নারায়ণগঞ্জ প্রতিনিধি
নারায়ণগঞ্জের সিদ্ধিরগঞ্জে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সময় গুলিতে রিকশাচালক তুহিন হত্যা মামলায় সিটি করপোরেশনের সাবেক মেয়র ডা. সেলিনা হায়াৎ আইভীকে জিজ্ঞাসাবাদের জন্য সাত দিনের রিমান্ড আবেদন করেছে পুলিশ। আদালত উভয় পক্ষের শুনানি শেষে ৭ জুলাই পরবর্তী শুনানির দিন ধার্য করেছেন।
আজ সোমবার নারায়ণগঞ্জের সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালতের বিচারক মাঈনুদ্দিন কাদের এই দিন ধার্য করেন। এ সময় আইভীকে কাশিমপুর কারাগার থেকে ভার্চুয়াল মাধ্যমে যুক্ত করা হয়।
শুনানির সময় আইভীর আইনজীবীরা আদালতকে জানান, গত ২৩ মে হাইকোর্টে আইভীর জামিন আবেদন করা হয়েছে। এ সময় বিচারক জানিয়েছেন, হাইকোর্টে জামিন আবেদন বিবেচনায় থাকায় বিষয়টি নিষ্পত্তি না হওয়া পর্যন্ত রিমান্ড মঞ্জুর করা যাবে না।
মামলা সূত্রে জানা গেছে, বৈষম্যবিরোধী আন্দোলন চলাকালে গত বছরের ২০ জুলাই ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের সিদ্ধিরগঞ্জের শিমরাইল এলাকায় মাথায় গুলিবিদ্ধ হয়ে নিহত হন রিকশাচালক তুহিন (৩৬)। এ ঘটনায় তাঁর স্ত্রী আলেয়া আক্তার মীম বাদী হয়ে ১৩ সেপ্টেম্বর ৯৯ জনের নাম উল্লেখ করে হত্যা মামলা করেন। মামলায় আইভীকে ১১ নম্বর আসামি করা হয়।
আইভীর আইনজীবী আওলাদ হোসেন বলেন, ‘রিকশাচালক তুহিন হত্যা মামলায় আইভী ১১ নম্বর আসামি। মামলার এজাহারে হত্যাকাণ্ডের সঙ্গে তাঁর কোনো সম্পৃক্ততার কথা উল্লেখ নাই। আমরা তাঁর জামিনের জন্য হাইকোর্টে আবেদন করেছি। বিচারক রিমান্ড আবেদন বিবেচনায় নিয়ে শুনানির জন্য আগামী ৭ জুলাই ধার্য করেছেন।’
এদিকে রাষ্ট্রপক্ষের আইনজীবী ওমর ফারুক নয়ন আজকের পত্রিকাকে বলেন, ‘বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে শামীম ওসমান ও আইভীর নির্দেশে সিদ্ধিরগঞ্জের শিমরাইলে হামলা চালানো হয়। এ সময় গুলিতে রিকশাচালক তুহিন নিহত হন। এই মামলায় পুলিশ আইভীর সাত দিনের রিমান্ড আবেদন করে। বিবাদীর আইনজীবীরা এর আগে হাইকোর্টে জামিন আবেদন করায় আদালত পরবর্তী শুনানি আগামী ৭ জুলাই ধার্য করেছেন।’
নারায়ণগঞ্জের সিদ্ধিরগঞ্জে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সময় গুলিতে রিকশাচালক তুহিন হত্যা মামলায় সিটি করপোরেশনের সাবেক মেয়র ডা. সেলিনা হায়াৎ আইভীকে জিজ্ঞাসাবাদের জন্য সাত দিনের রিমান্ড আবেদন করেছে পুলিশ। আদালত উভয় পক্ষের শুনানি শেষে ৭ জুলাই পরবর্তী শুনানির দিন ধার্য করেছেন।
আজ সোমবার নারায়ণগঞ্জের সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালতের বিচারক মাঈনুদ্দিন কাদের এই দিন ধার্য করেন। এ সময় আইভীকে কাশিমপুর কারাগার থেকে ভার্চুয়াল মাধ্যমে যুক্ত করা হয়।
শুনানির সময় আইভীর আইনজীবীরা আদালতকে জানান, গত ২৩ মে হাইকোর্টে আইভীর জামিন আবেদন করা হয়েছে। এ সময় বিচারক জানিয়েছেন, হাইকোর্টে জামিন আবেদন বিবেচনায় থাকায় বিষয়টি নিষ্পত্তি না হওয়া পর্যন্ত রিমান্ড মঞ্জুর করা যাবে না।
মামলা সূত্রে জানা গেছে, বৈষম্যবিরোধী আন্দোলন চলাকালে গত বছরের ২০ জুলাই ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের সিদ্ধিরগঞ্জের শিমরাইল এলাকায় মাথায় গুলিবিদ্ধ হয়ে নিহত হন রিকশাচালক তুহিন (৩৬)। এ ঘটনায় তাঁর স্ত্রী আলেয়া আক্তার মীম বাদী হয়ে ১৩ সেপ্টেম্বর ৯৯ জনের নাম উল্লেখ করে হত্যা মামলা করেন। মামলায় আইভীকে ১১ নম্বর আসামি করা হয়।
আইভীর আইনজীবী আওলাদ হোসেন বলেন, ‘রিকশাচালক তুহিন হত্যা মামলায় আইভী ১১ নম্বর আসামি। মামলার এজাহারে হত্যাকাণ্ডের সঙ্গে তাঁর কোনো সম্পৃক্ততার কথা উল্লেখ নাই। আমরা তাঁর জামিনের জন্য হাইকোর্টে আবেদন করেছি। বিচারক রিমান্ড আবেদন বিবেচনায় নিয়ে শুনানির জন্য আগামী ৭ জুলাই ধার্য করেছেন।’
এদিকে রাষ্ট্রপক্ষের আইনজীবী ওমর ফারুক নয়ন আজকের পত্রিকাকে বলেন, ‘বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে শামীম ওসমান ও আইভীর নির্দেশে সিদ্ধিরগঞ্জের শিমরাইলে হামলা চালানো হয়। এ সময় গুলিতে রিকশাচালক তুহিন নিহত হন। এই মামলায় পুলিশ আইভীর সাত দিনের রিমান্ড আবেদন করে। বিবাদীর আইনজীবীরা এর আগে হাইকোর্টে জামিন আবেদন করায় আদালত পরবর্তী শুনানি আগামী ৭ জুলাই ধার্য করেছেন।’
চাঁপাইনবাবগঞ্জ, রাজশাহী ও নাটোর থেকে ফের দূরপাল্লার বাস চলাচল বন্ধ হয়ে গেছে। এবার বাস বন্ধ করে দিয়েছেন খোদ মালিকেরাই। বৃহস্পতিবার রাত ১০টা থেকে বাস চলাচল বন্ধ করে দেওয়া হয়েছে বলে জানিয়েছেন বাংলাদেশ বাস-ট্রাক ওনার্স অ্যাসোসিয়েশনের সভাপতি বজলুর রহমান রতন।
১ ঘণ্টা আগেএকপর্যায়ে চালক পেছনের দুই যাত্রীকে ‘বস বস’ বলে কী যেন বলতে থাকেন। ঢাকা-ময়মনসিংহ মহাসড়কের গাজীপুর সদর উপজেলার বাঘের বাজার পার হওয়ার পর তাঁর সঙ্গে থাকা দুই যাত্রী হঠাৎ মোকসেদ আলীর চোখ ও হাত-পা বেঁধে ফেলেন। তখন তিনি বুঝতে পারেন, তাঁর সঙ্গে দাঁড়িয়ে থাকা যাত্রীরা আদতে অপহরণকারী চক্রের সদস্য।
১ ঘণ্টা আগেনওগাঁ সরকারি কলেজের অধ্যক্ষ অধ্যাপক সামসুল হককে বিশেষ ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওএসডি) করেছে শিক্ষা মন্ত্রণালয়। আজ বৃহস্পতিবার রাষ্ট্রপতির আদেশক্রমে মাধ্যমিক ও উচ্চশিক্ষা অধিদপ্তরের (মাউশি) উপসচিব তানিয়া ফেরদৌস স্বাক্ষরিত এক প্রজ্ঞাপনে এ সিদ্ধান্ত জানানো হয়।
২ ঘণ্টা আগেপটুয়াখালীর বাউফলে একটি সরকারি প্রাথমিক স্কুলের প্রধান শিক্ষকের বিরুদ্ধে বিপুলসংখ্যক নতুন ও পুরোনো পাঠ্যবই বিক্রির অভিযোগ উঠেছে। স্থানীয়দের সহযোগিতায় শিক্ষার্থীরা বইগুলো উদ্ধার করে স্কুলে জমা দিয়েছে।
২ ঘণ্টা আগে