নেত্রকোনা প্রতিনিধি
নেত্রকোনায় আট বছর বয়সী ছেলেকে হত্যার দায়ে মো. এরশাদ মিয়া (৩৬) নামের এক ব্যক্তিকে যাবজ্জীবন কারাদণ্ড দিয়েছেন আদালত। একই সঙ্গে তাঁকে ২০ হাজার টাকা জরিমানা, অনাদায়ে আরও ছয় মাসের কারাদণ্ড দেওয়া হয়।
আজ বুধবার বিকেলে নেত্রকোনা জেলা ও দায়রা জজ আদালতের বিচারক মো. হাফিজুর রহমান মামলার রায় ঘোষণা করেন।
এরশাদ মিয়া সদর উপজেলার কাঞ্চনপুর গ্রামের আবদুল জব্বারের ছেলে। মামলার রায় ঘোষণার সময় তিনি আদালতে উপস্থিত ছিলেন।
আদালতের সরকারি কৌঁসুলি (পিপি) আবুল হাশেম জানান, ময়মনসিংহের গৌরীপুর উপজেলার সাততী গ্রামের মতিয়র রহমানের মেয়ে মোছা. আফরোজা আক্তারের সঙ্গে ১৫ বছর আগে এরশাদ মিয়ার বিয়ে হয়। তাঁদের দুটি সন্তান হয়। প্রথম সন্তান মো. শাখাওয়াত হোসেন আরাফ। ঘটনার সময় তার বয়স হয়েছিল আট বছর। প্রসবের সময় এই দম্পতির দ্বিতীয় সন্তান মারা যায়। বিয়ের পর থেকেই স্বামী এরশাদ মিয়া স্ত্রী আফরোজাকে প্রায়ই নির্যাতন করতেন।
নির্যাতন সহ্য করতে না পেরে প্রায় চার বছর আগে স্বামীর বাড়ি থেকে চলে যান আফরোজা। তিনি পাশের কান্দুলিযা গ্রামে মামার বাড়িতে থাকতেন। এ সময় এরশাদ স্ত্রী ও সন্তানের কোনো খোঁজখবর রাখতেন না। আফরোজা মামার বাড়িতে থেকে সেলাই মেশিনের কাজ করে সন্তান নিয়ে জীবিকা চালিয়ে আসছিলেন। একপর্যায়ে ২০২০ সালের ১০ নভেম্বর স্বামীকে তালাক দেন আফরোজা। তালাক দেওয়ায় এরশাদ মিয়া স্ত্রীর প্রতি ক্ষিপ্ত হন। পরে ২০২১ সালের ১৬ জানুয়ারি এরশাদ মিয়া কান্দুলিয়া গ্রামে গিয়ে একমাত্র ছেলে সাখাওয়াত হোসেনকে নিজ বাড়িতে নিয়ে আসেন এবং শিশুটিকে হত্যা করেন।
খবর পেয়ে পুলিশ এরশাদ মিয়াকে আটক করে। এ ঘটনায় আফরোজা আক্তার ওই দিনই স্বামী এরশাদ মিয়ার বিরুদ্ধে নেত্রকোনা সদর মডেল থানায় হত্যা মামলা করেন। পুলিশ তদন্ত শেষে একই বছরের ১৫ এপ্রিল আসামি এরশাদ মিয়ার বিরুদ্ধে আদালতে অভিযোগপত্র দেয়।
নেত্রকোনায় আট বছর বয়সী ছেলেকে হত্যার দায়ে মো. এরশাদ মিয়া (৩৬) নামের এক ব্যক্তিকে যাবজ্জীবন কারাদণ্ড দিয়েছেন আদালত। একই সঙ্গে তাঁকে ২০ হাজার টাকা জরিমানা, অনাদায়ে আরও ছয় মাসের কারাদণ্ড দেওয়া হয়।
আজ বুধবার বিকেলে নেত্রকোনা জেলা ও দায়রা জজ আদালতের বিচারক মো. হাফিজুর রহমান মামলার রায় ঘোষণা করেন।
এরশাদ মিয়া সদর উপজেলার কাঞ্চনপুর গ্রামের আবদুল জব্বারের ছেলে। মামলার রায় ঘোষণার সময় তিনি আদালতে উপস্থিত ছিলেন।
