বগুড়া প্রতিনিধি
বগুড়ায় সন্তানকে বেঁধে মা তাছলিমাকে হাতুড়ি দিয়ে পিটিয়ে হত্যার ঘটনায় জড়িত তারই প্রতিবেশী চাচাত ভাই শাকিব উদ্দিন (২২) বলে জানিয়েছেন বগুড়ার পুলিশ সুপার (এসপি) সুদীপ কুমার চক্রবর্তী।
আজ শনিবার দুপুরে পুলিশ সুপারের কার্যালয়ে এক সংবাদ সম্মেলনে এতথ্য জানানো হয়।
এসপি বলেন, শাকিব উদ্দিন পেশায় অটোরিকশা চালক। গত বৃহস্পতিবার সকালে বাড়ি থেকে অটোরিকশা নিয়ে বের হয় শাকিব। এরপর তার অটোরিকশায় সমস্যা দেখা দিলে নিশিন্দারা মধ্যপাড়ায় তার প্রতিবেশী চাচাত বোন তাছলিমার বাড়িতে যায়। তাছলিমার কাছ থেকে হাতুড়ি নিয়ে অটোরিকশা মেরামত করে। তাছলিমা তাকে চানাচুর বিস্কুট খেতে দেয়। এ সময় সোফায় বসে কথা বলার একপর্যায়ে তাছলিমা শাকিবকে ধার দেওয়া ১০ হাজার টাকা ফেরত চায়। টাকা দিতে দেরি হবে শাকিব জানালে তাছলিমার সঙ্গে কথা-কাটাকাটি হয়। একপর্যায় হাতুড়ি দিয়ে তাছলিমার মাথায় কয়েকটি আঘাত কর শাকিব। তাছলিমা মেঝেতে পরে মারা গেলে শাকিব তার মোবাইল ফোন ও ল্যাপটপ নিয়ে পালিয়ে যায়।
পুলিশ সুপার বলেন, শাকিবকে গ্রেপ্তারের পর তার হেফাজত থেকে ল্যাপটপ ও ফোন উদ্ধার করা হয়েছে। এ ঘটনায় গতকাল শুক্রবার রাতে তাছলিমার বাবা জাহেদুর রহমান বাদী হয়ে অজ্ঞাত ব্যক্তিদের আসামি বগুড়া সদর থানায় মামলা দায়ের করেন।
বৃহস্পতিবার রাতে ডিবি পুলিশ শাকিবকে আটক করে তাদের হেফাজতে নেয়। মামলা দায়েরের পর শাকিবকে গ্রেপ্তার দেখায় বগুড়া সদর থানা-পুলিশ।
এদিকে নিহত তাছলিমার বাবা বলেন, শাকিব একা তার মেয়েকে হত্যা করতে পারেনি। হত্যাকাণ্ডের সঙ্গে জামাই সিরাজুলকে সন্দেহ করেন তিনি।
জাহেদুর রহমান বলেন, শাকিবকে টাকা ধার দেওয়ার বিষয় আমরা জানি না। শাকিবের সঙ্গে কোনো শত্রুতাও নেই। জামাই সিরাজুল অন্য নারীর সঙ্গে পরকীয়া করে। একারনে মাঝে মধ্যেই তাছলিমাকে নির্যাতন করত।
সিরাজুল ইসলাম বলেন, ঘটনার পর থেকে আমি পালিয়ে যাইনি। আমি হত্যার সঙ্গে জড়িত থাকলে পুলিশ গ্রেপ্তার করবে।
বগুড়া সদর থানার পুলিশ পরিদর্শক (তদন্ত) শাহিনুজ্জামান বলেন, ‘প্রাথমিক অনুসন্ধানে হত্যার সঙ্গে সিরাজুলের সম্পৃক্ততা পাওয়া যায়নি। তার শ্বশুরের সন্দেহের বিষয়টি পুলিশকে জানিয়েছে। আমরা সিরাজুলকে পর্যবেক্ষণ করছি।
জানা গেছে, গত বৃহস্পতিবার বগুড়া শহরের নিশিন্দারা মধ্যপাড়ায় সন্তানকে বেঁধে রেখে মা তাছলিমা (২৩) মাথায় হাতুড়ির আঘাতে খুন হন। বৃহস্পতিবার রাত ১০ টার দিকে পুলিশ নিজ বাড়ি থেকে তাছলিমার লাশ উদ্ধার করে।
বগুড়ায় সন্তানকে বেঁধে মা তাছলিমাকে হাতুড়ি দিয়ে পিটিয়ে হত্যার ঘটনায় জড়িত তারই প্রতিবেশী চাচাত ভাই শাকিব উদ্দিন (২২) বলে জানিয়েছেন বগুড়ার পুলিশ সুপার (এসপি) সুদীপ কুমার চক্রবর্তী।
আজ শনিবার দুপুরে পুলিশ সুপারের কার্যালয়ে এক সংবাদ সম্মেলনে এতথ্য জানানো হয়।
এসপি বলেন, শাকিব উদ্দিন পেশায় অটোরিকশা চালক। গত বৃহস্পতিবার সকালে বাড়ি থেকে অটোরিকশা নিয়ে বের হয় শাকিব। এরপর তার অটোরিকশায় সমস্যা দেখা দিলে নিশিন্দারা মধ্যপাড়ায় তার প্রতিবেশী চাচাত বোন তাছলিমার বাড়িতে যায়। তাছলিমার কাছ থেকে হাতুড়ি নিয়ে অটোরিকশা মেরামত করে। তাছলিমা তাকে চানাচুর বিস্কুট খেতে দেয়। এ সময় সোফায় বসে কথা বলার একপর্যায়ে তাছলিমা শাকিবকে ধার দেওয়া ১০ হাজার টাকা ফেরত চায়। টাকা দিতে দেরি হবে শাকিব জানালে তাছলিমার সঙ্গে কথা-কাটাকাটি হয়। একপর্যায় হাতুড়ি দিয়ে তাছলিমার মাথায় কয়েকটি আঘাত কর শাকিব। তাছলিমা মেঝেতে পরে মারা গেলে শাকিব তার মোবাইল ফোন ও ল্যাপটপ নিয়ে পালিয়ে যায়।
