Ajker Patrika

স্ত্রীর আপত্তিকর ভিডিও ইন্টারনেটে, সাবেক স্বামীর ১০ বছরের কারাদণ্ড

রাজশাহী প্রতিনিধি
আপডেট : ০২ ডিসেম্বর ২০২১, ১৬: ৫৩
স্ত্রীর আপত্তিকর ভিডিও ইন্টারনেটে, সাবেক স্বামীর ১০ বছরের কারাদণ্ড

রাজশাহীর চারঘাট উপজেলায় তালাকের পর সাবেক স্ত্রীর আপত্তিকর ভিডিও ইন্টারনেটে ছড়িয়ে দেওয়ার এক ব্যক্তিকে ১০ বছর সশ্রম কারাদণ্ড দিয়েছেন আদালত। আজ বৃহস্পতিবার রাজশাহীর সাইবার ট্রাইব্যুনাল আদালতের বিচারক জিয়াউর রহমান আসামির উপস্থিতিতে এ রায় ঘোষণা করেন। পাশাপাশি আদালত আসামিকে ৫ লাখ টাকা জরিমানাও করেছেন। জরিমানার অর্থ অনাদায়ে আরও ছয় মাসের বিনাশ্রম কারাদণ্ডের আদেশ দেওয়া হয়েছে। 

আসামি মো. মানিক (৪০) চারঘাট উপজেলার ঝিকড়া গ্রামের সাইফুল ইসলামের ছেলে। ট্রাইব্যুনালের রাষ্ট্রপক্ষের আইনজীবী ইসমত আরা এ তথ্য নিশ্চিত করেছেন। 

ইসমত আরা জানান, মানিকের সঙ্গে তাঁর স্ত্রীর ছয় বছর আগে বিয়ে হয়। বিয়ের সময় স্ত্রী জানতেন না স্বামী মানিকের নামে ধর্ষণ মামলাসহ আরও তিনটি মামলা রয়েছে। তাঁর আরও দুটি স্ত্রীর কথাও তিনি জানতে না। এসব নিয়ে দাম্পত্য কলহ দেখা দিলে ২০১৫ সালের ১৮ আগস্ট মানিককে তালাক দেন তাঁর তৃতীয় স্ত্রী। 

তালাক দেওয়ার পর সাবেক স্ত্রীর ধারণ করা আপত্তিকর ছবি ও ভিডিও যোগাযোগমাধ্যমে ছড়িয়ে দেন মানিক। এ ঘটনায় ভুক্তভোগী নারী বাদী হয়ে ২০১৬ সালের ২১ জানুয়ারি চারঘাট মডেল থানায় তথ্য ও যোগাযোগপ্রযুক্তি আইনে মামলা করেন। সেই মামলায় আটজনের সাক্ষ্য গ্রহণ শেষে মানিককে কারাদণ্ডের আদেশ দিলেন আদালত। রায় ঘোষণার পর আসামিকে রাজশাহী কেন্দ্রীয় কারাগারে পাঠানো হয়েছে বলেও জানান রাষ্ট্রপক্ষের আইনজীবী। 

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

গভর্নর আমাকে বাধ্যতামূলক ছুটি দেওয়ার কে: বিএফআইইউর প্রধান শাহীনুল

সেই রুহুল আমিনের বসুন্ধরা, বনানী ও উত্তরার জমিসহ ৫০০ কোটি টাকার সম্পত্তি ক্রোক

ছাত্রীকে তিন দিন আটকে রেখে ধর্ষণ, গ্রাম্য সালিসের মাধ্যমে বিয়ে

ঠাকুরগাঁওয়ের ৩টি আসনেই জয়ী হবে জামায়াত: মাওলানা হালিম

কেশবপুরে সড়ক দুর্ঘটনায় স্বর্ণের কারিগরসহ দুই ব্যক্তি নিহত

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত