নোয়াখালী প্রতিনিধি
নোয়াখালীর সেনবাগ উপজেলার বীজবাগ ইউনিয়নে জায়গা-জমির সীমানা নিয়ে বিরোধের জের ধরে দুই পক্ষের মধ্যে সংঘর্ষের ঘটনা ঘটেছে। সংঘর্ষে খোরশেদ আলম (৫৮) নামের এক ব্যক্তি নিহত হয়েছেন। এ ঘটনায় জড়িত থাকায় তিনজনকে আটক করেছে পুলিশ।
আজ মঙ্গলবার সকালে বীজবাগ ইউনিয়নের মধ্যম বালিয়াকান্দি গ্রামের কবির মাস্টারের বাড়িতে এ ঘটনা ঘটে। নিহত খোরশেদ আলম ওই বাড়ির মুকবুল আহম্মদের ছেলে।
পুলিশ ও স্থানীয়রা বলছে, বালিয়াকান্দি গ্রামের কবির মাস্টার বাড়ির খোরশেদ আলমের সঙ্গে একই বাড়ির শহীদ উল্ল্যাহ পরিবারের মধ্যে বসতভিটার সীমানা নিয়ে বিরোধ চলে আসছিল। সোমবার দিবাগত রাতের কোনো এক সময় শহীদ উল্ল্যাহ পরিবারের লোকজন বাথরুম (টয়লেট) পরিষ্কার করে ওই ময়লাগুলো খোরশেদ আলমের বসতঘরের পাশে তাঁর জায়গায় ফেলে রাখেন।
মঙ্গলবার সকালে খোরশেদ আলম ময়লার দুর্গন্ধ পেয়ে ঘরের বাইরে ময়লা দেখে বকাঝকা করলে শহীদ উল্ল্যাহর সঙ্গে খোরশেদ আলমের বাগ্বিতণ্ডা হয়। একপর্যায়ে শহীদ উল্যাহ ও তাঁর ছেলে সোহাগ, সুমন, হিমেল বাবু একত্রিত হয়ে খোরশেদ আলমের পরিবারের ওপর হামলা চালান। এতে উভয় পক্ষের মধ্যে হাতাহাতির ঘটনা ঘটে। এ সময় শহীদ উল্ল্যাহ ও তাঁর ছেলেরা লাঠি দিয়ে খোরশেদ আলমকে এলোপাতাড়ি পিটিয়ে জখম করলে ঘটনাস্থলে মাটিতে লুটে পড়ে নিহত হন খোরশেদ।
হামলায় আহত হন খোরশেদ আলমের স্ত্রী জয়নব নাহার, ভাইয়ের স্ত্রী শিরিন আক্তার, বোন রেহেনা আক্তার বেবি, ছেলে মো. মহসিন আলম পলাশ ও ছেলের স্ত্রী হালিমা আক্তার, নাতি মাহবুব আলম। আহতদের স্থানীয়ভাবে চিকিৎসা দেওয়া হয়েছে।
এদিকে খবর পেয়ে সেনবাগ থানা-পুলিশ ঘটনাস্থলে পৌঁছে নিহতের মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য নোয়াখালী জেনারেল হাসপাতালের মর্গে পাঠায়। ঘটনাস্থল থেকে পুলিশ শহীদ উল্ল্যাহ, তাঁর ছেলে অলি উল্ল্যাহ ও ছেলের স্ত্রী ফোরকান নেছাকে আটক করে।
এ বিষয়ে সেনবাগ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. নাজিম উদ্দিন বলেন, ‘ঘটনাস্থল থেকে তিনজনকে আটক করা হয়েছে। এ ঘটনায় নিহতের ছেলে মহসিন আলম পলাশ বাদী হয়ে হত্যা মামলা দায়েরের প্রস্তুতি নিচ্ছেন।’
নোয়াখালীর সেনবাগ উপজেলার বীজবাগ ইউনিয়নে জায়গা-জমির সীমানা নিয়ে বিরোধের জের ধরে দুই পক্ষের মধ্যে সংঘর্ষের ঘটনা ঘটেছে। সংঘর্ষে খোরশেদ আলম (৫৮) নামের এক ব্যক্তি নিহত হয়েছেন। এ ঘটনায় জড়িত থাকায় তিনজনকে আটক করেছে পুলিশ।
আজ মঙ্গলবার সকালে বীজবাগ ইউনিয়নের মধ্যম বালিয়াকান্দি গ্রামের কবির মাস্টারের বাড়িতে এ ঘটনা ঘটে। নিহত খোরশেদ আলম ওই বাড়ির মুকবুল আহম্মদের ছেলে।
পুলিশ ও স্থানীয়রা বলছে, বালিয়াকান্দি গ্রামের কবির মাস্টার বাড়ির খোরশেদ আলমের সঙ্গে একই বাড়ির শহীদ উল্ল্যাহ পরিবারের মধ্যে বসতভিটার সীমানা নিয়ে বিরোধ চলে আসছিল। সোমবার দিবাগত রাতের কোনো এক সময় শহীদ উল্ল্যাহ পরিবারের লোকজন বাথরুম (টয়লেট) পরিষ্কার করে ওই ময়লাগুলো খোরশেদ আলমের বসতঘরের পাশে তাঁর জায়গায় ফেলে রাখেন।
মঙ্গলবার সকালে খোরশেদ আলম ময়লার দুর্গন্ধ পেয়ে ঘরের বাইরে ময়লা দেখে বকাঝকা করলে শহীদ উল্ল্যাহর সঙ্গে খোরশেদ আলমের বাগ্বিতণ্ডা হয়। একপর্যায়ে শহীদ উল্যাহ ও তাঁর ছেলে সোহাগ, সুমন, হিমেল বাবু একত্রিত হয়ে খোরশেদ আলমের পরিবারের ওপর হামলা চালান। এতে উভয় পক্ষের মধ্যে হাতাহাতির ঘটনা ঘটে। এ সময় শহীদ উল্ল্যাহ ও তাঁর ছেলেরা লাঠি দিয়ে খোরশেদ আলমকে এলোপাতাড়ি পিটিয়ে জখম করলে ঘটনাস্থলে মাটিতে লুটে পড়ে নিহত হন খোরশেদ।
হামলায় আহত হন খোরশেদ আলমের স্ত্রী জয়নব নাহার, ভাইয়ের স্ত্রী শিরিন আক্তার, বোন রেহেনা আক্তার বেবি, ছেলে মো. মহসিন আলম পলাশ ও ছেলের স্ত্রী হালিমা আক্তার, নাতি মাহবুব আলম। আহতদের স্থানীয়ভাবে চিকিৎসা দেওয়া হয়েছে।
এদিকে খবর পেয়ে সেনবাগ থানা-পুলিশ ঘটনাস্থলে পৌঁছে নিহতের মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য নোয়াখালী জেনারেল হাসপাতালের মর্গে পাঠায়। ঘটনাস্থল থেকে পুলিশ শহীদ উল্ল্যাহ, তাঁর ছেলে অলি উল্ল্যাহ ও ছেলের স্ত্রী ফোরকান নেছাকে আটক করে।
এ বিষয়ে সেনবাগ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. নাজিম উদ্দিন বলেন, ‘ঘটনাস্থল থেকে তিনজনকে আটক করা হয়েছে। এ ঘটনায় নিহতের ছেলে মহসিন আলম পলাশ বাদী হয়ে হত্যা মামলা দায়েরের প্রস্তুতি নিচ্ছেন।’
টাঙ্গাইলের মধুপুরে অটোরিকশা চুরির অভিযোগে গণপিটুনিতে মমিনুল ইসলাম নামের (৩৫) এক যুবক নিহত হয়েছেন। বৃহস্পতিবার ভোরের দিকে উপজেলার মহিষমারা ইউনিয়নের উত্তর হলদিয়া গ্রামে এই ঘটনা ঘটে। নিহত মমিনুল পাবনার সাথিয়া উপজেলার জোড়গাছার চুন্দাও গ্রামের নুরুল ইসলামের ছেলে।
২৩ মিনিট আগেমানিকগঞ্জের দৌলতপুর উপজেলার চকমিরপুর ইউনিয়নের মান্দারতা গ্রামে ছেলের হাতে মা খুনের অভিযোগ পাওয়া গেছে। নিহত করুনা রানী (৬২) মান্দারতা গ্রামের মৃত পটিক চন্দ্র ভদ্রের স্ত্রী। অভিযুক্ত ছেলের নাম রবি চন্দ্র ভদ্র (৪২)।
১ ঘণ্টা আগেপ্রক্টরিয়াল বডির পদত্যাগ, আহত শিক্ষার্থীদের পূর্নাঙ্গ তালিকা প্রকাশসহ ৭ দফা দাবিতে ২৪ ঘণ্টা ধরে অনশনে আছেন চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের (চবি) ৯ শিক্ষার্থী। অধিকার সচেতন শিক্ষার্থীবৃন্দের ব্যানারে বাম সংগঠন ও কয়েকজন সাধারণ শিক্ষার্থী এ কর্মসূচি পালন করছেন।
২ ঘণ্টা আগেনান্দাইলের আচারগাঁও ইউনিয়নের টঙ্গির চর এলাকার বাসিন্দা ইনতাজ আলী ব্যাপারী প্রায় ৩০ বছর ধরে কাঠ কেটে জীবিকা নির্বাহ করতেন। বর্তমানে বয়সজনিত কারণে তিনি আর আগের মতো কাজ করতে পারেন না। গত পাঁচ বছরে ছয়জনের কাছে পাওনা ২৫ হাজার টাকা ফেরত পেতে বহু চেষ্টা করেও ব্যর্থ হন।
২ ঘণ্টা আগে