Ajker Patrika

সীমান্ত হত্যার প্রতিবাদে হানিফ বাংলাদেশীর ‘লাশের মিছিলে’ পুলিশের বাধা 

নিজস্ব প্রতিবেদক, রাজশাহী
আপডেট : ২৫ ফেব্রুয়ারি ২০২৪, ১৮: ৩৫
সীমান্ত হত্যার প্রতিবাদে হানিফ বাংলাদেশীর ‘লাশের মিছিলে’ পুলিশের বাধা 

ভারতীয় সীমান্তরক্ষী বাহিনীর (বিএসএফ) সীমান্ত হত্যা বন্ধ ও মিয়ানমারের আগ্রাসন বন্ধের দাবিতে প্রতীকী লাশের মিছিলসহ সমাবেশ করতে গিয়ে রাজশাহীতে বাধার মুখে পড়েছেন হানিফ বাংলাদেশী। আজ রোববার বেলা দেড়টায় রাজশাহী প্রেসক্লাবের সামনে তাঁর এ কর্মসূচি ছিল। 

মো. হানিফ (৪৩) নামের এই ব্যক্তি ঢাকার তোপখানা রোড এলাকার বাসিন্দা। সম্প্রতি কক্সবাজারের টেকনাফ থেকে এ কর্মসূচি শুরু করেছেন। গত বুধবার চাঁপাইনবাবগঞ্জে কর্মসূচি পালনের পর রাজশাহী আসেন। ইতিমধ্যে তিনি দেশের ২২টি জেলায় এ কর্মসূচি পালন করেছেন বলে জানিয়েছেন। 

এর আগে ২০১৯ সালে ঘুষ, দুর্নীতি ও নৈতিক অবক্ষয়ের প্রতিবাদে হানিফ দেশের ৬৪ জেলা প্রশাসককে স্মারকলিপি প্রদান এবং জনসাধারণের মধ্যে লিফলেট বিতরণ কর্মসূচি পালন করেন। তখন থেকে তিনি ‘হানিফ বাংলাদেশী’ নামে পরিচিত।

সরেজমিন দেখা যায়, আজ দুপুরে তিনি কয়েকজন তরুণকে সঙ্গে নিয়ে রাজশাহী প্রেসক্লাবের সমাবেশে প্রতিবাদ সমাবেশ করতে আসেন। এ সময় তাঁদের কাছে কফিনে জড়ানো প্রতীকী লাশ ও হাতে প্ল্যাকার্ড-ফেস্টুন ছিল। একটি ফেস্টুনের নিচে ‘বাংলাদেশ গণশক্তি পার্টি’ লেখা ছিল। হানিফ বাংলাদেশীর এ কর্মসূচি শুরুর আগে থেকেই সেখানে রাজশাহী মহানগর পুলিশের (আরএমপি) অতিরিক্ত উপকমিশনার হাফিজ হোসেনের নেতৃত্বে একদল পুলিশ সদস্য অবস্থান করছিল। হানিফ বাংলাদেশী সমাবেশ শুরু করার পরই পুলিশ তাঁকে বাধা দেয়। একপর্যায়ে পুলিশের সঙ্গে তাঁর বাগ্‌বিতণ্ডা হয়।

পুলিশ জানায়, এ কর্মসূচির জন্য আরএমপির কাছ থেকে আগে অনুমতি গ্রহণের প্রয়োজন ছিল। অনুমতি ছাড়া এ ধরনের সমাবেশ বেআইনি।

প্রত্যুত্তরে হানিফ বাংলাদেশী জানান, তিনি রাষ্ট্রবিরোধী কোনো কর্মসূচি পালন করছেন না। সীমান্ত হত্যা ও মিয়ানমারের আগ্রাসনের প্রতিবাদ জানাচ্ছেন।

হানিফ দাবি করেছেন, তিনি সারা দেশে কর্মসূচি পালন করবেন—এ বিষয়টি পুলিশ সদর দপ্তরকে অবহিত করেছেন। তিনি এ-সংক্রান্ত একটি কাগজও দেখান। এই চিঠিটি তিনি পুলিশ সদর দপ্তরেও দিয়েছেন। 

তবে পুলিশের পক্ষ থেকে বলা হয়েছে, অবহিত করে শুধু চিঠি দিলেই হবে না। পুলিশের পক্ষ থেকে তাঁকে অনুমতিপত্রও নিতে হবে। সেটি হানিফের কাছে নেই। অনুমতি থাকলে পুলিশই তাঁকে কর্মসূচি পালনে সহযোগিতা করত। 

একপর্যায়ে পুলিশ তাঁর কয়েকটি প্রতীকী লাশ কেড়ে নেয় এবং তাঁকে স্থান ত্যাগ করতে বাধ্য করে। পরে হানিফকে জিজ্ঞাসাবাদের জন্য থানায় নিয়ে যাওয়া হয়। 

রোববার বেলা দেড়টায় রাজশাহী প্রেসক্লাবের সামনে কর্মসূচিতে পুলিশের বাধা। ছবি: আজকের পত্রিকাসন্ধ্যায় নগরীর বোয়ালিয়া থানার পুলিশ পরিদর্শক (তদন্ত) আমিরুল ইসলাম বলেন, ‘অচেনা লোকটি ঢাকা থেকে কেন রাজশাহী এসে এ ধরনের কর্মসূচির আয়োজন করেছিলেন তা জানতেই জিজ্ঞাসাবাদের জন্য তাকে থানায় নেওয়া হয়েছে। তিনি আটক কিংবা গ্রেপ্তার নন, শুধু জিজ্ঞাসাবাদের জন্য থানায় আনা হয়েছে।’

সামগ্রিক বিষয়ে রাজশাহী মেট্রোপলিটন পুলিশের (আরএমপি) মুখপাত্র জামিরুল ইসলাম আজকের পত্রিকাকে বলেন, ‘রাজশাহী মহানগর এলাকায় কোনো কর্মসূচি পালন করতে হলে আগে থেকেই আরএমপিকে চিঠি দিয়ে জানাতে হবে এবং অনুমতি নিতে হবে। হানিফ তাঁর কর্মসূচির জন্য এসবের কিছুই করেননি। আরএমপির অনুমতি ছাড়া যেকোনো সমাবেশ অবৈধ। এ কারণে তাঁর কর্মসূচি বন্ধ করে দেওয়া হয়েছে।’

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

টাকা দিয়ে নারীর চাবুকের ঘা খাচ্ছিলেন পুরুষ, দুজন গ্রেপ্তার

মানবিক করিডর না ভূরাজনৈতিক কৌশল? সীমান্তে যুক্তরাষ্ট্রের তৎপরতায় উদ্বেগ

বাংলাদেশ ও পাকিস্তানে স্টারলিংকের প্রস্তাবিত কার্যক্রমের বিস্তারিত চায় ভারত

নির্দেশনা মানেননি পাইলট, মদিনা–ঢাকা ফ্লাইটকে নামতে হলো সিলেটে

ভারত–বাংলাদেশ বাণিজ্য বিধিনিষেধের মূল্য গুনছেন ব্যবসায়ীরা

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত