পুঠিয়া (রাজশাহী) প্রতিনিধি
রাজশাহীর পুঠিয়া উপজেলায় চলতি বছরের শুরু থেকে আগস্ট পর্যন্ত প্রায় ৩ শতাধিক নারী ও কিশোরী নিখোঁজের ঘটনা ঘটেছে। এসব ঘটনায় এলাকার সাধারণ মানুষের মাঝে চরম উদ্বেগ দেখা দিয়েছে। থানা-পুলিশ জানিয়েছে, হাতে গোনা দুই-তিনটি বাদে বেশির ভাগ নিখোঁজদের উদ্ধার করা হয়েছে।
সংশ্লিষ্ট পুলিশ কর্মকর্তারা বলছেন, উদ্ধারকৃতরা জানিয়েছে প্রেমঘটিত ও পরকীয়ার কারণে গোপনে তারা পালিয়ে যায়। আর ভুক্তভোগী পরিবারের বেশির ভাগই এলাকায় সম্মানহানির আশঙ্কায় থানায় অপহরণের অভিযোগ করেন।
পুঠিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সোহরাওয়াদী হোসেন বলেন, ‘অধিকাংশ নারী ও কিশোরীরা পরকীয়া বা প্রেমঘটিত কারণে ঘর ছাড়ছেন। গত ৮ মাসে প্রায় ৩ শতাধিক কিশোরী ও নারী পরিবারের অজান্তে ঘর ছেড়েছে। নিখোঁজদের মধ্যে ১২ থেকে ২৫ বছর বয়সের সংখ্যা বেশি। বিগত সময়ে নিখোঁজের তালিকায় কিশোরীদের সংখ্যা বেশি ছিল। আর সাম্প্রতিক সময়ে গৃহবধূর সংখ্যা তুলনামূলক অনেক বেশি। আর ওই পরিবার লোকলজ্জার আশঙ্কায় থানায় অপহরণের অভিযোগ দিচ্ছেন।’
ওসি বলেন, ‘চলতি বছর পুঠিয়া থানার মধ্যে যতগুলো নিখোঁজের অভিযোগ হয়েছে তার মধ্যে দুই-তিনজন বাদে সকলকে উদ্ধার করা হয়েছে। উদ্ধারকৃত সকল কিশোরী বা নারীরা স্বীকার করছেন, তারা স্বেচ্ছায় ঘর ছেড়েছেন।’
স্থানীয় জনপ্রতিনিধি ও সুশীল সমাজের তথ্যমতে, অতি আধুনিকতা ও প্রযুক্তিগত মুঠোফোনের অপব্যবহারের কারণে সমাজে এর বিরূপ প্রভাব পড়েছে। এতে সবচেয়ে বেশি শিকার হচ্ছে উঠতি বয়সের কিশোর-কিশোরীরা। তারা অতি উৎসাহী হয়ে আবেগের বশে ভুল পথে পা বাড়াচ্ছে। এক্ষেত্রে প্রতিটি কিশোর-কিশোরীদের পরিবারকে আরও সচেতন হওয়া প্রয়োজন। সম্প্রতি সময়ে অনেক বিবাহিত নারী-পুরুষেরাও পরকীয়ায় জড়িয়ে পড়ছে। তারাও পরিবারের অজান্তে ঘর ছাড়ছে। তবে ওই পরিবারগুলো থানায় বা গ্রাম্য সালিসে অপহরণের অভিযোগ করেন। আর পারিবারিক চাপের কারণে ভুক্তভোগীরা অপহরণের মিথ্যা স্বীকারোক্তি দেয়। কিন্তু সে ঘটনা সঠিক তদন্তে উদ্ধারকৃতরা স্বেচ্ছায় ঘর ছাড়ার কথাও স্বীকার করেন।
এ বিষয়ে উপজেলা চেয়ারম্যান জিএম হীরা বাচ্চু বলেন, উপজেলায় নারী ও কিশোরীদের ঘর ছেড়ে চলে যাওয়ার ঘটনা প্রায় ঘটছে। তবে এ সকল ঘটনায় লোকলজ্জার ভয়ে অধিকাংশ পরিবার নীরব থাকেন বা গোপনে ধামাচাপা দেন। আর স্বল্প কিছু ভুক্তভোগীর পরিবার তাদের উদ্ধারে আইনের আশ্রয়ে যায়। আবার অনেকেই বিষয়টি গ্রাম্য সালিসে মীমাংসা করেন।
রাজশাহীর পুঠিয়া উপজেলায় চলতি বছরের শুরু থেকে আগস্ট পর্যন্ত প্রায় ৩ শতাধিক নারী ও কিশোরী নিখোঁজের ঘটনা ঘটেছে। এসব ঘটনায় এলাকার সাধারণ মানুষের মাঝে চরম উদ্বেগ দেখা দিয়েছে। থানা-পুলিশ জানিয়েছে, হাতে গোনা দুই-তিনটি বাদে বেশির ভাগ নিখোঁজদের উদ্ধার করা হয়েছে।
সংশ্লিষ্ট পুলিশ কর্মকর্তারা বলছেন, উদ্ধারকৃতরা জানিয়েছে প্রেমঘটিত ও পরকীয়ার কারণে গোপনে তারা পালিয়ে যায়। আর ভুক্তভোগী পরিবারের বেশির ভাগই এলাকায় সম্মানহানির আশঙ্কায় থানায় অপহরণের অভিযোগ করেন।
পুঠিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সোহরাওয়াদী হোসেন বলেন, ‘অধিকাংশ নারী ও কিশোরীরা পরকীয়া বা প্রেমঘটিত কারণে ঘর ছাড়ছেন। গত ৮ মাসে প্রায় ৩ শতাধিক কিশোরী ও নারী পরিবারের অজান্তে ঘর ছেড়েছে। নিখোঁজদের মধ্যে ১২ থেকে ২৫ বছর বয়সের সংখ্যা বেশি। বিগত সময়ে নিখোঁজের তালিকায় কিশোরীদের সংখ্যা বেশি ছিল। আর সাম্প্রতিক সময়ে গৃহবধূর সংখ্যা তুলনামূলক অনেক বেশি। আর ওই পরিবার লোকলজ্জার আশঙ্কায় থানায় অপহরণের অভিযোগ দিচ্ছেন।’
ওসি বলেন, ‘চলতি বছর পুঠিয়া থানার মধ্যে যতগুলো নিখোঁজের অভিযোগ হয়েছে তার মধ্যে দুই-তিনজন বাদে সকলকে উদ্ধার করা হয়েছে। উদ্ধারকৃত সকল কিশোরী বা নারীরা স্বীকার করছেন, তারা স্বেচ্ছায় ঘর ছেড়েছেন।’
স্থানীয় জনপ্রতিনিধি ও সুশীল সমাজের তথ্যমতে, অতি আধুনিকতা ও প্রযুক্তিগত মুঠোফোনের অপব্যবহারের কারণে সমাজে এর বিরূপ প্রভাব পড়েছে। এতে সবচেয়ে বেশি শিকার হচ্ছে উঠতি বয়সের কিশোর-কিশোরীরা। তারা অতি উৎসাহী হয়ে আবেগের বশে ভুল পথে পা বাড়াচ্ছে। এক্ষেত্রে প্রতিটি কিশোর-কিশোরীদের পরিবারকে আরও সচেতন হওয়া প্রয়োজন। সম্প্রতি সময়ে অনেক বিবাহিত নারী-পুরুষেরাও পরকীয়ায় জড়িয়ে পড়ছে। তারাও পরিবারের অজান্তে ঘর ছাড়ছে। তবে ওই পরিবারগুলো থানায় বা গ্রাম্য সালিসে অপহরণের অভিযোগ করেন। আর পারিবারিক চাপের কারণে ভুক্তভোগীরা অপহরণের মিথ্যা স্বীকারোক্তি দেয়। কিন্তু সে ঘটনা সঠিক তদন্তে উদ্ধারকৃতরা স্বেচ্ছায় ঘর ছাড়ার কথাও স্বীকার করেন।
এ বিষয়ে উপজেলা চেয়ারম্যান জিএম হীরা বাচ্চু বলেন, উপজেলায় নারী ও কিশোরীদের ঘর ছেড়ে চলে যাওয়ার ঘটনা প্রায় ঘটছে। তবে এ সকল ঘটনায় লোকলজ্জার ভয়ে অধিকাংশ পরিবার নীরব থাকেন বা গোপনে ধামাচাপা দেন। আর স্বল্প কিছু ভুক্তভোগীর পরিবার তাদের উদ্ধারে আইনের আশ্রয়ে যায়। আবার অনেকেই বিষয়টি গ্রাম্য সালিসে মীমাংসা করেন।
খুলনার দাকোপ উপজেলায় জমি দখল করতে অবৈধভাবে ফসলি জমিতে বালু ভরাট করা হয়েছে। তারপর সেই জমিতে বেসরকারি শিপইয়ার্ড নির্মাণের উদ্যোগ নেওয়া হচ্ছে বলে অভিযোগ করেছেন ভুক্তভোগী ব্যক্তিরা। আজ শনিবার খুলনা প্রেসক্লাবে আয়োজিত সংবাদ সম্মেলনে জমির মালিক ক্ষতিগ্রস্ত ছয়জন এই অভিযোগ করেন।
৪ মিনিট আগেরাজবাড়ীর পাংশায় ইউনিয়ন যুবদল কর্মী রাশিদুল ইসলামকে কুপিয়ে ও পিটিয়ে হত্যা করেছে প্রতিপক্ষ। পূর্বশত্রুতার জেরে আজ শনিবার সকালে উপজেলার পাট্টা ইউনিয়নের নিভা গ্রামে এ ঘটনা ঘটে।
১১ মিনিট আগেসাতক্ষীরায় অপরিপক্ব এক ট্রাক আম বাজারজাতের চেষ্টাকালে জব্দ করে ধ্বংস করেছে উপজেলা প্রশাসন। আজ শনিবার বেলা ১১টার দিকে সাতক্ষীরা বাইপাস সড়কে এই অভিযান চালানো হয়। বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের নেতা-কর্মীরা গোপন সংবাদের ভিত্তিতে প্রথমে ট্রাকে অপরিপক্ব আমের বিষয়টি শনাক্ত করেন। পরে তাঁরা আমবাহী একটি ট্রাক
১ ঘণ্টা আগেরাজধানীর হাতিরঝিলে যুবদল কর্মী মো. আরিফ সিকদার হত্যা মামলায় প্রধান অভিযুক্ত ও শীর্ষ সন্ত্রাসী সুব্রত বাইনের ঘনিষ্ঠ সহযোগী ‘শুটার’ মাহফুজুর রহমান বিপুকে গ্রেপ্তার করেছে র্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র্যাব)। আজ শনিবার সন্ধ্যায় র্যাব-৩–এর সিনিয়র সহকারী পুলিশ সুপার সনদ বড়ুয়া বিজ্ঞপ্তির মাধ্যমে এই তথ্য
১ ঘণ্টা আগে