নারায়ণগঞ্জ প্রতিনিধি
নারায়ণগঞ্জের ফতুল্লায় একটি রপ্তানিমুখী কারখানা থেকে ছাঁটাই ও লে-অফ নোটিশকে কেন্দ্র করে শ্রমিকেরা বিক্ষোভ করেছেন। এ সময় শ্রমিকেরা আশপাশের কারখানায় ইটপাটকেল নিক্ষেপ করেন। একপর্যায়ে আরও আটটি কারখানা বন্ধ করে দিয়েছে কর্তৃপক্ষ।
আজ সোমবার সকাল থেকে ফতুল্লার কুতুবআইল এলাকার আবির ফ্যাশন কারখানায় শ্রমিকেরা এই বিক্ষোভ করেন। বিকেলে শ্রমিকেরা আশপাশের কারখানায় ইটপাটকেল নিক্ষেপ করেন।
প্রত্যক্ষদর্শীরা জানিয়েছেন, সকাল ৮টার দিকে শ্রমিকেরা আবির ফ্যাশনে এসে লে-অফ ঘোষণার নোটিশ দেখতে পেয়ে উত্তেজিত হন। তাঁরা কারখানার সামনে অবস্থান নেন। বিকেলে হঠাৎ শ্রমিকেরা বিক্ষুব্ধ হয়ে আশপাশে অবস্থিত মাইক্রো ফাইবার গ্রুপ, মেট্রো নিটিং, ক্যাডটেক্স, পলমল গ্রুপ, টাইম সোয়েটার, আজাদ ফ্যাশনসহ অন্তত আটটি কারখানার ফটকে ইটপাটকেল নিক্ষেপ করেন।
খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে এসে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। পরে শ্রমিক প্রতিনিধিদের সঙ্গে আলোচনা করতে তাঁদের জেলা প্রশাসকের কার্যালয়ে নিয়ে যান পুলিশ কর্মকর্তারা। তবে দীর্ঘ আলোচনার পরও শ্রমিকদের দাবি পূরণ না হওয়ায় আন্দোলন অব্যাহত রাখার ঘোষণা দেন তাঁরা।
শ্রমিকেরা জানান, মালিকপক্ষকে একতরফা সিদ্ধান্ত প্রত্যাহারসহ আটটি দাবি জানানো হয়েছে। মালিকপক্ষ দাবি মেনে না নেওয়ায় তাঁদের আন্দোলন অব্যাহত থাকবে।
আবির ফ্যাশনের ব্যবস্থাপক সাগর মল্লিক বলেন, ‘আমাদের কারখানায় তিন হাজার শ্রমিক রয়েছেন। তাঁদের মধ্যে পোশাক খাতে রয়েছেন ২ হাজার ৪০০ জন। তাঁদের মধ্যে ২০৫ জন শ্রমিককে আমরা চিহ্নিত করেছি, যারা সব সময় নানা অজুহাতে বিশৃঙ্খলার সৃষ্টি করেন। আমাদের ধারণা, কোনো একটি চক্র গার্মেন্টস খাত ধ্বংস করতে শান্ত পরিবেশকে অশান্ত করার চেষ্টা করছে।’
ফতুল্লা মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শরিফুল ইসলাম আজকের পত্রিকাকে বলেন, ‘কারখানা কর্তৃপক্ষ ভাঙচুরের অভিযোগ করেছে। বিষয়টি তদন্ত করে ব্যবস্থা নেওয়া হবে। বিকেল ৪টার পর থেকে পরিস্থিতি শান্ত রয়েছে।’
নারায়ণগঞ্জের ফতুল্লায় একটি রপ্তানিমুখী কারখানা থেকে ছাঁটাই ও লে-অফ নোটিশকে কেন্দ্র করে শ্রমিকেরা বিক্ষোভ করেছেন। এ সময় শ্রমিকেরা আশপাশের কারখানায় ইটপাটকেল নিক্ষেপ করেন। একপর্যায়ে আরও আটটি কারখানা বন্ধ করে দিয়েছে কর্তৃপক্ষ।
আজ সোমবার সকাল থেকে ফতুল্লার কুতুবআইল এলাকার আবির ফ্যাশন কারখানায় শ্রমিকেরা এই বিক্ষোভ করেন। বিকেলে শ্রমিকেরা আশপাশের কারখানায় ইটপাটকেল নিক্ষেপ করেন।
প্রত্যক্ষদর্শীরা জানিয়েছেন, সকাল ৮টার দিকে শ্রমিকেরা আবির ফ্যাশনে এসে লে-অফ ঘোষণার নোটিশ দেখতে পেয়ে উত্তেজিত হন। তাঁরা কারখানার সামনে অবস্থান নেন। বিকেলে হঠাৎ শ্রমিকেরা বিক্ষুব্ধ হয়ে আশপাশে অবস্থিত মাইক্রো ফাইবার গ্রুপ, মেট্রো নিটিং, ক্যাডটেক্স, পলমল গ্রুপ, টাইম সোয়েটার, আজাদ ফ্যাশনসহ অন্তত আটটি কারখানার ফটকে ইটপাটকেল নিক্ষেপ করেন।
খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে এসে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। পরে শ্রমিক প্রতিনিধিদের সঙ্গে আলোচনা করতে তাঁদের জেলা প্রশাসকের কার্যালয়ে নিয়ে যান পুলিশ কর্মকর্তারা। তবে দীর্ঘ আলোচনার পরও শ্রমিকদের দাবি পূরণ না হওয়ায় আন্দোলন অব্যাহত রাখার ঘোষণা দেন তাঁরা।
শ্রমিকেরা জানান, মালিকপক্ষকে একতরফা সিদ্ধান্ত প্রত্যাহারসহ আটটি দাবি জানানো হয়েছে। মালিকপক্ষ দাবি মেনে না নেওয়ায় তাঁদের আন্দোলন অব্যাহত থাকবে।
আবির ফ্যাশনের ব্যবস্থাপক সাগর মল্লিক বলেন, ‘আমাদের কারখানায় তিন হাজার শ্রমিক রয়েছেন। তাঁদের মধ্যে পোশাক খাতে রয়েছেন ২ হাজার ৪০০ জন। তাঁদের মধ্যে ২০৫ জন শ্রমিককে আমরা চিহ্নিত করেছি, যারা সব সময় নানা অজুহাতে বিশৃঙ্খলার সৃষ্টি করেন। আমাদের ধারণা, কোনো একটি চক্র গার্মেন্টস খাত ধ্বংস করতে শান্ত পরিবেশকে অশান্ত করার চেষ্টা করছে।’
ফতুল্লা মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শরিফুল ইসলাম আজকের পত্রিকাকে বলেন, ‘কারখানা কর্তৃপক্ষ ভাঙচুরের অভিযোগ করেছে। বিষয়টি তদন্ত করে ব্যবস্থা নেওয়া হবে। বিকেল ৪টার পর থেকে পরিস্থিতি শান্ত রয়েছে।’
বগুড়ার কাহালু উপজেলায় ডাকাতির প্রস্তুতিকালে স্থানীয় জনগণের সহযোগিতায় ডাকাতদলের পাঁচ সদস্যকে গ্রেপ্তার করেছে কাহালু থানা-পুলিশ। গতকাল সোমবার রাত সাড়ে ১১টার দিকে উপজেলার কালাই ইউনিয়নের বার মাইল-তিন দিঘি গামী পাকা রাস্তার কুর্নিপাড়া এলাকা থেকে তাদেরকে গ্রেপ্তার করা হয়।
১ ঘণ্টা আগেবগুড়ায় আদালতের হাজতখানা থেকে জোড়া খুন ও ডাকাতি মামলার প্রধান আসামি পালানোর ঘটনায় ছয় পুলিশকে প্রত্যাহার করা হয়েছে। আজ মঙ্গলবার এ তথ্য নিশ্চিত করেছেন করেছেন আদালত পুলিশের পরিদর্শক মোসাদ্দেক হোসেন। প্রত্যাহারকৃত পুলিশ সদস্যরা হলেন আদালত হাজতখানার ইনচার্জ সহকারী টাউন উপপরিদর্শক (এটিএসআই) গোলাম কিবরিয়া..
১ ঘণ্টা আগেইসলামী বিশ্ববিদ্যালয়ে (ইবি) ভুয়া ফেসবুক অ্যাকাউন্ট খুলে অন্তত ১৫ শিক্ষার্থীকে যৌন হেনস্তার অভিযোগ উঠেছে এক ছাত্রীর বিরুদ্ধে। অভিযুক্ত শিক্ষার্থী হলেন লোকপ্রশাসন বিভাগের ২০২০–২১ শিক্ষাবর্ষের ছাত্রী জান্নাতুল মাওয়া স্নেহা। আজ মঙ্গলবার বিশ্ববিদ্যালয়ের যৌন নিপীড়ন বিরোধী কমিটির নিকট সামাজিক...
১ ঘণ্টা আগেরাজশাহী বিশ্ববিদ্যালয়ে (রাবি) প্রাতিষ্ঠানিক সুবিধা (পোষ্য কোটা) ও শিক্ষক লাঞ্ছনার বিচারের দাবিতে দ্বিতীয় দিনের মতো কমপ্লিট শাটডাউন পালন করছেন বিশ্ববিদ্যালয়ের শিক্ষক-কর্মকর্তারা ৷ এতে বিশ্ববিদ্যালয়ের সকল একাডেমিক ও প্রশাসনিক কার্যক্রম বন্ধ রয়েছে।
১ ঘণ্টা আগে