Ajker Patrika

নরসিংদীতে ট্রেনের ধাক্কায় একজনের মৃত্যু

নরসিংদী প্রতিনিধি
আপডেট : ২৪ অক্টোবর ২০২১, ১৫: ২০
নরসিংদীতে ট্রেনের ধাক্কায় একজনের মৃত্যু

নরসিংদী রেলওয়ে স্টেশনে ট্রেনের ধাক্কায় মো. বাদল মিয়া (৩৫) নামে একজন মারা গেছেন। গতকাল রাত সাড়ে ১০টার দিকে এ দুর্ঘটনা ঘটে। নিহত বাদল মিয়া কিশোরগঞ্জের মনাকষা এলাকার মো. মোর্শেদ আলীর ছেলে। 

রেলওয়ে পুলিশ সূত্রে জানা যায়, সিলেট থেকে ছেড়ে আসা ঢাকাগামী আন্তনগর পারাবত এক্সপ্রেস ট্রেনটি রাত ১০টা ৩০ মিনিটের দিকে দ্রুতগতিতে নরসিংদী রেলওয়ে স্টেশন অতিক্রম করছিল। এ সময় স্টেশনটির ১ নম্বর প্ল্যাটফর্ম থেকে নেমে রেললাইন পার হয়ে ২ নম্বর প্ল্যাটফর্মের দিকে যাচ্ছিলেন বাদল মিয়া। এতে ট্রেনের ধাক্কায় বাদল মিয়া রেললাইনে ছিটকে পড়ে মাথায় আঘাত পান। পরে ঘটনাস্থলেই তাঁর মৃত্যু হয়। 

এ ঘটনায় নরসিংদী রেলওয়ে পুলিশ ফাঁড়িতে খবর দিলে তাঁরা এসে ঘটনাস্থল থেকে মরদেহ উদ্ধার করেন। পরে নিহতের সঙ্গে থাকা একটি মোবাইলের কললিস্টের সূত্র ধরে তাঁর পরিচয় শনাক্ত করে রেলওয়ে পুলিশ। 

নরসিংদী রেলওয়ে পুলিশ ফাঁড়ির উপপরিদর্শক মো. ইমায়েদুল জাহেদী বলেন, রেললাইন পার হওয়ার সময় ট্রেনের ধাক্কায় ওই ব্যক্তির মৃত্যু হয়। নিহতের স্বজনদের সঙ্গে যোগাযোগ করা হয়েছে। তাঁরা এলে পরবর্তী ব্যবস্থা নেওয়া হবে। 

উল্লেখ্য, এর আগে গত ১৩ অক্টোবর দুপুর সোয়া ২টার দিকে একই স্থানে ১৪ বছর বয়সী অজ্ঞাত এক কিশোর ট্রেনে কাটা পড়ে মারা যায়। 

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

জাকসু নির্বাচন বর্জনের পর রাতে বিক্ষোভ মিছিল ছাত্রদলের

স্বাস্থ্য খাতে দুর্নীতির হোতা মোতাজ্জেরুল ইসলাম মিঠু গ্রেপ্তার

নতুন ট্রেন্ড ন্যানো ব্যানানা, নিজের থ্রিডি ফিগারিন বানাবেন যেভাবে

ট্রাম্পের ঘনিষ্ঠ সহযোগী চার্লি কার্ককে গুলি করে হত্যা

প্রশাসনের বিরুদ্ধে স্বজনপ্রীতির অভিযোগ ছাত্রদল সমর্থিত ভিপির

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত