Ajker Patrika

রাজশাহীতে ভরাট হয়ে গেছে ৯৭ ভাগ পুকুর

নিজস্ব প্রতিবেদক, রাজশাহী
রাজশাহীতে ভরাট হয়ে গেছে ৯৭ ভাগ পুকুর

এক দশক আগেও রাজশাহী শহরে পুকুর ছিল এক হাজারেরও বেশি। এখন তা কমে দুইশোর নিচে নেমেছে। শহরের ৯৭ ভাগ পুকুরই ভরাট হয়ে গেছে। পুকুরের জায়গায় গড়ে উঠছে ভবন। বাংলাদেশ পরিবেশ আইনবিদ সমিতির (বেলা) এক মতবিনিময় সভায় এ তথ্য উঠে এসেছে। 

আজ বুধবার সকালে রাজশাহী নগরীর একটি হোটেলের সম্মেলন কক্ষে ‘অস্তিত্ব সংকটে রাজশাহী নগরীর পুকুর/জলাশয়ঃ পুনরুদ্ধার ও সংরক্ষণে করণীয়’ শীর্ষক এই আলোচনা সভা হয়। এতে প্রধান অতিথির বক্তব্য দেন জেলা প্রশাসক আবদুল জলিল। 

সভায় বক্তারা বলেন, নগরীতে এখন পুকুরের ভরাটের মহোৎসব চলছে। বোয়ালিয়া ভূমি কার্যালয়ের তথ্য অনুযায়ী, ২০১৪ সালেই শহরে এক হাজারের বেশি পুকুর ছিল। এখন তা কমে দুইশোর নিচে নেমেছে। এখন শহরে কোথাও আগুন লাগলে নেভানোর জন্য আশপাশে পানি পাওয়া যাবে না। ভয়াবহ এক সংকটের মুখে পড়তে যাচ্ছে রাজশাহী নগরী।

তাঁরা বলেন, সরকারি পুকুরগুলোও এখন খুঁজে পাওয়া যায় না। পুকুর ভরাট বন্ধে প্রশাসনের সহায়তা এবং সকলের ঐক্যবদ্ধ প্রয়াস থাকতে হবে। পানির আঁধার রাখতে হবে। কারণ এখন দেশের গড় বৃষ্টিপাতের অর্ধেকও রাজশাহীতে হয় না। আবার ভূ-গর্ভস্থ পানিও নিচে চলে যাচ্ছে। এ অবস্থায় পুকুর ও জলাশয় সংরক্ষণের কোনো বিকল্প নেই। 

সভায় সভাপতিত্ব করেন সচেতন নাগরিক কমিটির (সনাক) রাজশাহীর সভাপতি ড. দীপকেন্দ্র নাথ দাস। বিশেষ অতিথির বক্তব্য দেন রাজশাহী সিটি করপোরেশনের সচিব মশিউর রহমান, রাজশাহী বিশ্ববিদ্যালয়ের পরিবেশ বিজ্ঞান ইনস্টিটিউটের অধ্যাপক ড. রেদওয়ানুর রহমান, পরিবেশ অধিদপ্তরের রাজশাহীর সহকারী পরিচালক কবির হোসেন প্রমুখ

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

পেহেলগাম হামলা: ধরা খেয়ে গেল মোদির কাশ্মীর ন্যারেটিভ

ভারত-পাকিস্তান উত্তেজনা: বিমানবাহিনীকে সর্বোচ্চ প্রস্তুতি নিতে বললেন প্রধান উপদেষ্টা

সারজিসের সামনেই বগুড়ায় এনসিপি ও বৈষম্যবিরোধীদের মধ্যে হাতাহাতি-সংঘর্ষ

‘ঘুষের জন্য’ ৯১টি ফাইল আটকে রাখেন মাউশির ডিডি: দুদক

রাখাইনে মানবিক করিডর কি প্রক্সি যুদ্ধের ফাঁদ হবে, ভারত-চীন কীভাবে দেখবে

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত