লালপুর (নাটোর) প্রতিনিধি
নাটোরের লালপুরে পৃথক দুই সড়ক দুর্ঘটনায় এক বৃদ্ধ নিহত ও ইপিজেডের ১৪ শ্রমিক আহত হয়েছেন। আজ মঙ্গলবার সকালে উপজেলার বিলমাড়িয়া ইউনিয়নের উধনপাড়া গ্রামে ও ঈশ্বরদী ইউনিয়নের পালিদেহা গ্রামে এ দুর্ঘটনা ঘটে।
নিহত মুনতাজ আলী (৭৮) বিলমাড়িয়া ইউনিয়নের উধনপাড়া গ্রামের মৃত সুলতান মণ্ডলের ছেলে। সকাল ৬টার দিকে নিজ বাড়ির সামনে দাঁড়িয়ে থাকার সময় লালপুর থেকে বাঘা অভিমুখী একটি দ্রুতগতির ট্রাক নিয়ন্ত্রণ হারিয়ে তাঁকে ধাক্কা দেয়।
গুরুতর আহত অবস্থায় স্থানীয় লোকজন তাঁকে উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যান। প্রাথমিক চিকিৎসা শেষে রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হলে সেখানে সকাল সাড়ে ৯টার দিকে তিনি মারা যান। সন্ধ্যায় জানাজা শেষে স্থানীয় কবরস্থানে দাফন সম্পন্ন হয়েছে বলে জানিয়েছেন তাঁর ভাই মো. মকবুল হোসেন।
অন্যদিকে সকাল পৌনে ৭টার দিকে ঈশ্বরদী ইউনিয়নের পালিদেহা গ্রামে ইপিজেড শ্রমিক পরিবহনকারী দুটি ইঞ্জিনচালিত ভ্যানের মুখোমুখি সংঘর্ষে ১৪ জন আহত হন।
স্থানীয় লোকজন জানায়, এক শ্রমিককে গাড়িতে ওঠানোর সময় পেছন থেকে দ্রুতগতির অপর একটি ভ্যান এসে ধাক্কা দেয়। এতে উভয় ভ্যানে থাকা শ্রমিকেরা আহত হন। তাঁদের লালপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সসহ বিভিন্ন ক্লিনিকে চিকিৎসা দেওয়া হয়।
আহত ব্যক্তিদের মধ্যে নবীনগরের আফসানা খাতুন (২২), উত্তর লালপুরের মিতা খাতুন (২৩) ও তিলকপুরের মো. লিমনকে (২৪) আশঙ্কাজনক অবস্থায় রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে বলে জানান উপজেলা স্বাস্থ্য কর্মকর্তা মো. মুনজুর রহমান।
লালপুর থানার ওসি (তদন্ত) মো. মমিনুজ্জামান বলেন, দুর্ঘটনার খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে যান চলাচল স্বাভাবিক করে। ঘাতক ট্রাক ও দুটি ভ্যান জব্দ করা হয়েছে। আইনগত প্রক্রিয়া চলমান রয়েছে।
নাটোরের লালপুরে পৃথক দুই সড়ক দুর্ঘটনায় এক বৃদ্ধ নিহত ও ইপিজেডের ১৪ শ্রমিক আহত হয়েছেন। আজ মঙ্গলবার সকালে উপজেলার বিলমাড়িয়া ইউনিয়নের উধনপাড়া গ্রামে ও ঈশ্বরদী ইউনিয়নের পালিদেহা গ্রামে এ দুর্ঘটনা ঘটে।
নিহত মুনতাজ আলী (৭৮) বিলমাড়িয়া ইউনিয়নের উধনপাড়া গ্রামের মৃত সুলতান মণ্ডলের ছেলে। সকাল ৬টার দিকে নিজ বাড়ির সামনে দাঁড়িয়ে থাকার সময় লালপুর থেকে বাঘা অভিমুখী একটি দ্রুতগতির ট্রাক নিয়ন্ত্রণ হারিয়ে তাঁকে ধাক্কা দেয়।
