জয়পুরহাট প্রতিনিধি
আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক এবং জাতীয় সংসদের হুইপ আবু সাঈদ আল মাহমুদ স্বপন বলেছেন, ‘অতীতে আমাদের অনেক ভুল-ত্রুটি হয়েছে। কিন্তু শেখ হাসিনার নেতৃত্বে ও নির্বাচন কমিশনের মাধ্যমে ২০২৪ সালের নির্বাচন পরিচালনায় অবাধ, নিরপেক্ষ ও অংশগ্রহণমূলক নির্বাচন নিশ্চিত করতে চাই।’
জয়পুরহাট সার্কিট হাউস মাঠে দুই দিনব্যাপী আয়োজিত ডিজিটাল উদ্ভাবনী মেলার সমাপনী দিন শুক্রবার দুপুরে প্রধান অতিথির বক্তব্যে আবু সাঈদ এ কথা বলেন।
অনুষ্ঠানে সভাপতিত্ব করেন জেলা প্রশাসক মো. শরীফুল ইসলাম। এ সময় আরও বক্তব্য দেন পুলিশ সুপার মোহাম্মদ নূরে আলম, জেলা পরিষদের চেয়ারম্যান অধ্যক্ষ খাজা সামছুল আলম, জেলা আওয়ামী লীগের সভাপতি আরিফুর রহমান রকেট, সহসভাপতি ও সদর উপজেলা পরিষদের চেয়ারম্যান এস এম সোলায়মান আলী, সাধারণ সম্পাদক জাকির হোসেন প্রমুখ।
হুইপ স্বপন বলেন, ‘অবাধ, নিরপেক্ষ ও অংশগ্রহণমূলক নির্বাচন জাতির জন্য অপরিহার্য। কারণ এটি জাতি, সুষ্ঠু ও গণতান্ত্রিক সমাজ গঠনে বড় ভূমিকা পালন করে। অতীতে আমাদের অনেক ভুল-ত্রুটি হয়েছে। কিন্তু আমরা শেখ হাসিনার নেতৃত্বে এবং নির্বাচন কমিশনের মাধ্যমে ২০২৪ সালের নির্বাচন পরিচালনায় অবাধ, নিরপেক্ষ ও অংশগ্রহণমূলক নির্বাচন নিশ্চিত করতে চাই।’
দেশ উন্নয়নের পথেই রয়েছে দাবি করে হুইপ বলেন, ‘একটি মহল এ দেশের উন্নয়ন সহ্য করতে পারছে না। তারা বলছে, বাংলাদেশ শ্রীলঙ্কা হবে। ধ্বংস হয়ে যাবে। কিন্তু আমি গর্ব করে বলতে পারি, আমাদের দেশ এগিয়ে চলেছে, এগিয়ে যাবে। এই দেশ শ্রীলঙ্কা নয়, সিঙ্গাপুরের পথে ধাবিত হবে।’
এর আগে কয়েকজন দর্শনার্থী শিক্ষার্থী ডিজিটাল মেলায় বেড়াতে এসে তাঁদের অনুভূতি ব্যক্ত করে বক্তব্য দেন।
আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক এবং জাতীয় সংসদের হুইপ আবু সাঈদ আল মাহমুদ স্বপন বলেছেন, ‘অতীতে আমাদের অনেক ভুল-ত্রুটি হয়েছে। কিন্তু শেখ হাসিনার নেতৃত্বে ও নির্বাচন কমিশনের মাধ্যমে ২০২৪ সালের নির্বাচন পরিচালনায় অবাধ, নিরপেক্ষ ও অংশগ্রহণমূলক নির্বাচন নিশ্চিত করতে চাই।’
জয়পুরহাট সার্কিট হাউস মাঠে দুই দিনব্যাপী আয়োজিত ডিজিটাল উদ্ভাবনী মেলার সমাপনী দিন শুক্রবার দুপুরে প্রধান অতিথির বক্তব্যে আবু সাঈদ এ কথা বলেন।
অনুষ্ঠানে সভাপতিত্ব করেন জেলা প্রশাসক মো. শরীফুল ইসলাম। এ সময় আরও বক্তব্য দেন পুলিশ সুপার মোহাম্মদ নূরে আলম, জেলা পরিষদের চেয়ারম্যান অধ্যক্ষ খাজা সামছুল আলম, জেলা আওয়ামী লীগের সভাপতি আরিফুর রহমান রকেট, সহসভাপতি ও সদর উপজেলা পরিষদের চেয়ারম্যান এস এম সোলায়মান আলী, সাধারণ সম্পাদক জাকির হোসেন প্রমুখ।
হুইপ স্বপন বলেন, ‘অবাধ, নিরপেক্ষ ও অংশগ্রহণমূলক নির্বাচন জাতির জন্য অপরিহার্য। কারণ এটি জাতি, সুষ্ঠু ও গণতান্ত্রিক সমাজ গঠনে বড় ভূমিকা পালন করে। অতীতে আমাদের অনেক ভুল-ত্রুটি হয়েছে। কিন্তু আমরা শেখ হাসিনার নেতৃত্বে এবং নির্বাচন কমিশনের মাধ্যমে ২০২৪ সালের নির্বাচন পরিচালনায় অবাধ, নিরপেক্ষ ও অংশগ্রহণমূলক নির্বাচন নিশ্চিত করতে চাই।’
দেশ উন্নয়নের পথেই রয়েছে দাবি করে হুইপ বলেন, ‘একটি মহল এ দেশের উন্নয়ন সহ্য করতে পারছে না। তারা বলছে, বাংলাদেশ শ্রীলঙ্কা হবে। ধ্বংস হয়ে যাবে। কিন্তু আমি গর্ব করে বলতে পারি, আমাদের দেশ এগিয়ে চলেছে, এগিয়ে যাবে। এই দেশ শ্রীলঙ্কা নয়, সিঙ্গাপুরের পথে ধাবিত হবে।’
এর আগে কয়েকজন দর্শনার্থী শিক্ষার্থী ডিজিটাল মেলায় বেড়াতে এসে তাঁদের অনুভূতি ব্যক্ত করে বক্তব্য দেন।
রাজশাহী প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে (রুয়েট) রাজনীতি নিষিদ্ধ। প্রতিষ্ঠানটির কোনো শিক্ষক, কর্মকর্তা-কর্মচারী রাজনৈতিক সংগঠনের সঙ্গে জড়িত থাকতে পারবেন না। তবে বিশ্ববিদ্যালয়ের এমন নির্দেশনা ভেঙে জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) কর্মসূচিতে অংশ নিয়েছেন আশিক ইকবাল নামের এক কর্মকর্তা। তিনি রুয়েটের সংস্থ
১৪ মিনিট আগেনরসিংদীর রায়পুরায় এসএসসি পরীক্ষার্থী রাজন শিকদার হত্যা মামলায় জড়িতদের গ্রেপ্তারের দাবিতে থানা ঘেরাও দিয়ে বিক্ষোভ করেছেন এলাকাবাসী। রোববার (৪ মে) বিকেলের দিকে রায়পুরা থানা প্রাঙ্গণে এ কর্মসূচিতে নিহতের সহপাঠী, শিক্ষক ও স্বজনেরা অংশগ্রহণ করেন।
১৮ মিনিট আগেবরিশাল বিশ্ববিদ্যালয়ের (ববি) উপাচার্য ড. শুচিতা শরমিনের অপসারণ দাবিতে এক দফা আন্দোলন ঘোষণা করেছেন শিক্ষার্থীরা। টানা ১৮ দিন নানা দাবির পর আজ রোববার দুপুরে সংবাদ সম্মেলনে শিক্ষার্থীরা এক দফার ঘোষণা দেন। পরে এই দাবিতে শিক্ষার্থীরা বিক্ষোভ মিছিল করেন। এর আগে বেলা ১১টায় উপাচার্য ড. শুচিতা শরমিন সংবাদ সম
২৮ মিনিট আগেলক্ষ্মীপুরে এক আওয়ামী লীগ নেতাকে গণপিটুনি দিয়ে পুলিশে সোপর্দ করেছে ছাত্র-জনতা। আজ রোববার বিকেলে জেলা প্রশাসক কার্যালয়ের পাশে এ ঘটনা ঘটে। ওই নেতা হলেন সদর উপজেলার লাহারকান্দি ইউনিয়নের আওয়ামী লীগের সভাপতি মো. মুরাদ হোসেন। তাঁর বিরুদ্ধে জুলাই অভ্যুত্থানে ছাত্র-জনতার ওপর প্রকাশ্যে হামলা ও খুনের অভিযোগ
৩৫ মিনিট আগে