প্রতিনিধি
দুর্গাপুর (নেত্রকোনা): নেত্রকোনার দুর্গাপুরে সরকারি নিষেধ অমান্য করে সন্ধ্যার পর দোকান খোলা রাখায় সাত ব্যবসাপ্রতিষ্ঠানকে ৪ হাজার ৫০০ টাকা জরিমানা করেছেন ভ্রাম্যমাণ আদালত। গতকাল মঙ্গলবার রাতে এই ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করেন সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট রুয়েল সাংমা।
জানা যায়, করোনার সংক্রমণ রোধে প্রতিদিন সকাল থেকে সন্ধ্যা ৭টার মধ্যে দোকান বন্ধ করতে বলা হয়েছে। কিন্তু ওই সাত ব্যবসায়ী অনেক রাত পর্যন্ত তাঁদের ব্যবসাপ্রতিষ্ঠান খোলা রাখতেন। এরই ভিত্তিতে গতকাল অভিযান চালানো হয়। এ সময় তাঁদের কাছ থেকে ৪ হাজার ৫০০ টাকা জরিমানা আদায় করা হয়। একই সঙ্গে ঠিক সময়ে প্রতিষ্ঠান বন্ধের নির্দেশ দেওয়া হয়।
অভিযানকালে উপস্থিত ছিলেন দুর্গাপুর থানার ওসি মীর মাহাবুবুর রহমান, প্যানেল মেয়র মশিউজ্জামান বাদল, প্রেসক্লাবের সভাপতি রফিকুল ইসলাম রফিক, ওয়ার্ড কাউন্সিলর মো. আল আমিন প্রমুখ।
উল্লেখ্য, দুর্গাপুরে করোনা রোগীর সংখ্যা বৃদ্ধি পাওয়ায় গত ২০ জুন উপজেলা প্রশাসন থেকে গণবিজ্ঞপ্তি জারি করা হয়। গণবিজ্ঞপ্তিতে বলা হয়, উপজেলায় ওষুধের দোকান ছাড়া সব ব্যবসাপ্রতিষ্ঠান, ভারতীয় সীমান্তবর্তী এলাকাসমূহে পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত সন্ধ্যা ৬টা ও অন্যান্য এলাকায় ৭টার মধ্যে বন্ধ করতে হবে। এই বিধিনিষেধ বাস্তবায়নে একাধিক ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করা হবে।
দুর্গাপুর (নেত্রকোনা): নেত্রকোনার দুর্গাপুরে সরকারি নিষেধ অমান্য করে সন্ধ্যার পর দোকান খোলা রাখায় সাত ব্যবসাপ্রতিষ্ঠানকে ৪ হাজার ৫০০ টাকা জরিমানা করেছেন ভ্রাম্যমাণ আদালত। গতকাল মঙ্গলবার রাতে এই ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করেন সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট রুয়েল সাংমা।
জানা যায়, করোনার সংক্রমণ রোধে প্রতিদিন সকাল থেকে সন্ধ্যা ৭টার মধ্যে দোকান বন্ধ করতে বলা হয়েছে। কিন্তু ওই সাত ব্যবসায়ী অনেক রাত পর্যন্ত তাঁদের ব্যবসাপ্রতিষ্ঠান খোলা রাখতেন। এরই ভিত্তিতে গতকাল অভিযান চালানো হয়। এ সময় তাঁদের কাছ থেকে ৪ হাজার ৫০০ টাকা জরিমানা আদায় করা হয়। একই সঙ্গে ঠিক সময়ে প্রতিষ্ঠান বন্ধের নির্দেশ দেওয়া হয়।
অভিযানকালে উপস্থিত ছিলেন দুর্গাপুর থানার ওসি মীর মাহাবুবুর রহমান, প্যানেল মেয়র মশিউজ্জামান বাদল, প্রেসক্লাবের সভাপতি রফিকুল ইসলাম রফিক, ওয়ার্ড কাউন্সিলর মো. আল আমিন প্রমুখ।
উল্লেখ্য, দুর্গাপুরে করোনা রোগীর সংখ্যা বৃদ্ধি পাওয়ায় গত ২০ জুন উপজেলা প্রশাসন থেকে গণবিজ্ঞপ্তি জারি করা হয়। গণবিজ্ঞপ্তিতে বলা হয়, উপজেলায় ওষুধের দোকান ছাড়া সব ব্যবসাপ্রতিষ্ঠান, ভারতীয় সীমান্তবর্তী এলাকাসমূহে পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত সন্ধ্যা ৬টা ও অন্যান্য এলাকায় ৭টার মধ্যে বন্ধ করতে হবে। এই বিধিনিষেধ বাস্তবায়নে একাধিক ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করা হবে।
বগুড়া-৬ আসনের সাবেক সংসদ সদস্য রাগেবুল আহসান রিপু ও তাঁর স্ত্রী জোবাইদা আহসান জবার দেশত্যাগে নিষেধাজ্ঞা জারি করা হয়েছে। আজ বৃহস্পতিবার (১১ সেপ্টেম্বর) ঢাকার মহানগর দায়রা জজ ও সিনিয়র বিশেষ জজ আদালতের ভারপ্রাপ্ত বিচারক ইব্রাহিম মিয়া নিষেধাজ্ঞা জারির এই আদেশ দেন।
৮ মিনিট আগেআব্দুল্লাহ আল নোমান আজকের পত্রিকাকে বলেন, ‘বিশ্ববিদ্যালয় প্রশাসন দলান্ধ। নির্বাচন নিয়ে আমরা আমাদের দাবিদাওয়া জানাব। প্রশাসন যদি সেগুলো না মানে, তাহলে আমরা নির্বাচনে যাব কি না, ভেবে দেখব এবং পরে বসে সিদ্ধান্ত নেব। তবে আমরা লেবেল প্লেয়িং ফিল্ড নিয়ে সন্দিহান।’
১৯ মিনিট আগেমুষলধারে বৃষ্টিতে রাজধানীর হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরের অভ্যন্তরীণ টার্মিনালের সামনে কোমর পানি জমেছে। যার কারণে বিদেশগামী যাত্রী ও আগত প্রবাসীদের যানজটের কারণে দুর্ভোগ ও ভোগান্তি পোহাতে হচ্ছে।
৩৪ মিনিট আগেখুলনা নগরীর আট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) পদে রদবদল করা হয়েছে। আজ বৃহস্পতিবার মেট্রোপলিটন পুলিশের (কেএমপি) কমিশনার মো. জুলফিকার আলী হায়দার স্বাক্ষরিত এক চিঠিতে বিষয়টি জানানো হয়।
৪০ মিনিট আগে