Ajker Patrika

মহাসড়কের এক পাশ বন্ধ করে নেতার স্মরণসভার আয়োজন করল বিএনপি

বড়াইগ্রাম (নাটোর) প্রতিনিধি 
মহাসড়কে অনুষ্ঠানস্থলের সামনে নেতা-কর্মীর ভিড়। ছবি: আজকের পত্রিকা
মহাসড়কে অনুষ্ঠানস্থলের সামনে নেতা-কর্মীর ভিড়। ছবি: আজকের পত্রিকা

নাটোরের বড়াইগ্রামে নাটোর-পাবনা মহাসড়কের এক পাশ বন্ধ করে বনপাড়া পৌর বিএনপির সাবেক সভাপতি সানাউল্লাহ নূর বাবুর ১৫তম মৃত্যুবার্ষিকী উপলক্ষে স্মরণসভা অনুষ্ঠান হয়েছে। আজ বুধবার বিকেলে নাটোর-পাবনা মহাসড়কের বনপাড়া বাজারে বাবু সংগ্রাম পরিষদের উদ্যোগে এই স্মরণসভার আয়োজন করা হয়। এতে বিশেষ অতিথি ছিলেন বিএনপির মিডিয়া সেলের সদস্য ও জেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক ব্যারিস্টার ফারজানা শারমিন পুতুল।

অনুষ্ঠান চলাকালে এলাকা ঘুরে দেখা যায়, সহাসড়কের পশ্চিম অংশের পাশে মঞ্চ তৈরি করে বিএনপির বিভিন্ন স্তরের নেতা-কর্মীরা বক্তব্য দিচ্ছেন। মহাসড়কে পেতে রাখা চেয়ারে বসে কর্মীরা বক্তব্য শুনছেন। অনুষ্ঠানস্থলের সামনে নেতা-কর্মীর ভিড় জমে। সড়কের পূর্বের অংশ দিয়ে থেমে থেমে যানবাহন চলাচল করছে। যানজট নিরসনে পুলিশ কাজ করছে। এ সময় বিভিন্ন যানবাহনে থাকা যাত্রী ও পথচারীদের ভোগান্তি চোখে পড়ে। এ সময় নাম প্রকাশ না করার শর্তে যাত্রী ও পথচারীদের কেউ কেউ বলেন, আওয়ামী লীগ সরকারের আমলে ডা. সিদ্দিকুর রহমান পাটোয়ারী সংসদ সদস্য হওয়ার পর একই জায়গায় মহাসড়ক বন্ধ করে অনুষ্ঠান করতেন। এখন বিএনপিও একই কাজ করছে।

জেলা বিএনপির সাবেক সদস্য ও সানাউল্লাহ নুর বাবুর স্ত্রী মহুয়া নুর কচির সভাপতিত্বে এবং উপজেলা যুবদলের সাবেক সভাপতি আতিকুর রহমান বেলাল মৃধার সঞ্চালনায় অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন উপজেলা বিএনপির সাবেক সভাপতি ও পিপি অ্যাডভোকেট আব্দুল কাদের মিয়া, বিএনপি নেতা শরীফুল ইসলাম তুহিন, বাগাতিপাড়া পৌরসভার সাবেক মেয়র মোশাররফ হোসেন, লালপুর উপজেলা পরিষদের সাবেক চেয়ারম্যান হারুন অর রশিদ পাপ্পু, জেলা স্বেচ্ছাসেবক দলের সদস্যসচিব জহিরুল ইসলাম, উপজেলা বিএনপির সাবেক যুগ্ম আহ্বায়ক আব্দুস সালাম মোল্লা প্রমুখ।

উল্লেখ্য, ২০১০ সালের ৮ অক্টোবর বনপাড়া বাজারে বিএনপির বিক্ষোভ মিছিল চলাকালে আওয়ামী লীগ নেতা-কর্মীদের হামলায় সানাউল্লাহ নূর বাবু খুন হন। পরদিন তাঁর স্ত্রী বাদী হয়ে বড়াইগ্রাম থানায় ২৭ জনের নাম উল্লেখ করে হত্যা মামলা করেন। পরে আদালতে সম্পূরক আবেদনের মাধ্যমে ১৮ জনকে অন্তর্ভুক্ত করে ৪৫ জনকে আসামি করা হয়।

মহাসড়ক বন্ধ করে সভার আয়োজন প্রসঙ্গে মহুয়া নুর কচি বলেন, যেহেতু এই জায়গাটায় বাবুকে হত্যা করা হয়েছিল, তাই এখানে অনুষ্ঠান করা হয়েছে। কোনো সমস্যা হয়নি।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

বিনা খরচে টাইফয়েডের টিকা পাবে ১৩ লাখ শিশু, পেতে যা করতে হবে

বাগরামে যুক্তরাষ্ট্রের উপস্থিতি ‘অগ্রহণযোগ্য’, পাকিস্তান–চীনের সঙ্গে এক সুর ভারতের

আমাকে ইসরায়েলের দখলদার বাহিনী অপহরণ করেছে: শহিদুল আলম

৭৫ কোটি টাকার কর ফাঁকি: এনবিআর কর্মকর্তাকে বাধ্যতামূলক অবসর

মহাসড়কের বেহাল দশা দেখতে গিয়ে নিজেই যানজটে আটকা উপদেষ্টা, রওনা দিলেন মোটরসাইকেলে

এলাকার খবর
Loading...

পাঠকের আগ্রহ

সম্পর্কিত