গোয়ালন্দ (রাজবাড়ী) প্রতিনিধি
রাজবাড়ীর গোয়ালন্দ উপজেলার দেবগ্রাম ইউনিয়নের এক কিশোরীকে (১৫) অপহরণের পর বিয়ের প্রলোভন দেখিয়ে ধর্ষণের অভিযোগ উঠেছে। অভিযুক্ত ইউসুফ শেখ (২৫) ফরিদপুর কোতোয়ালি থানার দক্ষিণ চর মাধবদিয়া দিরাজতুল্লার ডাংগী গ্রামের সোলায়মানের ছেলে।
গত শুক্রবার এ ঘটনায় ভুক্তভোগী ওই কিশোরীর মা বাদী হয়ে ইউসুফকে অভিযুক্ত করে গোয়ালন্দ ঘাট থানায় অভিযোগ করেন। অভিযোগের প্রেক্ষিতে ইউসুফের বিরুদ্ধে নারী ও শিশু নির্যাতন দমন আইনে মামলা রুজু করা হয়। পুলিশ শুক্রবার রাতেই নিজ এলাকা থেকে অভিযুক্ত ইউসুফকে গ্রেপ্তার করেছে।
গতকাল শনিবার ধর্ষণের শিকার হওয়া কিশোরীর মা অভিযোগে জানান, ইউসুফ মাঝে মধ্যে তাঁর মেয়ের সঙ্গে মোবাইলে কথা বলত। মোবাইলে কথা বলতে নিষেধ করায় ইউসুফ ক্ষিপ্ত হয়ে তাঁর মেয়েকে অপহরণের চেষ্টা চালায়। তাঁর মেয়ে গত সোমবার আনুমানিক বেলা ১১টার দিকে উপজেলার দেবগ্রাম ইউনিয়নের স্থানীয় আতর চেয়ারম্যানের বাজারে যায়। সেখান থেকে বিভিন্ন কৌশলে তাকে ইউসুফ মোটরসাইকেলে তুলে ফরিদপুর কোতোয়ালি থানার কামাডাঙ্গী এলাকার ইউসুফের মামা জনৈক রানার বাড়িতে নিয়ে যায়। তুলে নেওয়ার দুদিন পর গত বুধবার সকাল ৯টার দিকে তাঁর মেয়ে বাড়ি ফিরে আসে।
বাড়ি ফিরে কিশোরী পরিবারকে জানায়, ইউসুফ তাকে তুলে নিয়ে গিয়ে ইউসুফের এক মামা রানার বাড়িতে নিয়ে বিয়ের প্রলোভন দেখিয়ে তার ইচ্ছার বিরুদ্ধে তাকে ধর্ষণ করে। সেখান থেকে সে বাড়িতে ফিরতে না চাইলে তাকে বিয়ের প্রলোভন দেখিয়ে বাড়িতে পাঠিয়ে দেয়। এখন সে বিয়ে করবে না বলে অস্বীকার করে।
গোয়ালন্দ ঘাট থানার ওসি মোহাম্মদ আব্দুল্লাহ আল তায়াবির বলেন, ‘এ বিষয়ে কিশোরীর মা নারী ও শিশু নির্যাতন দমন আইনে মামলা দায়ের করেছেন। পরে রাতেই অভিযুক্ত ইউসুফকে গ্রেপ্তার করে গতকাল শনিবার রাজবাড়ীর মুখ্য বিচারিক হাকিমের আদালতে প্রেরণ করা হয়েছে।’
রাজবাড়ীর গোয়ালন্দ উপজেলার দেবগ্রাম ইউনিয়নের এক কিশোরীকে (১৫) অপহরণের পর বিয়ের প্রলোভন দেখিয়ে ধর্ষণের অভিযোগ উঠেছে। অভিযুক্ত ইউসুফ শেখ (২৫) ফরিদপুর কোতোয়ালি থানার দক্ষিণ চর মাধবদিয়া দিরাজতুল্লার ডাংগী গ্রামের সোলায়মানের ছেলে।
গত শুক্রবার এ ঘটনায় ভুক্তভোগী ওই কিশোরীর মা বাদী হয়ে ইউসুফকে অভিযুক্ত করে গোয়ালন্দ ঘাট থানায় অভিযোগ করেন। অভিযোগের প্রেক্ষিতে ইউসুফের বিরুদ্ধে নারী ও শিশু নির্যাতন দমন আইনে মামলা রুজু করা হয়। পুলিশ শুক্রবার রাতেই নিজ এলাকা থেকে অভিযুক্ত ইউসুফকে গ্রেপ্তার করেছে।
গতকাল শনিবার ধর্ষণের শিকার হওয়া কিশোরীর মা অভিযোগে জানান, ইউসুফ মাঝে মধ্যে তাঁর মেয়ের সঙ্গে মোবাইলে কথা বলত। মোবাইলে কথা বলতে নিষেধ করায় ইউসুফ ক্ষিপ্ত হয়ে তাঁর মেয়েকে অপহরণের চেষ্টা চালায়। তাঁর মেয়ে গত সোমবার আনুমানিক বেলা ১১টার দিকে উপজেলার দেবগ্রাম ইউনিয়নের স্থানীয় আতর চেয়ারম্যানের বাজারে যায়। সেখান থেকে বিভিন্ন কৌশলে তাকে ইউসুফ মোটরসাইকেলে তুলে ফরিদপুর কোতোয়ালি থানার কামাডাঙ্গী এলাকার ইউসুফের মামা জনৈক রানার বাড়িতে নিয়ে যায়। তুলে নেওয়ার দুদিন পর গত বুধবার সকাল ৯টার দিকে তাঁর মেয়ে বাড়ি ফিরে আসে।
বাড়ি ফিরে কিশোরী পরিবারকে জানায়, ইউসুফ তাকে তুলে নিয়ে গিয়ে ইউসুফের এক মামা রানার বাড়িতে নিয়ে বিয়ের প্রলোভন দেখিয়ে তার ইচ্ছার বিরুদ্ধে তাকে ধর্ষণ করে। সেখান থেকে সে বাড়িতে ফিরতে না চাইলে তাকে বিয়ের প্রলোভন দেখিয়ে বাড়িতে পাঠিয়ে দেয়। এখন সে বিয়ে করবে না বলে অস্বীকার করে।
গোয়ালন্দ ঘাট থানার ওসি মোহাম্মদ আব্দুল্লাহ আল তায়াবির বলেন, ‘এ বিষয়ে কিশোরীর মা নারী ও শিশু নির্যাতন দমন আইনে মামলা দায়ের করেছেন। পরে রাতেই অভিযুক্ত ইউসুফকে গ্রেপ্তার করে গতকাল শনিবার রাজবাড়ীর মুখ্য বিচারিক হাকিমের আদালতে প্রেরণ করা হয়েছে।’
পিরোজপুরের নেছারাবাদ উপজেলার আলকিরহাট গ্রামে কিস্তির টাকা পরিশোধ করতে না পারায় মো. চান মিয়া নামে এক দরিদ্র চা-দোকানির বসতবাড়িসহ দোকানঘরসংলগ্ন জমি লিখে নেওয়ার গুরুতর অভিযোগ উঠেছে। ওই গ্রামের ‘আলকিরহাট ক্ষুদ্র ব্যবসায়ী সমবায় সমিতি লি.’-এর পরিচালক, সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সহকারী...
৩১ মিনিট আগেট্রেন যাত্রীরা জানান, রোববার রাত সাড়ে ১১টায় ঢাকা থেকে ছেড়ে আসা পঞ্চগড় এক্সপ্রেস ট্রেনটি আজ সোমবার ভোর চারটার দিকে ভাঙ্গুড়া উপজেলার ভাঙ্গুড়া রেল স্টেশনের কাছাকাছি পৌঁছালে বিকট শব্দে এর তিনটি বগি লাইনচ্যুত হয়। এসময় ট্রেনের সহস্রাধিক যাত্রী আতঙ্কে ট্রেন থেকে লাফিয়ে নিচে নেমে আসেন।
৩৫ মিনিট আগেমুন্সিগঞ্জের লৌহজংয়ে অন্তত আটটি দোকান ভস্মীভূত হয়েছে। সোমবার (২৯ সেপ্টেম্বর) গভীর রাতে উপজেলার পশ্চিম কুমারভোগ জামে মসজিদসংলগ্ন এলাকায় এ ঘটনা ঘটে।
১ ঘণ্টা আগেচিকিৎসকেরা জানিয়েছেন, তাকে সুস্থ করতে জরুরিভাবে অপারেশন দরকার। অপারেশন করাতে ছয় লাখ টাকা প্রয়োজন। কিন্তু সেই টাকা পরিবারের নেই। প্রায় পাঁচ বছর ধরে শিশুটিকে চিকিৎসা করাতে গিয়ে নিঃস্ব হয়ে পড়েছে পরিবারটি। এখন একসঙ্গে এতগুলো টাকা জোগাড় করতে পরিবারের পক্ষে প্রায় অসম্ভব।
১ ঘণ্টা আগে