বেড়া (পাবনা) প্রতিনিধি
পাবনায় সিএনজিচালিত অটোরিকশা ও পিকআপের মুখোমুখি সংঘর্ষে দুজন নিহত হয়েছেন। আহত হয়েছেন আরও তিনজন। আহতদের গুরুতর অবস্থায় পাবনা সদর হাসপাতালে চিকিৎসা দেওয়া হচ্ছে। হতাহতরা সবাই অটোরিকশার যাত্রী ছিলেন বলে জানিয়েছে পুলিশ।
আজ মঙ্গলবার সকালে পাবনা-ঢাকা মহাসড়কের সমাসনারী মাদ্রাসা নামক স্থানে এ দুর্ঘটনা ঘটে।
নিহতেরা হলেন—সাঁথিয়া উপজেলার ভিটাপাড়া গ্রামের আব্দুর রাজ্জাকের ছেলে মোতাহার হোসেন (৩০) ও একই গ্রামের আব্দুল বারেকের ছেলে ফারুক হোসেন (৩২)। তারা দুজনই পেশায় নির্মাণ শ্রমিক।
পুলিশ ও স্থানীয়রা বলছে, মঙ্গলবার সকাল সাড়ে আটটার দিকে বেড়া থেকে যাত্রী নিয়ে একটি সিএনজিচালিত অটোরিকশা কাশিনাপুরের দিকে যাচ্ছিল। অটোরিকশাটি সমাসনারী মাদ্রাসা নামের স্থানে পৌঁছামাত্র পাবনা থেকে আসা একটি পিকআপ ভ্যানের সঙ্গে মুখোমুখি সংঘর্ষ হয়। এ সময় মোতাহার হোসেন ও ফারুক হোসেন দুর্ঘটনাস্থলেই নিহত হন। স্থানীয়রা আহতদের উদ্ধার করে বেড়া হাসপাতালে নেয়। তাদের অবস্থা গুরুতর হওয়ায় তাদের দ্রুত পাবনা সদর হাসপাতালে পাঠানো হয়েছে।
এ বিষয়ে মাধবপুর হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) নবীর হোসেন আজকের পত্রিকাকে জানান, পুলিশ নিহতদের মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য পাবনা সদর হাসপাতালে পাঠিয়েছে। এ ছাড়া আহতদের উদ্ধার করে হাসপাতালে ভর্তি করিয়েছে।
পাবনায় সিএনজিচালিত অটোরিকশা ও পিকআপের মুখোমুখি সংঘর্ষে দুজন নিহত হয়েছেন। আহত হয়েছেন আরও তিনজন। আহতদের গুরুতর অবস্থায় পাবনা সদর হাসপাতালে চিকিৎসা দেওয়া হচ্ছে। হতাহতরা সবাই অটোরিকশার যাত্রী ছিলেন বলে জানিয়েছে পুলিশ।
আজ মঙ্গলবার সকালে পাবনা-ঢাকা মহাসড়কের সমাসনারী মাদ্রাসা নামক স্থানে এ দুর্ঘটনা ঘটে।
নিহতেরা হলেন—সাঁথিয়া উপজেলার ভিটাপাড়া গ্রামের আব্দুর রাজ্জাকের ছেলে মোতাহার হোসেন (৩০) ও একই গ্রামের আব্দুল বারেকের ছেলে ফারুক হোসেন (৩২)। তারা দুজনই পেশায় নির্মাণ শ্রমিক।
পুলিশ ও স্থানীয়রা বলছে, মঙ্গলবার সকাল সাড়ে আটটার দিকে বেড়া থেকে যাত্রী নিয়ে একটি সিএনজিচালিত অটোরিকশা কাশিনাপুরের দিকে যাচ্ছিল। অটোরিকশাটি সমাসনারী মাদ্রাসা নামের স্থানে পৌঁছামাত্র পাবনা থেকে আসা একটি পিকআপ ভ্যানের সঙ্গে মুখোমুখি সংঘর্ষ হয়। এ সময় মোতাহার হোসেন ও ফারুক হোসেন দুর্ঘটনাস্থলেই নিহত হন। স্থানীয়রা আহতদের উদ্ধার করে বেড়া হাসপাতালে নেয়। তাদের অবস্থা গুরুতর হওয়ায় তাদের দ্রুত পাবনা সদর হাসপাতালে পাঠানো হয়েছে।
এ বিষয়ে মাধবপুর হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) নবীর হোসেন আজকের পত্রিকাকে জানান, পুলিশ নিহতদের মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য পাবনা সদর হাসপাতালে পাঠিয়েছে। এ ছাড়া আহতদের উদ্ধার করে হাসপাতালে ভর্তি করিয়েছে।
গাজীপুরের শ্রীপুর উপজেলার পৌরসভা এলাকায় ২০১৯-২০ অর্থবছরে বাসাবাড়িতে বিশুদ্ধ পানি সরবরাহ প্রকল্প হাতে নেয় সরকার। এ জন্য ২৩ কোটি ৬৬ লাখ ২৩ হাজার ৪৬৬ টাকা বরাদ্দ দেওয়া হয়। পানি সরবরাহের জন্য ১৩৮ কিলোমিটার পাইপ ও ১০টি পাম্প হাউস স্থাপন করার কথা ছিল।
৪ ঘণ্টা আগেঠাকুরগাঁও সদর উপজেলার জগন্নাথপুর ইউনিয়নের দরিদ্র কৃষক আজারুল ইসলাম। গত শনিবার স্ত্রী পান্না আক্তারের অস্ত্রোপচারের জন্য ওষুধসহ তাঁকে খরচ করতে হয়েছে প্রায় ৬ হাজার টাকা। অথচ এর আগেও একই ধরনের অপারেশনে একটি টাকাও খরচ করতে হয়নি। কারণ বিনা মূল্যের ওষুধ ও সরঞ্জাম পেতেন মা ও শিশুকল্যাণ কেন্দ্র থেকেই।
৪ ঘণ্টা আগেরাজধানীর তুরাগে মুখে মাস্ক পরে রাতের আঁধারে মশাল মিছিল করেছেন আওয়ামী লীগের নেতা-কর্মীরা। তুরাগের ধউর এলাকায় মঙ্গলবার (১৬ সেপ্টেম্বর) রাত সাড়ে ৯টার দিকে মশাল মিছিল করা হয়। যার একটি ভিডিও ফুটেজ এরই মধ্যে সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়েছে।
৪ ঘণ্টা আগেবরিশাল সামাজিক বন বিভাগের বিভাগীয় উপ-বন সংরক্ষক মো. কবির হোসেন পাটোয়ারীকে বরখাস্ত করা হয়েছে। মঙ্গলবার (১৬ সেপ্টেম্বর) পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তন মন্ত্রণালয় এই আদেশ দেয়। বরিশাল সামাজিক বন বিভাগের সদর রেঞ্জ অফিসার আরিফুর রহমান রাতে এ তথ্য নিশ্চিত করেছেন।
৪ ঘণ্টা আগে