Ajker Patrika

পবিপ্রবিতে র‍্যাগিংয়ে অসুস্থ ৩ শিক্ষার্থী হাসপাতালে, ৭ জনকে বহিষ্কার

পটুয়াখালী প্রতিনিধি
আপডেট : ২৪ নভেম্বর ২০২৪, ১৯: ২৫
পটুয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়। ছবি: সংগৃহীত
পটুয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়। ছবি: সংগৃহীত

পটুয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে (পবিপ্রবি) তিন শিক্ষার্থী র‍্যাগিংয়ের শিকার হয়ে অসুস্থ হয়ে হাসপাতালে ভর্তি হয়েছেন। গতকাল শনিবার (২৩ নভেম্বর) দিবাগত রাতে বিশ্ববিদ্যালয়ের এম. কেরামত আলী হলে এ ঘটনা ঘটে। পরে অসুস্থ শিক্ষার্থীদের উন্নত চিকিৎসার জন্য বরিশাল শের-ই-বাংলা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে।

আহতরা বিশ্ববিদ্যালয়ের এম. কেরামত আলী হলে অবস্থানরত স্নাতক প্রথম বর্ষের (২০২৩-২৪) সেশনের শিক্ষার্থী। এদিকে এ ঘটনায় সংশ্লিষ্ট (২০২২-২৩) সেশনের ৭ শিক্ষার্থীকে থেকে বহিষ্কার করেছে কর্তৃপক্ষ। বিষয়টি নিশ্চিত করেছেন বিশ্ববিদ্যালয়ের প্রক্টর অধ্যাপক আবুল বাশার খান।

প্রক্টর বলেন, ‘প্রাথমিক পর্যায়ে সংশ্লিষ্ট ৭ জনকে হল থেকে বহিষ্কার করা হয়েছে। পাশাপাশি তদন্ত সাপেক্ষে দোষীদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়া হবে।’ এ সময় আহত ও অভিযুক্ত শিক্ষার্থীদের নাম পরিচয় গোপন রাখেন।

পবিপ্রবি সূত্রে জানা যায়, গতকাল শনিবার মধ্যরাতে গণরুমে এসে সিনিয়র শিক্ষার্থীরা প্রথম বর্ষের (২০২৩-২৪ সেশন) শিক্ষার্থীদের মোবাইল ফোন জমা নেয়। পরবর্তীতে তাঁদের শারীরিক ও মানসিকভাবে নির্যাতন করেন তাঁরা। এ সময় প্রথম বর্ষের তিন শিক্ষার্থী অসুস্থ হয়ে পড়েন।

পরবর্তীতে র‍্যাগিংয়ের খবর পেয়ে বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক ডা. আবদুল্লাহ আল মামুন ও সহকারী প্রক্টর মো. আব্দুর রহিম ঘটনাস্থলে পৌঁছায় এ সময় তাদেরকে উন্নত চিকিৎসার জন্য বিশ্ববিদ্যালয়ের অ্যাম্বুলেন্সে করে বরিশাল শের-ই-বাংলা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়। এ সময় প্রাথমিক তদন্তে (২০২২-২৩) সেশনের ৭ শিক্ষার্থীর সম্পৃক্ততা পাওয়ায় তাদেরকে হল থেকে বহিষ্কার করা হয়েছে।

আহত শিক্ষার্থীদের অভিযোগ, নির্যাতনের অংশ হিসেবে কান ধরে ওঠবস করা, জানালায় ঝুলিয়ে রাখা, অকথ্য ভাষায় গালিগালাজ, সিগারেটের ধোঁয়া দিয়ে অস্বস্তিকর পরিবেশ সৃষ্টি করাসহ বিভিন্নভাবে র‍্যাগিং এর নামে শারীরিক ও মানসিক নির্যাতন করে অভিযুক্তরা।

বিশ্ববিদ্যালয়ের ভাইস চ্যান্সেলর অধ্যাপক ড. কাজী রফিকুল ইসলাম বলেন, ‘আমি সকালে শের-ই-বাংলা মেডিকেল কলেজ হাসপাতালে গিয়ে অসুস্থ শিক্ষার্থীদের শারীরিক অবস্থার খোঁজ খবর নিয়েছি। এছাড়া শিক্ষার্থীদের আশ্বাস দেওয়া হয়েছে, র‍্যাগিংয়ে জড়িতদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে এবং বিশ্ববিদ্যালয় প্রশাসন সব সময় কঠোর থাকবে।’

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

ডাকসুতে শিবিরের জয়ে উদ্বেগ শশী থারুরের, জবাব দিলেন মেঘমল্লার

‘বেয়াদবি ছুটায় দেব’: সরি বলতে অসুবিধা নেই, বললেন সেই জামায়াত নেতা

শাহজালাল বিমানবন্দরের অভ্যন্তরীণ টার্মিনালের সামনে কোমরপানি

ইসরায়েলের হামলার কী জবাব হবে—আরব-ইসলামিক সম্মেলন ডাকল কাতার

তিন ভোটে দায়িত্ব পালনকারীদের ‘যথাসম্ভব’ দূরে রাখতে হবে

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত