Ajker Patrika

‘অতীতে অনেক ভুল-ত্রুটি হয়েছে, এবার নিরপেক্ষ নির্বাচন করতে চাই’

জয়পুরহাট প্রতিনিধি
আপডেট : ২৫ নভেম্বর ২০২২, ১৮: ১০
‘অতীতে অনেক ভুল-ত্রুটি হয়েছে, এবার নিরপেক্ষ নির্বাচন করতে চাই’

আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক এবং জাতীয় সংসদের হুইপ আবু সাঈদ আল মাহমুদ স্বপন বলেছেন, ‘অতীতে আমাদের অনেক ভুল-ত্রুটি হয়েছে। কিন্তু শেখ হাসিনার নেতৃত্বে ও নির্বাচন কমিশনের মাধ্যমে ২০২৪ সালের নির্বাচন পরিচালনায় অবাধ, নিরপেক্ষ ও অংশগ্রহণমূলক নির্বাচন নিশ্চিত করতে চাই।’

জয়পুরহাট সার্কিট হাউস মাঠে দুই দিনব্যাপী আয়োজিত ডিজিটাল উদ্ভাবনী মেলার সমাপনী দিন শুক্রবার দুপুরে প্রধান অতিথির বক্তব্যে আবু সাঈদ এ কথা বলেন।

অনুষ্ঠানে সভাপতিত্ব করেন জেলা প্রশাসক মো. শরীফুল ইসলাম। এ সময় আরও বক্তব্য দেন পুলিশ সুপার মোহাম্মদ নূরে আলম, জেলা পরিষদের চেয়ারম্যান অধ্যক্ষ খাজা সামছুল আলম, জেলা আওয়ামী লীগের সভাপতি আরিফুর রহমান রকেট, সহসভাপতি ও সদর উপজেলা পরিষদের চেয়ারম্যান এস এম সোলায়মান আলী, সাধারণ সম্পাদক জাকির হোসেন প্রমুখ। 

হুইপ স্বপন বলেন, ‘অবাধ, নিরপেক্ষ ও অংশগ্রহণমূলক নির্বাচন জাতির জন্য অপরিহার্য। কারণ এটি জাতি, সুষ্ঠু ও গণতান্ত্রিক সমাজ গঠনে বড় ভূমিকা পালন করে। অতীতে আমাদের অনেক ভুল-ত্রুটি হয়েছে। কিন্তু আমরা শেখ হাসিনার নেতৃত্বে এবং নির্বাচন কমিশনের মাধ্যমে ২০২৪ সালের নির্বাচন পরিচালনায় অবাধ, নিরপেক্ষ ও অংশগ্রহণমূলক নির্বাচন নিশ্চিত করতে চাই।’

দেশ উন্নয়নের পথেই রয়েছে দাবি করে হুইপ বলেন, ‘একটি মহল এ দেশের উন্নয়ন সহ্য করতে পারছে না। তারা বলছে, বাংলাদেশ শ্রীলঙ্কা হবে। ধ্বংস হয়ে যাবে। কিন্তু আমি গর্ব করে বলতে পারি, আমাদের দেশ এগিয়ে চলেছে, এগিয়ে যাবে। এই দেশ শ্রীলঙ্কা নয়, সিঙ্গাপুরের পথে ধাবিত হবে।’ 

এর আগে কয়েকজন দর্শনার্থী শিক্ষার্থী ডিজিটাল মেলায় বেড়াতে এসে তাঁদের অনুভূতি ব্যক্ত করে বক্তব্য দেন।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত