনে গিয়েছিলাম। পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত নির্মাণাধীন ভবনের কাজ বন্ধের নির্দেশ দেওয়া হয়েছে। বিশ্ববিদ্যালয়ের প্রকৌশল দপ্তর বিষয়টি খতিয়ে দেখে রিপোর্ট জমা দিলে সেই অনুযায়ী ব্যবস্থা নেওয়া হবে।’ তা ছাড়া ওই কর্মচারীর ক্ষতিপূরণ দেওয়ার জন্য তাঁর পরিবার, ঠিকাদারি প্রতিষ্ঠান ও বিশ্ববিদ্যালয় প্রশাসন আলোচনায় বসবেন বলে জানান তিনি।
অবকাঠামোগত উন্নয়ন প্রকল্পের আওতায় ১০ তলা শহীদ এ এইচ এম কামারুজ্জামান আবাসিক হল ও ২০ তলা একাডেমিক ভবনের কাজ পায় ঠিকাদারি প্রতিষ্ঠান মজিদ সন্স কনস্ট্রাকশন লিমিটেড।
এর আগে ২০২২ সালের ৩১ মে নির্মাণাধীন ২০ তলা অ্যাকাডেমিক ভবনে কাজের সময় বিদ্যুতায়িত হয়ে সাগর নামের এক শ্রমিকের মৃত্যু হয়। ওই সময় নিরাপত্তা সামগ্রী ছাড়া শ্রমিকদের কাজ করানোর অভিযোগে নির্মাণকাজ বন্ধ করে দেয় বিশ্ববিদ্যালয় প্রশাসন।
রাজশাহী বিশ্ববিদ্যালয়ে (রাবি) নির্মাণাধীন একটি ভবনে কাজের সময় বিদ্যুতায়িত হয়ে এক শ্রমিকের মৃত্যু হয়েছে। আজ বৃহস্পতিবার সকাল সাড়ে ১০টার দিকে বিশ্ববিদ্যালয়ের ১০ তলাবিশিষ্ট শহীদ এ এইচ এম কামারুজ্জামান হলে এ ঘটনা ঘটে। মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেছেন বিশ্ববিদ্যালয়ের প্রক্টর অধ্যাপক আসাবুল হক।
ওই শ্রমিকের নাম ইউনুস আলী। তিনি চাঁপাইনবাবগঞ্জ জেলার শিবগঞ্জ থানার মির্জাপুর এলাকার আতাউর রহমানের ছেলে।
প্রত্যক্ষদর্শী ও বিশ্ববিদ্যালয় সূত্রে জানা যায়, আজ সকালে বিশ্ববিদ্যালয়ের নির্মাণাধীন শহীদ এ এইচ এম কামারুজ্জামান হলের দশ তলায় পানি তোলার জন্য মোটরের সুইচ দিতে যান ইউনুস আলী। সেখানে বৈদ্যুতিক শর্টসার্কিটে গুরুতর আহত হন তিনি। পরে তাঁকে উদ্ধার করে রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালের (রামেক) জরুরি বিভাগে নিলে কর্তব্যরত চিকিৎসক তাঁকে মৃত ঘোষণা করেন।
এ বিষয়ে প্রক্টর অধ্যাপক আসাবুল হক বলেন, ‘বিষয়টি জানতে পেরে আমরা সরেজমিনে গিয়েছিলাম। পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত নির্মাণাধীন ভবনের কাজ বন্ধের নির্দেশ দেওয়া হয়েছে। বিশ্ববিদ্যালয়ের প্রকৌশল দপ্তর বিষয়টি খতিয়ে দেখে রিপোর্ট জমা দিলে সেই অনুযায়ী ব্যবস্থা নেওয়া হবে।’ তা ছাড়া ওই কর্মচারীর ক্ষতিপূরণ দেওয়ার জন্য তাঁর পরিবার, ঠিকাদারি প্রতিষ্ঠান ও বিশ্ববিদ্যালয় প্রশাসন আলোচনায় বসবেন বলে জানান তিনি।
অবকাঠামোগত উন্নয়ন প্রকল্পের আওতায় ১০ তলা শহীদ এ এইচ এম কামারুজ্জামান আবাসিক হল ও ২০ তলা একাডেমিক ভবনের কাজ পায় ঠিকাদারি প্রতিষ্ঠান মজিদ সন্স কনস্ট্রাকশন লিমিটেড।
এর আগে ২০২২ সালের ৩১ মে নির্মাণাধীন ২০ তলা অ্যাকাডেমিক ভবনে কাজের সময় বিদ্যুতায়িত হয়ে সাগর নামের এক শ্রমিকের মৃত্যু হয়। ওই সময় নিরাপত্তা সামগ্রী ছাড়া শ্রমিকদের কাজ করানোর অভিযোগে নির্মাণকাজ বন্ধ করে দেয় বিশ্ববিদ্যালয় প্রশাসন।
দখল-দূষণে অস্তিত্বসংকটে পড়েছে কুমিল্লার পুরাতন গোমতী নদী। দখলদারদের কাছ থেকে নদীটি উদ্ধারের পর সংস্কার করে রাজধানীর হাতিরঝিলের আদলে নান্দনিক করার প্রকল্প হাতে নেওয়া হলেও তা বাস্তবায়ন হচ্ছে না। নদীপাড়ে উচ্ছেদ অভিযান পরিচালনার বিষয়ে কুমিল্লা সিটি করপোরেশন (কুসিক), পানি উন্নয়ন বোর্ড (পাউবো)
৫ ঘণ্টা আগেচট্টগ্রামের ফটিকছড়িতে ধর্ষণের মামলা থেকে বাঁচতে জালিয়াতির মাধ্যমে তৈরি করা জন্মসনদে বয়স কমানোর অভিযোগ উঠেছে এক তরুণের বিরুদ্ধে। অভিযুক্ত তরুণের নাম কাউসার হোসেন (১৯)। তিনি উপজেলার বাগানবাজার ইউনিয়নের হলুদিয়া এলাকার প্রয়াত মুকলেছুর রহমানের ছেলে। জালিয়াতির মাধ্যমে করা জন্মসনদে কাউসারের বয়স দেখানো হয়েছ
৫ ঘণ্টা আগেনীলফামারীর ডিমলা উপজেলা ঘিরে রেখেছে নাউতারা, কুমলাই, ধুম ও বুড়িতিস্তা নদ-নদী। তবে দখল-দূষণে অস্তিত্বের সংকটে পড়েছে এগুলো। তিন বছর আগে প্রাণ ফেরাতে নাউতারা ও ধুম খনন করা হলেও কাজে আসেনি। খননের পরও নিশ্চিত করা যায়নি পানির প্রবাহ। নাব্যতা হারিয়ে এগুলো শুকিয়ে জেগে উঠেছে চর। সেখানে ধানসহ সবজির চাষ হচ্ছে।
৫ ঘণ্টা আগেগত বছরের দফায় দফায় বন্যায় মৌলভীবাজারে প্রায় ২৫০ কিলোমিটার সড়ক ক্ষতিগ্রস্ত হয়েছে। বছর পেরিয়ে আবার বর্ষা মৌসুম এলেও সড়ক সংস্কারে কোনো উদ্যোগ নেয়নি সংশ্লিষ্ট কর্তৃপক্ষ। এতে সীমাহীন দুর্ভোগে রয়েছে জেলাবাসী। সড়কগুলোর কোনোটির পিচ উঠে ইট-সুরকি বেরিয়ে গেছে, কোথাও সৃষ্টি হয়েছে ছোট-বড় অসংখ্য গর্ত।
৫ ঘণ্টা আগে