Ajker Patrika

শিবপুরে ছাদ থেকে পড়ে শিশুর মৃত্যু

প্রতিনিধি
শিবপুরে ছাদ থেকে পড়ে শিশুর মৃত্যু


শিবপুর (নরসিংদী): নরসিংদী শিবপুরে নির্মাণাধীন একতলা বাড়ির ছাদ থেকে পড়ে গিয়ে পাঁচ বছর বয়সী এক শিশুর মৃত্যু হয়েছে। আজ সোমবার দুপুরে শিবপুরের পুটিয়া ইউনিয়নের কুমরাদি গ্রামের পূর্বপাড়া এলাকায় এই দুর্ঘটনা ঘটে।

নিহত শিশুর নাম মোহন মিয়া (৫)। সে শিবপুরের পুটিয়ার কুমরাদি গ্রামের পূর্বপাড়া এলাকার মাংস ব্যবসায়ী মোমেন মিয়ার ছেলে। নিহত শিশুটি মোমেন মিয়া ও মুর্শিদা বেগম দম্পতির একমাত্র ছেলে সন্তান।

নিহতের স্বজন ও স্থানীরা জানান, আজ দুপুর সাড়ে ১২টার দিকে কুমরাদী গ্রামের পূর্বপাড়ায় তরিকুল ইসলামের নির্মাণাধীন ভবনের একতলা ছাদে খেলতে যায় নিহত মোহনসহ আরও চার শিশু। একপর্যায়ে মোহন একতলা ছাদ থেকে পড়ে যায়। এরপরই অন্য শিশুরা দৌড়ে তার বাড়িতে গিয়ে খবর জানালে পরিবারের সদস্যরা ঘটনাস্থলে এসে তাকে মাটিতে পড়ে থাকতে দেখেন।

পরে নরসিংদী সদর হাসপাতালে গেলে জরুরি বিভাগের কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

নরসিংদী সদর হাসপাতালের আবাসিক চিকিৎসা কর্মকর্তা (আরএমও) সৈয়দ আমীরুল হক জানান, শিশুটিকে মৃত অবস্থায় আমাদের হাসপাতালে নিয়ে আসা হয়েছিল।

ঘটনার সত্যতা নিশ্চিত করে শিবপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. সালাউদ্দিন মিয়া জানান, এই ঘটনায় কোন অভিযোগ পাওয়া যায়নি।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

ডাকসুতে শিবিরের জয়ে উদ্বেগ শশী থারুরের, জবাব দিলেন মেঘমল্লার

‘বেয়াদবি ছুটায় দেব’: সরি বলতে অসুবিধা নেই, বললেন সেই জামায়াত নেতা

শাহজালাল বিমানবন্দরের অভ্যন্তরীণ টার্মিনালের সামনে কোমরপানি

ইসরায়েলের হামলার কী জবাব হবে—আরব-ইসলামিক সম্মেলন ডাকল কাতার

রাজাকারের বাচ্চারা মুক্তিযুদ্ধকে বিনাশ করতে পারবে না: ফজলুর

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত