নরসিংদী প্রতিনিধি
নরসিংদী রেলওয়ে স্টেশনে ট্রেনের ধাক্কায় মো. বাদল মিয়া (৩৫) নামে একজন মারা গেছেন। গতকাল রাত সাড়ে ১০টার দিকে এ দুর্ঘটনা ঘটে। নিহত বাদল মিয়া কিশোরগঞ্জের মনাকষা এলাকার মো. মোর্শেদ আলীর ছেলে।
রেলওয়ে পুলিশ সূত্রে জানা যায়, সিলেট থেকে ছেড়ে আসা ঢাকাগামী আন্তনগর পারাবত এক্সপ্রেস ট্রেনটি রাত ১০টা ৩০ মিনিটের দিকে দ্রুতগতিতে নরসিংদী রেলওয়ে স্টেশন অতিক্রম করছিল। এ সময় স্টেশনটির ১ নম্বর প্ল্যাটফর্ম থেকে নেমে রেললাইন পার হয়ে ২ নম্বর প্ল্যাটফর্মের দিকে যাচ্ছিলেন বাদল মিয়া। এতে ট্রেনের ধাক্কায় বাদল মিয়া রেললাইনে ছিটকে পড়ে মাথায় আঘাত পান। পরে ঘটনাস্থলেই তাঁর মৃত্যু হয়।
এ ঘটনায় নরসিংদী রেলওয়ে পুলিশ ফাঁড়িতে খবর দিলে তাঁরা এসে ঘটনাস্থল থেকে মরদেহ উদ্ধার করেন। পরে নিহতের সঙ্গে থাকা একটি মোবাইলের কললিস্টের সূত্র ধরে তাঁর পরিচয় শনাক্ত করে রেলওয়ে পুলিশ।
নরসিংদী রেলওয়ে পুলিশ ফাঁড়ির উপপরিদর্শক মো. ইমায়েদুল জাহেদী বলেন, রেললাইন পার হওয়ার সময় ট্রেনের ধাক্কায় ওই ব্যক্তির মৃত্যু হয়। নিহতের স্বজনদের সঙ্গে যোগাযোগ করা হয়েছে। তাঁরা এলে পরবর্তী ব্যবস্থা নেওয়া হবে।
উল্লেখ্য, এর আগে গত ১৩ অক্টোবর দুপুর সোয়া ২টার দিকে একই স্থানে ১৪ বছর বয়সী অজ্ঞাত এক কিশোর ট্রেনে কাটা পড়ে মারা যায়।
নরসিংদী রেলওয়ে স্টেশনে ট্রেনের ধাক্কায় মো. বাদল মিয়া (৩৫) নামে একজন মারা গেছেন। গতকাল রাত সাড়ে ১০টার দিকে এ দুর্ঘটনা ঘটে। নিহত বাদল মিয়া কিশোরগঞ্জের মনাকষা এলাকার মো. মোর্শেদ আলীর ছেলে।
রেলওয়ে পুলিশ সূত্রে জানা যায়, সিলেট থেকে ছেড়ে আসা ঢাকাগামী আন্তনগর পারাবত এক্সপ্রেস ট্রেনটি রাত ১০টা ৩০ মিনিটের দিকে দ্রুতগতিতে নরসিংদী রেলওয়ে স্টেশন অতিক্রম করছিল। এ সময় স্টেশনটির ১ নম্বর প্ল্যাটফর্ম থেকে নেমে রেললাইন পার হয়ে ২ নম্বর প্ল্যাটফর্মের দিকে যাচ্ছিলেন বাদল মিয়া। এতে ট্রেনের ধাক্কায় বাদল মিয়া রেললাইনে ছিটকে পড়ে মাথায় আঘাত পান। পরে ঘটনাস্থলেই তাঁর মৃত্যু হয়।
এ ঘটনায় নরসিংদী রেলওয়ে পুলিশ ফাঁড়িতে খবর দিলে তাঁরা এসে ঘটনাস্থল থেকে মরদেহ উদ্ধার করেন। পরে নিহতের সঙ্গে থাকা একটি মোবাইলের কললিস্টের সূত্র ধরে তাঁর পরিচয় শনাক্ত করে রেলওয়ে পুলিশ।
নরসিংদী রেলওয়ে পুলিশ ফাঁড়ির উপপরিদর্শক মো. ইমায়েদুল জাহেদী বলেন, রেললাইন পার হওয়ার সময় ট্রেনের ধাক্কায় ওই ব্যক্তির মৃত্যু হয়। নিহতের স্বজনদের সঙ্গে যোগাযোগ করা হয়েছে। তাঁরা এলে পরবর্তী ব্যবস্থা নেওয়া হবে।
উল্লেখ্য, এর আগে গত ১৩ অক্টোবর দুপুর সোয়া ২টার দিকে একই স্থানে ১৪ বছর বয়সী অজ্ঞাত এক কিশোর ট্রেনে কাটা পড়ে মারা যায়।
‘ঢাবি ছাত্রদলের সভাপতির বেয়াদবি ছুটায় দেব’, মন্তব্যের জন্য সরি বলতে অসুবিধা নেই বললেন ঢাকা মহানগর দক্ষিণ জামায়াতের মজলিসে শুরার সদস্য মেজবাহ উদ্দিন সাইদ। আজ বৃহস্পতিবার সন্ধ্যায় দাগনভূঞা আতাতুর্ক স্কুল মার্কেটে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি এ কথা বলেন।
১ মিনিট আগেনতুন করারোপ ছাড়া খুলনা সিটি করপোরেশনের (কেসিসি) ২০২৫-২৬ অর্থবছরে ৭১৯ কোটি ৫০ লাখ ৩৬ হাজার টাকার প্রস্তাবিত বাজেট ঘোষণা করা হয়েছে। বৃহস্পতিবার (১১ সেপ্টেম্বর) বেলা সাড়ে ১১টার দিকে করপোরেশনের শহীদ আলতাফ মিলনায়তনে এ বাজেট ঘোষণা করেন সিটি করপোরেশনের প্রশাসক ও বিভাগীয় কমিশনার মো. ফিরোজ সরকার।
২৭ মিনিট আগেরাজধানীর কামরাঙ্গীরচর খোলামোড়া এলাকায় আকরাম হোসেন (২৭) নামের ছুরিকাহত ব্যাটারিচালিত রিকশাচালক চিকিৎসাধীন অবস্থায় মারা গেছেন। আজ বৃহস্পতিবার (১১ সেপ্টেম্বর) সন্ধ্যা সাড়ে ৭টার দিকে ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালে মারা যান তিনি।
৩০ মিনিট আগেবগুড়া-৬ আসনের সাবেক সংসদ সদস্য রাগেবুল আহসান রিপু ও তাঁর স্ত্রী জোবাইদা আহসান জবার দেশত্যাগে নিষেধাজ্ঞা জারি করা হয়েছে। আজ বৃহস্পতিবার (১১ সেপ্টেম্বর) ঢাকার মহানগর দায়রা জজ ও সিনিয়র বিশেষ জজ আদালতের ভারপ্রাপ্ত বিচারক ইব্রাহিম মিয়া নিষেধাজ্ঞা জারির এই আদেশ দেন।
১ ঘণ্টা আগে