Ajker Patrika

বগুড়ায় ছাত্রীকে ধর্ষণের মামলায় কলেজ শিক্ষক গ্রেপ্তার

বগুড়া প্রতিনিধি
বগুড়ায় ছাত্রীকে ধর্ষণের মামলায় কলেজ শিক্ষক গ্রেপ্তার

ছাত্রীকে ধর্ষণ ও তার নগ্ন ভিডিও ধারণের অভিযোগে বগুড়ায় কলেজের এক শিক্ষককে গ্রেপ্তার করেছে পুলিশ।

গ্রেপ্তারকৃত জিন্নাতুল ইসলাম সরকারি আজিজুল হক কলেজের হিসাববিজ্ঞান বিভাগের সহযোগী অধ্যাপক।

ভুক্তভোগী ছাত্রীর মামলার পর পরই গতকাল মঙ্গলবার রাতে শহরের চকসুত্রাপুর এলাকা থেকে তাকে গ্রেপ্তার করা হয় বলে জানান বগুড়া সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) নুরে আলম সিদ্দিক।

এজাহারের তথ্য অনুযায়ী, ৩/৪ বছর আগে প্রাইভেট পড়তে গিয়ে জিন্নাতুলের সঙ্গে ওই ছাত্রীর পরিচয় হয়। এক পর্যায়ে ছাত্রীকে শারীরিক সম্পর্কে লিপ্ত হতে বাধ্য করেন জিন্নাতুল। তার নগ্ন ছবি ও ভিডিও মোবাইল ফোনে ধারণ করে রাখেন। পরে ওই ছাত্রী বিয়ের জন্য চাপ দিলে তাকে শারীরিক ও মানসিকভাবে নির্যাতন করতে থাকেন ওই শিক্ষক।

পর ‘ছবি ও ভিডিও ফেসবুকে ছড়িয়ে দেওয়ার’ হুমকি দিয়ে তাকে ধর্ষণ করতে থাকেন। সর্বশেষ গত ১০ অক্টোবর ওই শিক্ষক নিজের বাসায় ছাত্রীকে ধর্ষণ করেন। ওই ছাত্রী অন্তঃসত্ত্বা হয়ে পড়লে ৩১ অক্টোবর স্থানীয় রেস্তোরাায় বসে তাকে গর্ভপাতের জন্য চাপ দেন জিন্নাতুল। পরে ওই তরুণী সদর থানায় অভিযোগ করেন।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

বৈপ্লবিক পরিবর্তন করার সুযোগ হাতছাড়া হয়ে গেছে

ব্যাংকের চাকরি যায় জাল সনদে, একই নথি দিয়ে বাগালেন স্কুল সভাপতির পদ

৬৮ কোটি টাকা আত্মসাৎ: ডেলটা গ্রুপের চেয়ারম্যান ফারুকসহ ১৫ জনের নামে মামলা

১ লাখ ৮২২ শিক্ষক নিয়োগ: যোগ্য প্রার্থীদের প্রাথমিক তালিকা চলতি সপ্তাহে

‘বউ আমাকে মিথ্যা ভালোবাসত, টাকা না থাকলে ছেড়ে যাবে, তাই মরে গেলাম’

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত