নেত্রকোনা প্রতিনিধি
নেত্রকোনায় নিখোঁজ হওয়ার ১০ দিন পর মোমেন মিয়া (৪০) নামের এক যুবকের অর্ধগলিত লাশ উদ্ধার করেছে পুলিশ। গতকাল রোববার বিকেলে সদর উপজেলার নেত্রকোনা-মদন সড়কের সাইঢুলী নদীর সেতুর নিচ থেকে লাশটি উদ্ধার করা হয়।
মোমেন মিয়া সদর উপজেলার লক্ষ্মীগঞ্জ ইউনিয়নের বায়রাউড়া গ্রামের মৃত আবদুল হকের ছেলে। ঈদের আগে গত ১৯ এপ্রিল রাতে বাড়ি থেকে বের হয়ে নিখোঁজ হন। নেত্রকোনা মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ লুৎফুল হক এ তথ্য জানিয়েছেন।
পুলিশ ও এলাকাবাসী সূত্রে জানা গেছে, সদর উপজেলার বায়রাউড়া গ্রামের মোমেন মিয়া ঈদের আগে গত ১৯ এপ্রিল রাতে বাড়ি থেকে বের হয়ে নিখোঁজ হন। পরিবারের লোকজন আত্মীয়স্বজন ও এলাকায় অনেক খোঁজাখুঁজি করেও তাঁর সন্ধান মেলেনি। গতকাল রোববার বিকেলে নেত্রকোনা-মদন সড়কের সাইঢুলী নদীর সেতুর নিচে লাশ দেখতে পায় এলাকাবাসী। পরে খবর দেওয়া হলে পুলিশ গিয়ে লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য নেত্রকোনা আধুনিক সদর হাসপাতাল মর্গে পাঠায়।
নেত্রকোনা মডেল থানার ওসি মোহাম্মদ লুৎফুল হক বলেন, ‘ময়নাতদন্তের জন্য লাশ হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে। লাশ অর্ধগলিত থাকায় শরীরে আঘাতের চিহ্ন আছে কিনা বোঝা যাচ্ছে না। ময়নাতদন্ত প্রতিবেদন পাওয়ার পর মৃত্যুর কারণ জানা যাবে।’
নেত্রকোনায় নিখোঁজ হওয়ার ১০ দিন পর মোমেন মিয়া (৪০) নামের এক যুবকের অর্ধগলিত লাশ উদ্ধার করেছে পুলিশ। গতকাল রোববার বিকেলে সদর উপজেলার নেত্রকোনা-মদন সড়কের সাইঢুলী নদীর সেতুর নিচ থেকে লাশটি উদ্ধার করা হয়।
মোমেন মিয়া সদর উপজেলার লক্ষ্মীগঞ্জ ইউনিয়নের বায়রাউড়া গ্রামের মৃত আবদুল হকের ছেলে। ঈদের আগে গত ১৯ এপ্রিল রাতে বাড়ি থেকে বের হয়ে নিখোঁজ হন। নেত্রকোনা মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ লুৎফুল হক এ তথ্য জানিয়েছেন।
পুলিশ ও এলাকাবাসী সূত্রে জানা গেছে, সদর উপজেলার বায়রাউড়া গ্রামের মোমেন মিয়া ঈদের আগে গত ১৯ এপ্রিল রাতে বাড়ি থেকে বের হয়ে নিখোঁজ হন। পরিবারের লোকজন আত্মীয়স্বজন ও এলাকায় অনেক খোঁজাখুঁজি করেও তাঁর সন্ধান মেলেনি। গতকাল রোববার বিকেলে নেত্রকোনা-মদন সড়কের সাইঢুলী নদীর সেতুর নিচে লাশ দেখতে পায় এলাকাবাসী। পরে খবর দেওয়া হলে পুলিশ গিয়ে লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য নেত্রকোনা আধুনিক সদর হাসপাতাল মর্গে পাঠায়।
নেত্রকোনা মডেল থানার ওসি মোহাম্মদ লুৎফুল হক বলেন, ‘ময়নাতদন্তের জন্য লাশ হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে। লাশ অর্ধগলিত থাকায় শরীরে আঘাতের চিহ্ন আছে কিনা বোঝা যাচ্ছে না। ময়নাতদন্ত প্রতিবেদন পাওয়ার পর মৃত্যুর কারণ জানা যাবে।’
পুলিশ ও প্রত্যক্ষদর্শী সূত্রে জানা যায়, শুক্রবার রাত সাড়ে ১১টার দিকে হাজিরহাট থেকে যাত্রী নিয়ে লক্ষ্মীপুরের দিকে আসছিলেন সিএনজিচালক হাসান। সিএনজিটি উপকূল সরকারি কলেজের সামনে পৌঁছালে বিপরীত দিকে থেকে আসা অপর একটি সিএনজির মুখোমুখি সংঘর্ষ হয়। এ সময় হাসানসহ ছয়জন আহত হয়।
১৪ মিনিট আগেপুলিশের সাবেক ডিআইজি ও মেহেরপুরের সাবেক পুলিশ সুপার এ কে এম নাহিদুল ইসলামকে গ্রেপ্তার করেছে ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশ (ডিবি)। গতকাল শুক্রবার (১২ সেপ্টেম্বর) রাতে রাজধানীর ইস্কাটনের নিজ বাসা থেকে তাঁকে গ্রেপ্তার করা হয়।
১৬ মিনিট আগেপাবনার সাঁথিয়ায় ৫ হাজার শিক্ষার্থীকে ক্যারিয়ার বিষয়ে গাইড প্রশিক্ষণ দিয়েছে জামায়াতের সাবেক আমির মাওলানা মতিউর রহমান নিজামীর নামে প্রতিষ্ঠিত শহীদ মাওলানা নিজামী ফাউন্ডেশন। এসময় শিক্ষার্থীদের মাঝে কুইজ প্রতিযোগিতা ও পুরস্কার বিতরণ করা হয়।
৩২ মিনিট আগেঢাকার দক্ষিণ কেরানীগঞ্জে সগির (২৫) নামের এক যুবকের গলা কাটা লাশ উদ্ধার করা হয়েছে। শনিবার সকাল সাড়ে ৯টার দিকে শুভাঢ্যা ইউনিয়নের চুনকুটিয়া নাজিরেরবাগ এলাকায় সুধার বাড়ির সামনে এই ঘটনা ঘটে। নিহত সগির শুভাঢ্যা উত্তরপাড়া এলাকার আমির হোসেনের ছেলে এবং তিনি রাজধানীর ইসলামপুরে একটি কাপড়ের দোকানে কাজ করতেন।
৪১ মিনিট আগে