Ajker Patrika

র‍্যাবকে নারায়ণগঞ্জ সামলানোর চ্যালেঞ্জ দিলেন শামীম ওসমান

নারায়ণগঞ্জ প্রতিনিধি
আপডেট : ১২ নভেম্বর ২০২১, ০৮: ২৬
র‍্যাবকে নারায়ণগঞ্জ সামলানোর চ্যালেঞ্জ দিলেন শামীম ওসমান

দুই দফায় কেন্দ্র দখলের চেষ্টা করতে গিয়ে নারায়ণগঞ্জ মহানগর ছাত্রলীগের সভাপতি হাবিবুর রহমান রিয়াদসহ ছাত্রলীগের কর্মীরা প্রথমে অবরুদ্ধ ও পরে র‍্যাবের হাতে আটক হন। পরে নারায়ণগঞ্জ-৪ আসনের এমপি শামীম ওসমান তাঁদের উদ্ধার করেন। বৃহস্পতিবার ভোট চলাকালে সদর উপজেলার ফতুল্লার এনায়েতনগর ইউনিয়নের ৭নং ওয়ার্ডে একটি কেন্দ্রে এ ঘটনা ঘটে।

উদ্ধার করতে গিয়ে শামীম ওসমান র‍্যাব কর্মকর্তাকে রাগত স্বরে জিজ্ঞেস করেন, ছাত্রলীগের নেতাদের চোরের মতো পেটালেন কেন? এখন নারায়ণগঞ্জ আপনি সামাল দেন। সেখানে উপস্থিত র‌্যাব কর্মকর্তারা শামীম ওসমানকে জানান, কাউকে পেটানো হয়নি। বরং সেখান থেকে বিপুল সংখ্যক দেশীয় অস্ত্রসহ কয়েকজনকে আটক করে র‌্যাবের হাতে সোপর্দ করা হয়েছে।

প্রত্যক্ষদর্শীরা জানান, বৃহস্পতিবার বেলা ১২টার দিকে ৬৯নং পশ্চিম মাসদাইর সরকারি প্রাথমিক বিদ্যালয়ে মহানগর ছাত্রলীগের সভাপতি হাবিবুর রহমান রিয়াদ শতাধিক লোকজন নিয়ে কেন্দ্রে প্রবেশ করেন। ওই সময় তাঁরা মেম্বার প্রার্থী শাহজাহান মাতবরের পক্ষে স্লোগান দেন। এখানকার বর্তমান মেম্বার জাকারিয়া জাকির অভিযোগ তোলেন, রিয়াদ লোকজন নিয়ে শাহজাহান মাতবরের পক্ষে সিল মারছেন। এ নিয়ে সেখানে উত্তেজনা তৈরি হয়। একপর্যায়ে সাংবাদিকেরা ভোট কেন্দ্রের ভেতরে প্রবেশ করলেও তখনো সিল মারতে দেখেন। এ নিয়ে সেখানে উত্তেজনা ছড়িয়ে পড়ে। লোকজন ধাওয়া করলে রিয়াদ ও ছাত্রলীগের কয়েকজন নেতা একটি কক্ষে অবস্থান নেন। একপর্যায়ে পুলিশ গিয়ে বিশৃঙ্খলাকারীদের বাধা দেয় ও ব্যাপক লাঠিচার্জ করে। এ সময় রিয়াদ আশ্রয় নেন স্কুলের রাথরুমে। এক ঘণ্টা পর রিয়াদকে ছেড়ে দেওয়া হয়।

এরপর দুপুর আড়াইটায় আবারো রিয়াদ দলবল নিয়ে বিশৃঙ্খলা করলে র‌্যাব সদস্যরা তাঁদের লাঠিপেটা করে। ওই সময় আটক করা হয় তিনজনকে। কেন্দ্র থেকে উদ্ধার করা হয় দুটি লম্বা ছোরা ও বেশ কিছু লাঠি।

বিকেল ৩টায় সেখানে হাজির হন এমপি শামীম ওসমান। এসময় শামীম ওসমানের কাছে কাঁদতে কাঁদতে মহানগর ছাত্রলীগের সভাপতি হাবিবুর রহমান রিয়াদ বলেন, ‘আমাদের কুত্তার মতো পিটাইছে, হাত ফুলায় ফালাইসে।’

মোবাইলে ধারণ করা ঘটনার একটি ভিডিওতে দেখা যায়, শামীম ওসমান র‌্যাব সদস্যকে উদ্দেশ করে বলছেন, আপনি আমাদের ছাত্রলীগের জয়েন্ট সেক্রেটারিকে মারছেন! এখন নারায়ণগঞ্জ আপনি সামাল দেন। দেখি আপনি পারেন কি-না, আর আমি পারি কি-না। আপনি ছাত্রলীগের জয়েন্ট সেক্রেটারিকে চোরের মতো পিটাবেন?

র‍্যাব সদস্য নিজেকে স্কোয়াড্রন লিডার মনির বলে পরিচয় দিয়ে বলেন, ওদের মারা হয়নি স্যার। এটা ঠিক না।

তিনি সামনে থাকা লাঠি আর ছোরা দেখিয়ে বলেন, এগুলোসহ লোকজন তাঁদের আটক করেছে এখানেই। সবাই দেখেছে। আপনি সবাইকে জিজ্ঞেস করে দেখেন। ওদেরকে মারি নাই স্যার। ওখানে ককটেল আছে। তারা এখানেই ছিল। ব্যাপারটা ওইরকম নয় স্যার। চোরের মতো পিটানো হয় নাই। তাঁদের প্রতিহত করা হয়েছে।

 

 

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

‎ডিভোর্সের পরও জোর করে রাতযাপন, বর্তমান স্বামীকে নিয়ে প্রাক্তন স্বামীকে হত্যা ‎

৯ পুলিশ পরিদর্শক বাধ্যতামূলক অবসরে

গণবিক্ষোভ আতঙ্কে মোদি সরকার, ১৯৭৪-পরবর্তী সব আন্দোলন নিয়ে গবেষণার নির্দেশ

পাকিস্তানের সেনাপ্রধান আসিম মুনিরের ‘সন্ত্রাসী খেল’ ফাঁস করে দিলেন জঙ্গিগোষ্ঠী জইশের সদস্য

নিজের বিচারের দাবিতে অবস্থান কর্মসূচি কলেজশিক্ষকের

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত