Ajker Patrika

দোল উৎসব শেষে যমুনা নদীতে গোসল করতে নেমে ২ কিশোর নিখোঁজ

সিরাজগঞ্জ প্রতিনিধি
আপডেট : ১৮ মার্চ ২০২২, ১৬: ৫৩
দোল উৎসব শেষে যমুনা নদীতে গোসল করতে নেমে ২ কিশোর নিখোঁজ

সিরাজগঞ্জে যমুনা নদীতে গোসল করতে নেমে সকাল সূত্রধর (১৪) ও সঞ্জিত কর্মকার (১৫) নামে দুই কিশোর নিখোঁজ হয়েছে। আজ শুক্রবার দুপুর ১টার দিকে যমুনা নদীর শহরের জেলখানা ঘাট পয়েন্টে গোসল করতে নেমে এই দুই কিশোর নিখোঁজ হয়। তাদের উদ্ধারে কাজ করছে ফায়ার ব্রিগেড। 

নিখোঁজ সকাল সূত্রধর সিরাজগঞ্জ পৌর এলাকার গোশালা মহল্লার কালু সূত্রধর এবং সঞ্জিত কর্মকার একই মহল্লার উজ্জ্বল কর্মকারের ছেলে। এরা দুজনেই শহরের সবুজ কানন হাইস্কুল অ্যান্ড কলেজের দশম শ্রেণির ছাত্র। 

সিরাজগঞ্জ ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের উপসহকারী পরিচালক আলমগীর হোসেন জানান, দোল উৎসবে আবির খেলা শেষে সিরাজগঞ্জ পৌর এলাকার গোশালা মহল্লার চার কিশোর যমুনা নদীতে গোসল করতে যায়। তারা জেলখানা ঘাট থেকে নৌকা নিয়ে মাঝ নদীতে গিয়ে গোসলের জন্য পানিতে নামে। কিন্তু দুজন নদী থেকে উঠে এলেও সকাল ও সঞ্জিত উঠে আসেনি। খবর পেয়ে ফায়ার ব্রিগেডের ডুবুরি দল ঘটনাস্থলে পৌঁছে উদ্ধার অভিযান শুরু করে। 

উপসহকারী পরিচালক আরও জানান, উদ্ধার অভিযানে অংশগ্রহণ করার জন্য রাজশাহী থেকে ডুবুরি দল ডাকা হয়েছে। বিকেল নাগাদ তারা এসে উদ্ধার অভিযানে নামবে। 

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত