Ajker Patrika

ঋণের ভারে যুবকের আত্মহত্যা

চাঁপাইনবাবগঞ্জ প্রতিনিধি
আপডেট : ১৭ মে ২০২৫, ০৮: ৩১
প্রতীকী ছবি
প্রতীকী ছবি

চাঁপাইনবাবগঞ্জের সদর উপজেলায় ঋণের ভার সইতে না পেরে এক যুবক আত্মহত্যা করেছেন। তিনি উপজেলার গোহালবাড়ী এলাকার মৃত রফিকুল ইসলামের ছেলে নুর মোহাম্মদ (২৮)। পরে পুলিশ ওই যুবকের লাশ উদ্ধার করে। ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন সদর মডেল থানার ওসি মতিউর রহমান।

পুলিশ ও স্থানীয়রা জানান, শুক্রবার (১৬ মে) সন্ধ্যা ৬টার দিকে উপজেলার বারঘরিয়া ইউনিয়নের ৯ নম্বর ওয়ার্ড গোহালবাড়ী গ্রামের নুর মোহাম্মদ তাঁর নিজ ঘরের শয়নকক্ষের আড়ার সঙ্গে ওড়না পেঁচিয়ে আত্মহত্যা করেন।

চাঁপাইনবাবগঞ্জ সদর মডেল থানার ওসি মতিউর রহমান বলেন, খবর পেয়ে পুলিশ লাশ উদ্ধার করেছে। সুরতহাল প্রতিবেদন শেষে ময়নাতদন্তের জন্য ২৫০ শয্যাবিশিষ্ট চাঁপাইনবাবগঞ্জ জেলা সদর হাসপাতালে পাঠানো হয়েছে।

ওসি আরও বলেন, তিনি বিভিন্ন এনজিওর ঋণের টাকা পরিশোধ করতে না পারার কারণে আত্মহত্যা করেছেন বলে ধারণা করা হচ্ছে। আইনানুগ ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত