Ajker Patrika

লালপুরে সিএনজিচালিত অটোরিকশার ধাক্কায় যুবক নিহত

লালপুর (নাটোর) প্রতিনিধি
আপডেট : ২০ মে ২০২৩, ১০: ৫৬
লালপুরে সিএনজিচালিত অটোরিকশার ধাক্কায় যুবক নিহত

নাটোরের লালপুরে সিএনজিচালিত অটোরিকশার ধাক্কায় আহত মো. জুয়েল আলী (৩৫) নামের এক যুবক চিকিৎসাধীন অবস্থায় মারা গেছেন। আজ শনিবার ভোররাত পৌনে ৩টার দিকে রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তিনি মারা যান।

গতকাল শুক্রবার রাত সাড়ে ৮টার দিকে লালপুর-ঈশ্বরদী সড়কের উপজেলার নবীনগরে সিএনজিচালিত অটোরিকশার ধাক্কায় তিনি আহত হন। তিনি ওই গ্রামের মো. জালাল উদ্দিনের ছেলে।

স্থানীয়দের সঙ্গে কথা বলে জানা গেছে, গতকাল রাত সাড়ে ৮টার দিকে উপজেলার নবীনগর এলাকায় বাড়ির সামনে রাস্তা পার হওয়ার সময় অটোরিকশাটি মো. জুয়েল আলীকে ধাক্কা দেয়। এতে তিনি সড়কের ওপর ছিটকে পড়েন। পরে স্থানীয়রা উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে তাঁকে ভর্তি করেন।

সেখানে প্রাথমিক চিকিৎসার পর কর্তব্যরত চিকিৎসক তাঁকে রাজশাহী মেডিকেল কলেজ (রামেক) হাসপাতালে পাঠান। সেখানেই চিকিৎসাধীন অবস্থায় আজ ভোরে তিনি মারা যান।

লালপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের আবাসিক চিকিৎসা কর্মকর্তা (আরএমও) সুরুজ্জামান শামীম বলেন, ‘অতিরিক্ত রক্তক্ষরণে রোগীর অবস্থা আশঙ্কাজনক হওয়ায় প্রাথমিক চিকিৎসা শেষে রামেক হাসপাতালে পাঠানো হয় জুয়েল আলীকে।’

এ নিয়ে লালপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. উজ্জ্বল হোসেন বলেন, ‘এ ব্যাপারে অভিযোগ পেলে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।’

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

নিজের প্রস্রাব পান করে ‘আশিকি’ অভিনেত্রী অনু আগারওয়াল বললেন, ‘আহা অমৃত’

মে. জে. ফজলুরের সেভেন সিস্টার্স দখলের মন্তব্য সমর্থন করে না সরকার: পররাষ্ট্র মন্ত্রণালয়

বাংলাদেশ ও পাকিস্তানে স্টারলিংকের প্রস্তাবিত কার্যক্রমের বিস্তারিত চায় ভারত

গায়ে কেরোসিন ঢেলে কলেজছাত্রীর আত্মহনন, পলাতক ইমাম গ্রেপ্তার

ভারত-বাংলাদেশ বাণিজ্য বিধিনিষেধের মূল্য গুনছেন ব্যবসায়ীরা

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত