Ajker Patrika

পটুয়াখালীতে মাদক ব্যবসার দায়ে ৭ জনের যাবজ্জীবন কারাদণ্ড

পটুয়াখালী প্রতিনিধি
পটুয়াখালীতে মাদক ব্যবসার দায়ে ৭ জনের যাবজ্জীবন কারাদণ্ড

পটুয়াখালীর কলাপাড়া উপজেলার সাতজনকে মাদক ব্যবসার দায়ে যাবজ্জীবন কারাদণ্ডাদেশ দিয়েছেন আদালত। একই সঙ্গে তাঁদেরকে ১০ হাজার টাকা জরিমানা ও অনাদায়ে আরও এক বছরের কারাদণ্ডাদেশ দেওয়া হয়। আজ সোমবার দুপুরে জেলা ও দায়রা জজ এস এম এরশাদুল আলম এই রায় ঘোষণা করেন। 

কারাদণ্ডাদেশের বিষয় আজকের পত্রিকাকে নিশ্চিত করেন রাষ্ট্রপক্ষের আইনজীবী ও জেলা পাবলিক প্রসিকিউটর (পিপি) নজরুল ইসলাম বাদল। 

দণ্ডপ্রাপ্ত আসামিরা হলেন মো. মোশাররফ শিকদার, মো. বাদল খান, মো. ইলিয়াস সরদার, মো. জহির সরদার, মো. আলামিন ও মো. কালা ফারুক এবং মো. সোহরাব মাঝি। তাঁরা কলাপাড়া উপজেলার বিভিন্ন এলাকার বাসিন্দা। রায় ঘোষণার সময় আসামিরা আদালতে উপস্থিত ছিলেন। তাঁদের বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে (২০১৮) মামলা হয়। 

আদালত থেকে জানা গেছে, ২০১৯ সালে কলাপাড়া উপজেলার কুয়াকাটার গঙ্গামতি সৈকত থেকে গভীর সমুদ্রে ৫ লাখ ইয়াবা বড়ির চালান নিয়ে আসছিলেন আসামিরা। এ সময় কোস্টগার্ড খবর পেয়ে অভিযান চালিয়ে এসব ইয়াবাসহ ৭ জনকে গ্রেপ্তার করে। আসামিদের কলাপাড়া থানায় হস্তান্তর করে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা করা করা হয়। 

পিপি নজরুল ইসলাম বাদল বলেন, ‘মাদক মামলায় ৭ জনকে যাবজ্জীবন দিয়েছেন আদালত। তাঁদের মধ্যে তিনজন কারাগারে ছিলেন এবং তাঁদের কখনো জামিন হয়নি। এ ছাড়া বাকি চারজন জামিনে ছিলেন। তবে আজ সবাই আদালতে উপস্থিত ছিলেন। রায়ের পর তাঁদের কারাগারে পাঠানো হয়।’

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

সিএইচসিপি কারাগারে: ৫ দিন ধরে কমিউনিটি ক্লিনিক তালাবদ্ধ, স্বাস্থ্যসেবা থেকে বঞ্চিত এলাকাবাসী

২০২৬ বিশ্বকাপের ভেন্যুর তালিকা চূড়ান্ত করল আইসিসি, পাকিস্তান খেলবে কোথায়

পোড়া কার্গো ভিলেজ থেকে মোবাইল ফোন চুরি, আনসার সদস্য বরখাস্ত

সবচেয়ে বেশি বেতন-ভাতা পাওয়া সিইও এখন মাস্ক, পরিমাণ ১ ট্রিলিয়ন ডলার

সুদান যুদ্ধে আমিরাতের বিপরীতে মিসর-তুরস্কের বিরল ঐক্য, ঢুকছে অস্ত্র ও ড্রোনচালক

এলাকার খবর
Loading...