Ajker Patrika

নরসিংদীতে ট্রেনে কাটা পড়ে দুই ভাইয়ের মৃত্যু  

প্রতিনিধি, নরসিংদী
নরসিংদীতে ট্রেনে কাটা পড়ে দুই ভাইয়ের মৃত্যু  

নরসিংদী পৌর এলাকার ঢাকা-সিলেট-চট্টগ্রাম রেলপথে ট্রেনে কাটা পড়ে দুই ভাই নিহত হয়েছে। আজ বুধবার সন্ধ্যা ৬টায় এ ঘটনাটি ঘটে বলে নিশ্চিত করেছেন জেলা পুলিশ ফাঁড়ির উপপরিদর্শক ইমায়েদুল জাহেদী। 

নিহতরা হলেন, ফেনীর মোহাম্মদপুর এলাকার আসাদুজ্জামান নান্নুর ছেলে কাজী নজরুল ইসলাম বাবর (২১) ও একই এলাকার মো. হানিফ খানের ছেলে মোর্শেদ খান (১৭)। 

স্থানীয়রা বলেন, দুই ভাই কথা বলতে বলতে তরোয়া-বিলাসদী রেললাইন ধরে হাঁটছিলেন। এ সময় কানে হেডফোন থাকায় সিলেট থেকে ঢাকাগামী জয়ন্তিকা এক্সপ্রেস ট্রেনে কাটা পড়েন তারা। ঘটনার পর নরসিংদী রেলওয়ে পুলিশ ফাঁড়িতে খবর দেওয়া হয়। পরে পুলিশ এসে মরদেহ দুটি উদ্ধার করে ফাঁড়িতে নিয়ে যায়। 

উপপরিদর্শক ইমায়েদুল জাহেদী বলেন, প্রাথমিক অবস্থায় তাদের পরিচয় শনাক্ত করা সম্ভব হয়নি। পরে ওমর ফারুক নামে তাদের এক স্বজন ও সহকর্মী ফাঁড়িতে গিয়ে দুজনের পরিচয় শনাক্ত করেন। 

উপপরিদর্শক আরও বলেন, তারা দুজনই নরসিংদীর একটি লুঙ্গির ফ্যাক্টরিতে প্রিন্টিং ও প্রসেসিং সেকশনে কাজ করতেন। সম্পর্কে তারা মামাতো ফুপাতো ভাই। 

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

ডাকসুতে শিবিরের জয়ে উদ্বেগ শশী থারুরের, জবাব দিলেন মেঘমল্লার

‘বেয়াদবি ছুটায় দেব’: সরি বলতে অসুবিধা নেই, বললেন সেই জামায়াত নেতা

স্বাস্থ্য খাতে দুর্নীতির হোতা মোতাজ্জেরুল ইসলাম মিঠু গ্রেপ্তার

নতুন ট্রেন্ড ন্যানো ব্যানানা, নিজের থ্রিডি ফিগারিন বানাবেন যেভাবে

ইসরায়েলের হামলার কী জবাব হবে—আরব-ইসলামিক সম্মেলন ডাকল কাতার

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত