রাজবাড়ী প্রতিনিধি
রাজবাড়ীর পাংশায় চাকরির প্রলোভন দেখিয়ে টাকা হাতিয়া নেওয়া অভিযোগে প্রধান শিক্ষকসহ দুজনকে গ্রেপ্তার করেছে পুলিশ। গতকাল বুধবার রাতে উপজেলার বাহাদুরপুর ইউনিয়নের বাহাদুরপুর গ্রাম থেকে তাঁদের গ্রেপ্তার করা হয়।
গ্রেপ্তারকৃতরা হলেন আহম্মদ আলী মোল্লা মেমোরিয়াল ওরফ্যান্স ডিজেবল স্কুল অ্যান্ড কলেজে প্রধান শিক্ষক আল মামুন সিদ্দিকী আল মামুন সিদ্দিকী (৩৫) ও তাঁর ভাই কাজল মাহমুদ (৪৫)। তাঁরা একই এলাকার মৃত ফরিদ সরোয়ারের ছেলে।
মামলার এজাহার সূত্রে জানা যায়, ওই শিক্ষাপ্রতিষ্ঠানের প্রধান শিক্ষক আল মামুন সিদ্দিকী ও তাঁর ভাই কাজল মাহমুদের বিরুদ্ধে গতকাল বুধবার প্রতারণা মামলা দায়ের করেন একই প্রতিষ্ঠানের শিক্ষক রহিমা আক্তার। তিনি উপজেলার সরিষা ইউনিয়নের বাঘার চর গ্রামের রাকিবুল ইসলামের স্ত্রী।
২০২০ সালের ১২ ডিসেম্বর উপজেলার বাহাদুরপুর ইউনিয়নে ওই স্কুলে রহিমা খাতুনকে নারী শিক্ষক হিসেবে নিয়োগ দেওয়া হয়। পরে ২০২২ সালের এপ্রিল মাসে আল মামুন সিদ্দিকী প্রতিষ্ঠানটি জাতীয়করণ ও তাঁকে স্থায়ীভাবে নিয়োগ দেওয়ার কথা বলে তিন লাখ টাকার চুক্তি করেন। সে সময় তাঁর কাছ থেকে এক লাখ টাকা নেন। বাকি দুই লাখ টাকা ছয় মাসের মধ্যে প্রতিষ্ঠানটি জাতীয়করণ ও স্থায়ী নিয়োগের পরে নেবেন বলে স্ট্যাম্পে লিখিত দেন। কিন্তু ছয় মাসেও জাতীয়করণ না হওয়ায় রহিমা আক্তার আল মামুন সিদ্দিকীর কাছে টাকা ফেরত চান। কিন্তু টাকা ফেরত না দিয়ে তাঁকেসহ তাঁর পরিবারের লোকজনকে গালাগালি ও হুমকি দিয়ে তাড়িয়ে দেন ওই প্রধান শিক্ষক।
মামলায় আরও উল্লেখ করেন, প্রতিবন্ধী ভাতার কার্ড পাইয়ে দেওয়ার কথা বলেও এলাকার অনেক মানুষের কাছ থেকে বিভিন্ন অঙ্কের টাকা হাতিয়ে নিয়েছেন ওই প্রধান শিক্ষক। পরে প্রতিষ্ঠানের নাম পরিবর্তন করে আহম্মদ আলী মোল্লা স্মৃতি এতিম প্রতিবন্ধী বিদ্যালয় নামকরণ করেন।
এ বিষয়ে সহকারী পুলিশ সুপার (পাংশা সার্কেল) সুমন কুমার সাহা বলেন, প্রতারণা মামলায় বুধবার রাতে দুজনকে গ্রেপ্তার করেছে পুলিশ। আজ বৃহস্পতিবার সকালে তাঁদের রাজবাড়ী আদালতে পাঠানো হয়েছে।
রাজবাড়ীর পাংশায় চাকরির প্রলোভন দেখিয়ে টাকা হাতিয়া নেওয়া অভিযোগে প্রধান শিক্ষকসহ দুজনকে গ্রেপ্তার করেছে পুলিশ। গতকাল বুধবার রাতে উপজেলার বাহাদুরপুর ইউনিয়নের বাহাদুরপুর গ্রাম থেকে তাঁদের গ্রেপ্তার করা হয়।
গ্রেপ্তারকৃতরা হলেন আহম্মদ আলী মোল্লা মেমোরিয়াল ওরফ্যান্স ডিজেবল স্কুল অ্যান্ড কলেজে প্রধান শিক্ষক আল মামুন সিদ্দিকী আল মামুন সিদ্দিকী (৩৫) ও তাঁর ভাই কাজল মাহমুদ (৪৫)। তাঁরা একই এলাকার মৃত ফরিদ সরোয়ারের ছেলে।
মামলার এজাহার সূত্রে জানা যায়, ওই শিক্ষাপ্রতিষ্ঠানের প্রধান শিক্ষক আল মামুন সিদ্দিকী ও তাঁর ভাই কাজল মাহমুদের বিরুদ্ধে গতকাল বুধবার প্রতারণা মামলা দায়ের করেন একই প্রতিষ্ঠানের শিক্ষক রহিমা আক্তার। তিনি উপজেলার সরিষা ইউনিয়নের বাঘার চর গ্রামের রাকিবুল ইসলামের স্ত্রী।
২০২০ সালের ১২ ডিসেম্বর উপজেলার বাহাদুরপুর ইউনিয়নে ওই স্কুলে রহিমা খাতুনকে নারী শিক্ষক হিসেবে নিয়োগ দেওয়া হয়। পরে ২০২২ সালের এপ্রিল মাসে আল মামুন সিদ্দিকী প্রতিষ্ঠানটি জাতীয়করণ ও তাঁকে স্থায়ীভাবে নিয়োগ দেওয়ার কথা বলে তিন লাখ টাকার চুক্তি করেন। সে সময় তাঁর কাছ থেকে এক লাখ টাকা নেন। বাকি দুই লাখ টাকা ছয় মাসের মধ্যে প্রতিষ্ঠানটি জাতীয়করণ ও স্থায়ী নিয়োগের পরে নেবেন বলে স্ট্যাম্পে লিখিত দেন। কিন্তু ছয় মাসেও জাতীয়করণ না হওয়ায় রহিমা আক্তার আল মামুন সিদ্দিকীর কাছে টাকা ফেরত চান। কিন্তু টাকা ফেরত না দিয়ে তাঁকেসহ তাঁর পরিবারের লোকজনকে গালাগালি ও হুমকি দিয়ে তাড়িয়ে দেন ওই প্রধান শিক্ষক।
মামলায় আরও উল্লেখ করেন, প্রতিবন্ধী ভাতার কার্ড পাইয়ে দেওয়ার কথা বলেও এলাকার অনেক মানুষের কাছ থেকে বিভিন্ন অঙ্কের টাকা হাতিয়ে নিয়েছেন ওই প্রধান শিক্ষক। পরে প্রতিষ্ঠানের নাম পরিবর্তন করে আহম্মদ আলী মোল্লা স্মৃতি এতিম প্রতিবন্ধী বিদ্যালয় নামকরণ করেন।
এ বিষয়ে সহকারী পুলিশ সুপার (পাংশা সার্কেল) সুমন কুমার সাহা বলেন, প্রতারণা মামলায় বুধবার রাতে দুজনকে গ্রেপ্তার করেছে পুলিশ। আজ বৃহস্পতিবার সকালে তাঁদের রাজবাড়ী আদালতে পাঠানো হয়েছে।
সকাল সাড়ে ৭টা। সিরাজগঞ্জের বেলকুচি পৌরসভার সামনের আঞ্চলিক সড়ক ধীরে ধীরে ভরে উঠতে থাকে ধান ও সরিষার বস্তায়। আশপাশের চরাঞ্চল থেকে আসা কৃষকেরা নৌকা বা ভ্যানগাড়িতে করে ধান নামাতে থাকেন আর ব্যাপারীরা দরদামে ব্যস্ত। কয়েক ঘণ্টার মধ্যে রাস্তাটি পরিণত হয় বড়সড় হাটে। কেনাবেচা চলে দুপুর পর্যন্ত।
৫ ঘণ্টা আগেকুমিল্লার চৌদ্দগ্রাম উপজেলায় ২০২৩-২৪ অর্থবছরে সড়ক সংস্কারের ছয়টি প্রকল্পের কাজ পেয়েছেন ঠিকাদার ও আওয়ামী লীগের নেতা অলি আহাম্মেদ। স্থানীয় সরকার প্রকৌশল অধিদপ্তর (এলজিইডি) এসব প্রকল্পের মধ্যে পাঁচটিতে বরাদ্দ দেয় ১০ কোটি ৪৭ লাখ ২৯ হাজার টাকা। মোট সড়কের দৈর্ঘ্য প্রায় ১৮ কিলোমিটার।
৫ ঘণ্টা আগেকারও তিনতলা বাড়ি আছে, কেউ চড়ে প্রাইভেট কারে—তবু পেশা দিনমজুর। এভাবে রাজশাহী মহানগরের ৩ নম্বর ওয়ার্ডে বেড়ে গেছে দিনমজুরের সংখ্যা। কথা বলে জানা গেল, ট্রেডিং করপোরেশন অব বাংলাদেশের (টিসিবি) কার্ড পেতে এমন চতুরতার আশ্রয় নেওয়া হয়েছে। এতে বঞ্চিত হয়েছে দুস্থরা।
৫ ঘণ্টা আগেগোপালগঞ্জ শহরের চেচানিয়াকান্দি এলাকায় প্রেমানন্দ হালদার (৮০) নামের এক বৃদ্ধ ট্রাকচাপায় নিহত হয়েছেন। তাঁর বাড়ি কোটালীপাড়া উপজেলার ভেন্নাবাড়ি গ্রামে। সদর থানার অফিসার ইনচার্জ (ওসি) মীর মোহাম্মদ সাজেদুর ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।
৬ ঘণ্টা আগে