Ajker Patrika

রাজনীতি সম্পর্কে শিক্ষার্থীদের নেতিবাচক ধারণা বদলে দেব: ছাত্রদল সভাপতি

রাবি প্রতিনিধি  
রাজশাহী বিশ্ববিদ্যালয়ে ছাত্রদলের সভাপতি। ছবি: আজকের পত্রিকা
রাজশাহী বিশ্ববিদ্যালয়ে ছাত্রদলের সভাপতি। ছবি: আজকের পত্রিকা

ছাত্রদলের কেন্দ্রীয় সভাপতি রাকিবুল ইসলাম বলেছেন, ‘শিক্ষার্থীদের মধ্যে রাজনীতি সম্পর্কে যে নেতিবাচক ধারণা রয়েছে, আমরা সেগুলো পরিবর্তন করে দেব। ছাত্রদলের নেতা-কর্মীরা সুশৃঙ্খলভাবে চলাফেরা করবে। তাদের চলাফেরা দেখেই মেধাবী সাধারণ শিক্ষার্থীরা ছাত্রদলের রাজনীতির প্রতি আকৃষ্ট হবে।’

আজ বুধবার দুপুরে রাজশাহী বিশ্ববিদ্যালয় (রাবি) শাখার সাংগঠনিক গতি বাড়াতে সফরে এসে নেতা-কর্মীদের সঙ্গে মতবিনিময়কালে রাকিবুল ইসলাম এসব কথা বলেন। রাবির শহীদ বুদ্ধজীবী স্মৃতিফলক চত্বরে এই মতবিনিময় হয়।

ছাত্রদল সভাপতি বলেন, ‘ফ্যাসিস্ট হাসিনা এ দেশের শিক্ষাব্যবস্থা থেকে শুরু করে সকল অঙ্গন ধ্বংস করে দিয়েছেন। অন্তর্বর্তীকালীন সরকার বুঝেছে, ধ্বংসপ্রাপ্ত এ জায়গাগুলো কত ব্যাপক। ধ্বংস হয়ে যাওয়া এ দেশকে সংস্কার করতে আমাদের নেতা তারেক রহমান অনেক দিন আগেই জাতির সামনে তাঁর প্রস্তাবনা তুলে ধরেছেন। আধুনিক এ যুগের সামাজিক যোগাযোগ মাধ্যম এর সাক্ষ্য দেবে। আমরা তাঁর নেতৃত্বেই এ দেশের সংস্কার করতে চাই।’

ছাত্রদলে অছাত্রদের পরিবর্তে নিয়মিত শিক্ষার্থীদের নিয়ে আসবেন উল্লেখ করে এই নেতা বলেন, ‘গত ১৫ বছর ফ্যাসিস্ট ক্ষমতায় থাকায় আমরা নেতৃত্ব পাইনি। বিভিন্ন বিশ্ববিদ্যালয়ে আমাদের কয়েক হাজার নেতা-কর্মীর শিক্ষাজীবন ধ্বংস হয়ে গেছে। তাঁরা শিক্ষাজীবন শেষ করতে পারেনি। আমরা সেসব নেতা-কর্মীর মূল্যায়ন করব। তাদের নাম সংগঠনে স্বর্ণাক্ষরে লেখা থাকবে। তবে বিশ্ববিদ্যালয়ের সকল রাজনীতি নিয়মিত শিক্ষার্থী দিয়ে পরিচালিত হবে। নিয়মিত শিক্ষার্থীদের কাছে দায়িত্ব দিয়ে আমিসহ সকল সিনিয়র নেতা-কর্মী অব্যাহতি নেব।’

ছাত্রদলে কোনো মোটরসাইকেল শোভাযাত্রা চলবে না উল্লেখ করে রাকিবুল ইসলাম বলেন, ‘বিশ্ববিদ্যালয়ে কোনো প্রকার মোটরসাইকেল শোভাযাত্রা চলবে না। যদি কেউ করতে চায়, তাকে ছাত্রদল থেকে অব্যাহতি দেওয়া হবে। ছাত্রদলের কেন্দ্রীয় সকল কর্মসূচিতে নেতা-কর্মীরা দলবদ্ধ হয়ে শোভাযাত্রা দেবে। তবে সকল প্রকার ব্যক্তিগত শোভাযাত্রা নিষিদ্ধ থাকবে।’

মতবিনিময় সভায় উপস্থিত ছিলেন বিশ্ববিদ্যালয় শাখা ছাত্রদলের আহ্বায়ক সুলতান আহমেদ রাহী, যুগ্ম আহ্বায়ক মাহমুদুল মিঠু, এম এ তাহের, দপ্তর সম্পাদক নাফিউল ইসলাম জীবন প্রমুখ। এ সময় সকলের মাঝে বিএনপি উপস্থাপিত রাষ্ট্র সংস্কারের ৩১ দফা দাবি ও দলটির একটি পুস্তিকা বিতরণ করা হয়।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

ফোন-ইন্টারনেট ভাতা পাচ্ছেন মাঠ প্রশাসনের সব কর্মচারী

ভাড়া বাড়িতে চলা ১৬ বিশ্ববিদ্যালয়ে ভর্তিসহ সব শিক্ষা কার্যক্রম বন্ধের নির্দেশ

পিপির বিরুদ্ধে অনাস্থা প্রস্তাব ৪৯ জন সহকারী পিপির

জোবাইদার নিরাপত্তার নামে প্রতিবেশীদের বিরক্ত না করার নির্দেশ তারেক রহমানের

শান্ত যে কারণে টি-টোয়েন্টি দলে, মিরাজ কেন নেই

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত