রাবি প্রতিনিধি
ভোট গ্রহণ শুরুর প্রথম দুই ঘণ্টায় রাজশাহী-২ (সদর) আসনের একটি কেন্দ্রে ভোট পড়েছে মাত্র ২০টি, যা মোট ভোটারের মাত্র ১ দশমিক ০৯ শতাংশ। কেন্দ্রটির নাম রাজশাহী বিশ্ববিদ্যালয় স্কুল। আজ রোববার সকাল ১০টার দিকে এ তথ্য নিশ্চিত করেছেন কেন্দ্রটির দায়িত্বরত প্রিজাইডিং অফিসার মো. আনোয়ার হোসেন।
প্রিজাইডিং অফিসার জানান, কেন্দ্রটির মোট ভোটার ১ হাজার ৮২২ জন। নারী ভোটার ৯৪৩ ও পুরুষ ভোটার ৮৮৩ জন। তাদের সিংহভাগই বিশ্ববিদ্যালয়ের শিক্ষক, কর্মকর্তা ও কর্মচারী। কেন্দ্রটিতে নৌকা ও কাঁচি প্রতীকের পোলিং এজেন্ট থাকলেও অন্যান্য প্রতীকের কোনো এজেন্ট নাই।
সকাল ৮টা থেকে পৌনে ৯টা পর্যন্ত সরেজমিনে দেখা যায়, ভোট শুরুর প্রথম আধা ঘণ্টায় শুধু একজন নারী কেন্দ্রে প্রবেশ করেছেন। পরে আরও দুজন পুরুষ ভোটার কেন্দ্রে প্রবেশ করলেও সিরিয়াল নম্বরের জটিলতায় তাঁরা ভোট দিতে পারেননি। তবে কেন্দ্রের প্রিসাইডিং অফিসার জানিয়েছেন, তাদের পূর্বেই কেন্দ্রের পাঁচটি বুথের দুই প্রার্থীর (নৌকা ও কাঁচি) দুজন করে মোট ১০ জন পোলিং এজেন্ট ভোট প্রদান করেছেন।
প্রিজাইডিং অফিসার আজকের পত্রিকাকে বলেন, ভোট শুরুর দুই ঘণ্টায় মাত্র ২০টি ভোট কাস্ট হয়েছে। তার মধ্যে দুই প্রার্থীর পোলিং এজেন্ট ১০ জন, যা আমাদের কেন্দ্রের মোট ভোটারের ১.০৯ শতাংশ। তবে আমরা আশা করছি বেলা বাড়ার সঙ্গে সঙ্গে ভোটার উপস্থিতি আরও বাড়বে।
উল্লেখ্য, রাজশাহী-২ আসনে (সদর) মোট ভোটার ৩ লাখ ৫২ হাজার ৭৮৩ জন। এর মধ্যে পুরুষ ভোটারের সংখ্যা ১ লাখ ৭১ হাজার ৪১৮ আর নারী ভোটার ১ লাখ ৮১ হাজার ৩৫৯ জন। এ ছাড়া হিজড়া ভোটার আছেন ৮ জন।
রাজশাহী-২ আসনে (সদর) মোট সাতজন প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করছেন। এদের মধ্যে আওয়ামী লীগ থেকে নৌকা প্রতীক নিয়ে লড়ছেন ওয়াকার্স পার্টির নেতা ফজলে হোসেন বাদশা। জাসদ থেকে মশাল প্রতীক নিয়ে আবদুল্লাহ আল মাসুদ সিদ্দিকী শিবলী, জাতীয় পার্টির লাঙ্গল প্রতীক নিয়ে সাইফুল ইসলাম স্বপন, জাতীয়তাবাদী আন্দোলন-বিএনএম থেকে নোঙর প্রতীক নিয়ে কামরুল হাসান, সাংস্কৃতিক মুক্তিজোটের ছড়ি প্রতীক নিয়ে ইয়াসির আলিফ বিন হাবিব, বাংলাদেশ কংগ্রেস থেকে ডাব প্রতীক নিয়ে মারুফ শাহরিয়ার ও স্বতন্ত্র প্রার্থী হিসেবে কাঁচি প্রতীক নিয়ে প্রতিদ্বন্দ্বিতা করছেন মো. শফিকুর রহমান বাদশা।
ভোট গ্রহণ শুরুর প্রথম দুই ঘণ্টায় রাজশাহী-২ (সদর) আসনের একটি কেন্দ্রে ভোট পড়েছে মাত্র ২০টি, যা মোট ভোটারের মাত্র ১ দশমিক ০৯ শতাংশ। কেন্দ্রটির নাম রাজশাহী বিশ্ববিদ্যালয় স্কুল। আজ রোববার সকাল ১০টার দিকে এ তথ্য নিশ্চিত করেছেন কেন্দ্রটির দায়িত্বরত প্রিজাইডিং অফিসার মো. আনোয়ার হোসেন।
প্রিজাইডিং অফিসার জানান, কেন্দ্রটির মোট ভোটার ১ হাজার ৮২২ জন। নারী ভোটার ৯৪৩ ও পুরুষ ভোটার ৮৮৩ জন। তাদের সিংহভাগই বিশ্ববিদ্যালয়ের শিক্ষক, কর্মকর্তা ও কর্মচারী। কেন্দ্রটিতে নৌকা ও কাঁচি প্রতীকের পোলিং এজেন্ট থাকলেও অন্যান্য প্রতীকের কোনো এজেন্ট নাই।