গুরুতর আহত অবস্থায় স্থানীয় লোকজন তাঁকে উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যান। প্রাথমিক চিকিৎসা শেষে রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হলে সেখানে সকাল সাড়ে ৯টার দিকে তিনি মারা যান। সন্ধ্যায় জানাজা শেষে স্থানীয় কবরস্থানে দাফন সম্পন্ন হয়েছে বলে জানিয়েছেন তাঁর ভাই মো. মকবুল হোসেন।
অন্যদিকে সকাল পৌনে ৭টার দিকে ঈশ্বরদী ইউনিয়নের পালিদেহা গ্রামে ইপিজেড শ্রমিক পরিবহনকারী দুটি ইঞ্জিনচালিত ভ্যানের মুখোমুখি সংঘর্ষে ১৪ জন আহত হন।
স্থানীয় লোকজন জানায়, এক শ্রমিককে গাড়িতে ওঠানোর সময় পেছন থেকে দ্রুতগতির অপর একটি ভ্যান এসে ধাক্কা দেয়। এতে উভয় ভ্যানে থাকা শ্রমিকেরা আহত হন। তাঁদের লালপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সসহ বিভিন্ন ক্লিনিকে চিকিৎসা দেওয়া হয়।
আহত ব্যক্তিদের মধ্যে নবীনগরের আফসানা খাতুন (২২), উত্তর লালপুরের মিতা খাতুন (২৩) ও তিলকপুরের মো. লিমনকে (২৪) আশঙ্কাজনক অবস্থায় রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে বলে জানান উপজেলা স্বাস্থ্য কর্মকর্তা মো. মুনজুর রহমান।
লালপুর থানার ওসি (তদন্ত) মো. মমিনুজ্জামান বলেন, দুর্ঘটনার খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে যান চলাচল স্বাভাবিক করে। ঘাতক ট্রাক ও দুটি ভ্যান জব্দ করা হয়েছে। আইনগত প্রক্রিয়া চলমান রয়েছে।
জামালপুরের ইসলামপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো. তৌহিদুর রহমানের ছবি ব্যবহার করে বিভিন্ন নামে ফেসবুক আইডি খুলে মনগড়া তথ্য দিয়ে পোস্ট দেওয়ার অভিযোগ উঠেছে। এ ঘটনায় ইউএনওর পক্ষে ইসলামপুর থানায় একটি সাধারণ ডায়েরি (জিডি) করা হয়েছে।
২ মিনিট আগেময়মনসিংহ জেলা জামায়াতে ইসলামীর সাবেক আমির অধ্যাপক জসিম উদ্দিনের সাংগঠনিক কার্যক্রম ও সদস্যপদ (রুকনিয়াত) স্থগিত করেছে দলটি। বুধবার (১৭ সেপ্টেম্বর) জেলা জামায়াতে ইসলামীর সেক্রেটারি মাওলানা মোজাম্মেল হক আকন্দ স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।
৯ মিনিট আগেরাজধানীর মিন্টো রোডের মন্ত্রীপাড়ায় গাড়িতে করে সন্দেহজনকভাবে ঘোরাঘুরির সময় গ্রেপ্তার বাংলাদেশি বংশোদ্ভূত মার্কিন নাগরিক এনায়েত করিম চৌধুরীকে (৫৫) সন্ত্রাসবিরোধী আইনে দায়ের করা মামলায় ফের দুই দিনের রিমান্ডে নেওয়া হয়েছে।
১৭ মিনিট আগেসিলেটে রোগীর মৃত্যুকে কেন্দ্র করে একটি বেসরকারি হাসপাতালে হামলা ও ভাঙচুরের ঘটনা ঘটেছে। পরে হাসপাতালের কর্মীরাও পাল্টা হামলা চালান। এতে উভয় পক্ষের বেশ কয়েকজন আহত হয়েছেন। গতকাল মঙ্গলবার রাতে সিলেটের ইবনে সিনা হাসপাতালে এ ঘটনা ঘটে।
২৬ মিনিট আগে