আদালতের সরকারি কৌঁসুলি (পিপি) আবুল হাশেম জানান, ময়মনসিংহের গৌরীপুর উপজেলার সাততী গ্রামের মতিয়র রহমানের মেয়ে মোছা. আফরোজা আক্তারের সঙ্গে ১৫ বছর আগে এরশাদ মিয়ার বিয়ে হয়। তাঁদের দুটি সন্তান হয়। প্রথম সন্তান মো. শাখাওয়াত হোসেন আরাফ। ঘটনার সময় তার বয়স হয়েছিল আট বছর। প্রসবের সময় এই দম্পতির দ্বিতীয় সন্তান মারা যায়। বিয়ের পর থেকেই স্বামী এরশাদ মিয়া স্ত্রী আফরোজাকে প্রায়ই নির্যাতন করতেন।
নির্যাতন সহ্য করতে না পেরে প্রায় চার বছর আগে স্বামীর বাড়ি থেকে চলে যান আফরোজা। তিনি পাশের কান্দুলিযা গ্রামে মামার বাড়িতে থাকতেন। এ সময় এরশাদ স্ত্রী ও সন্তানের কোনো খোঁজখবর রাখতেন না। আফরোজা মামার বাড়িতে থেকে সেলাই মেশিনের কাজ করে সন্তান নিয়ে জীবিকা চালিয়ে আসছিলেন। একপর্যায়ে ২০২০ সালের ১০ নভেম্বর স্বামীকে তালাক দেন আফরোজা। তালাক দেওয়ায় এরশাদ মিয়া স্ত্রীর প্রতি ক্ষিপ্ত হন। পরে ২০২১ সালের ১৬ জানুয়ারি এরশাদ মিয়া কান্দুলিয়া গ্রামে গিয়ে একমাত্র ছেলে সাখাওয়াত হোসেনকে নিজ বাড়িতে নিয়ে আসেন এবং শিশুটিকে হত্যা করেন।
খবর পেয়ে পুলিশ এরশাদ মিয়াকে আটক করে। এ ঘটনায় আফরোজা আক্তার ওই দিনই স্বামী এরশাদ মিয়ার বিরুদ্ধে নেত্রকোনা সদর মডেল থানায় হত্যা মামলা করেন। পুলিশ তদন্ত শেষে একই বছরের ১৫ এপ্রিল আসামি এরশাদ মিয়ার বিরুদ্ধে আদালতে অভিযোগপত্র দেয়।
স্বরাষ্ট্র ও কৃষি মন্ত্রণালয়ের উপদেষ্টা লেফটেন্যান্ট জেনারেল (অব.) মো. জাহাঙ্গীর আলম চৌধুরী বলেছেন, ‘কৃষক আলুর দাম পাচ্ছে না, বিষয়টি নিয়ে আমরা কাজ করছি।’ শনিবার (৬ আগস্ট) বিকেল মুন্সিগঞ্জের গজারিয়া উপজেলায় সদ্য স্থাপিত গুয়াগাছিয়া পুলিশ ক্যাম্প পরিদর্শনকালে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি এ কথা বলেন।
৩৯ মিনিট আগেচট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের (চবি) শিক্ষার্থী ও স্থানীয়দের মধ্যে সংঘর্ষে গুরুতর আহত বিশ্ববিদ্যালয়ের আন্তর্জাতিক সম্পর্ক বিভাগের চতুর্থ বর্ষের শিক্ষার্থী ইমতিয়াজ আহমেদ সায়েমের অবস্থার উন্নতি হয়েছে। সাত দিন ধরে লাইফ সাপোর্টে থাকার পর আজ শনিবার মা-বাবা বলে ডাক দিয়েছেন সায়েম।
১ ঘণ্টা আগেব্রাহ্মণবাড়িয়ায় চট্টগ্রামগামী ৪ ডাউন কর্ণফুলী কমিউটার ট্রেন লাইনচ্যুত হয়েছে। এতে ঢাকার সঙ্গে চট্টগ্রাম ও সিলেটের ট্রেন যোগাযোগ বন্ধ হয়ে গেছে। তবে আপলাইনে ট্রেন চলাচল স্বাভাবিক আছে।
১ ঘণ্টা আগেমুন্সিগঞ্জের শ্রীনগর উপজেলার বেজগাঁও স্ট্যান্ড এলাকায় ঢাকা-মাওয়া এক্সপ্রেসওয়েতে একটি যাত্রীবাহী বাস উল্টে অন্তত ২০ জন আহত হয়েছেন। শনিবার (৬ সেপ্টেম্বর) বেলা ৩টার দিকে এ দুর্ঘটনা ঘটে। এতে প্রায় এক ঘণ্টা যান চলাচল বন্ধ থাকে।
১ ঘণ্টা আগে