সকাল ৮টা থেকে পৌনে ৯টা পর্যন্ত সরেজমিনে দেখা যায়, ভোট শুরুর প্রথম আধা ঘণ্টায় শুধু একজন নারী কেন্দ্রে প্রবেশ করেছেন। পরে আরও দুজন পুরুষ ভোটার কেন্দ্রে প্রবেশ করলেও সিরিয়াল নম্বরের জটিলতায় তাঁরা ভোট দিতে পারেননি। তবে কেন্দ্রের প্রিসাইডিং অফিসার জানিয়েছেন, তাদের পূর্বেই কেন্দ্রের পাঁচটি বুথের দুই প্রার্থীর (নৌকা ও কাঁচি) দুজন করে মোট ১০ জন পোলিং এজেন্ট ভোট প্রদান করেছেন।
প্রিজাইডিং অফিসার আজকের পত্রিকাকে বলেন, ভোট শুরুর দুই ঘণ্টায় মাত্র ২০টি ভোট কাস্ট হয়েছে। তার মধ্যে দুই প্রার্থীর পোলিং এজেন্ট ১০ জন, যা আমাদের কেন্দ্রের মোট ভোটারের ১.০৯ শতাংশ। তবে আমরা আশা করছি বেলা বাড়ার সঙ্গে সঙ্গে ভোটার উপস্থিতি আরও বাড়বে।
উল্লেখ্য, রাজশাহী-২ আসনে (সদর) মোট ভোটার ৩ লাখ ৫২ হাজার ৭৮৩ জন। এর মধ্যে পুরুষ ভোটারের সংখ্যা ১ লাখ ৭১ হাজার ৪১৮ আর নারী ভোটার ১ লাখ ৮১ হাজার ৩৫৯ জন। এ ছাড়া হিজড়া ভোটার আছেন ৮ জন।
রাজশাহী-২ আসনে (সদর) মোট সাতজন প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করছেন। এদের মধ্যে আওয়ামী লীগ থেকে নৌকা প্রতীক নিয়ে লড়ছেন ওয়াকার্স পার্টির নেতা ফজলে হোসেন বাদশা। জাসদ থেকে মশাল প্রতীক নিয়ে আবদুল্লাহ আল মাসুদ সিদ্দিকী শিবলী, জাতীয় পার্টির লাঙ্গল প্রতীক নিয়ে সাইফুল ইসলাম স্বপন, জাতীয়তাবাদী আন্দোলন-বিএনএম থেকে নোঙর প্রতীক নিয়ে কামরুল হাসান, সাংস্কৃতিক মুক্তিজোটের ছড়ি প্রতীক নিয়ে ইয়াসির আলিফ বিন হাবিব, বাংলাদেশ কংগ্রেস থেকে ডাব প্রতীক নিয়ে মারুফ শাহরিয়ার ও স্বতন্ত্র প্রার্থী হিসেবে কাঁচি প্রতীক নিয়ে প্রতিদ্বন্দ্বিতা করছেন মো. শফিকুর রহমান বাদশা।
রবীন্দ্র বিশ্ববিদ্যালয়ের প্রস্তাবিত স্থায়ী ক্যাম্পাস নির্মাণ আটকাতে গভীর ষড়যন্ত্র চলছে দাবি করে পৃথক দুটি সংবাদ সম্মেলন করেছেন বিশ্ববিদ্যালয়টির শিক্ষক-কর্মকর্তা-কর্মচারী ও শিক্ষার্থীরা। এ সময় তাঁরা আগামী একনেক সভায় প্রকল্প অনুমোদন না হলে কঠোর কর্মসূচিরও হুঁশিয়ারি দেন। শুক্রবার বেলা ১১টার দিকে...
৩৫ মিনিট আগেহবিগঞ্জের মাধবপুরে চাঁদাবাজির অভিযোগে সেনাবাহিনীর হাতে আটক মাধবপুর উপজেলা ছাত্রদলের সদস্যসচিব জামিল চৌধুরীর বিরুদ্ধে চাঁদাবাজি মামলার বাদী অরূপ চৌধুরীকে মাদক ও ডাকাতি মামলায় গ্রেপ্তার করেছে পুলিশ। অরূপ চৌধুরীকে শায়েস্তাগঞ্জ থানার একটি ডাকাতি মামলায় মাধবপুর থেকে গ্রেপ্তার করা হয় বলে...
১ ঘণ্টা আগেঅনৈতিক কাজে জড়িত থাকার অভিযোগে মানিকগঞ্জের সিংগাইরে মো. রউফুল মুনশি নামের এক ছাত্রদল নেতাকে বহিষ্কার করা হয়েছে। আজ শুক্রবার জেলা ছাত্রদলের দপ্তর সম্পাদক মো. শোয়েব হোসেন স্বাক্ষরিত বিজ্ঞপ্তিতে এই তথ্য জানানো হয়।
১ ঘণ্টা আগেজানা গেছে, ভেড়ামারা লালন শাহ সেতু থেকে অন্তত ১০টি মোটরসাইকেল নিয়ে বন্ধুরা উচ্চগতিতে মহাসড়কে নিজেদের মধ্যে রেস করছিলেন। এ সময় একসঙ্গে থাকা দুই বন্ধু মাহিন ও সিয়ামের মোটরসাইকেলটি বারোমাইল এলাকায় একটি পিকআপ ভ্যানের পেছনে ধাক্কা দেয়। এতে ঘটনাস্থলেই মাহিন মারা যান। গুরুতর আহত অবস্থায় সিয়ামকে হাসপাতালে নে
১ ঘণ্টা আগে