পুলিশ সুপার বলেন, শাকিবকে গ্রেপ্তারের পর তার হেফাজত থেকে ল্যাপটপ ও ফোন উদ্ধার করা হয়েছে। এ ঘটনায় গতকাল শুক্রবার রাতে তাছলিমার বাবা জাহেদুর রহমান বাদী হয়ে অজ্ঞাত ব্যক্তিদের আসামি বগুড়া সদর থানায় মামলা দায়ের করেন।
বৃহস্পতিবার রাতে ডিবি পুলিশ শাকিবকে আটক করে তাদের হেফাজতে নেয়। মামলা দায়েরের পর শাকিবকে গ্রেপ্তার দেখায় বগুড়া সদর থানা-পুলিশ।
এদিকে নিহত তাছলিমার বাবা বলেন, শাকিব একা তার মেয়েকে হত্যা করতে পারেনি। হত্যাকাণ্ডের সঙ্গে জামাই সিরাজুলকে সন্দেহ করেন তিনি।
জাহেদুর রহমান বলেন, শাকিবকে টাকা ধার দেওয়ার বিষয় আমরা জানি না। শাকিবের সঙ্গে কোনো শত্রুতাও নেই। জামাই সিরাজুল অন্য নারীর সঙ্গে পরকীয়া করে। একারনে মাঝে মধ্যেই তাছলিমাকে নির্যাতন করত।
সিরাজুল ইসলাম বলেন, ঘটনার পর থেকে আমি পালিয়ে যাইনি। আমি হত্যার সঙ্গে জড়িত থাকলে পুলিশ গ্রেপ্তার করবে।
বগুড়া সদর থানার পুলিশ পরিদর্শক (তদন্ত) শাহিনুজ্জামান বলেন, ‘প্রাথমিক অনুসন্ধানে হত্যার সঙ্গে সিরাজুলের সম্পৃক্ততা পাওয়া যায়নি। তার শ্বশুরের সন্দেহের বিষয়টি পুলিশকে জানিয়েছে। আমরা সিরাজুলকে পর্যবেক্ষণ করছি।
জানা গেছে, গত বৃহস্পতিবার বগুড়া শহরের নিশিন্দারা মধ্যপাড়ায় সন্তানকে বেঁধে রেখে মা তাছলিমা (২৩) মাথায় হাতুড়ির আঘাতে খুন হন। বৃহস্পতিবার রাত ১০ টার দিকে পুলিশ নিজ বাড়ি থেকে তাছলিমার লাশ উদ্ধার করে।
ঢাকার তেজগাঁওয়ের তেজকুনিপাড়া এলাকায় ময়লার স্তূপে মিলল পাঁচ বছর বয়সী শিশু রোজা মনির লাশ। গতকাল সোমবার (১২ মে) দুপুরে নিখোঁজ হওয়ার এক দিন পর আজ মঙ্গলবার সকালে বাসা থেকে প্রায় ১০০ মিটার দূরে একটি নালায় বস্তাবন্দী অবস্থায় লাশটি পাওয়া যায়।
১৫ মিনিট আগেআট বছর পর অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা প্রফেসর ড. মুহাম্মদ ইউনূস চট্টগ্রামের হাটহাজারী উপজেলার শিকারপুর ইউনিয়ন বাথুয়া গ্রামের নিজ বাড়িতে আসছেন বুধবার। এর আগে তিনি ২০১৭ সালে গ্রামের বাড়িতে এসেছিলেন।
১ ঘণ্টা আগেবরিশাল বিশ্ববিদ্যালয়ে (ববি) অবশেষে শিক্ষার্থীদের দাবি পূরণ হলো। আন্দোলনের ২৯তম দিনে এসে বিশ্ববিদ্যালয়ের উপাচার্য (ভিসি) অধ্যাপক শুচিতা শরমিনকে অপসারণ করা হয়েছে। এ ছাড়াও সহ-উপাচার্য অধ্যাপক গোলাম রাব্বানী, ট্রেজারার অধ্যাপক মামুন-অর-রশীদকেও সরিয়ে দেওয়া হয়েছে। শিক্ষা মন্ত্রণালয়ের মাধ্যমিক ও উচ্চশিক্ষা
১ ঘণ্টা আগেঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের জন্য ‘অন-ক্যাম্পাস চাকরি’ চালু করেছে পরিবেশবান্ধব সংগঠন ‘গ্রিন ফিউচার বাংলাদেশ’। বর্তমানে পরীক্ষামূলকভাবে চারটি বৈদ্যুতিক শাটল বাস এ কার্যক্রমেরই অংশ। প্রতিটি বাসে ১৪ জন যাত্রী পরিবহনের সুবিধা রয়েছে এবং ৩ ঘণ্টার শিফটে চারজন করে শিক্ষার্থী দায়িত্ব পালন করছেন সকাল ৮ট
১ ঘণ্টা আগে