নওগাঁ প্রতিনিধি
অগ্রহায়ণের শুরুতেই উত্তরের জেলা নওগাঁয় শীত ও কুয়াশার দাপট বেড়েছে। বইছে উত্তরের হিমেল হাওয়া। কুয়াশার কারণে কয়েক দিন ধরে দেরিতে সূর্যের দেখা মিলছে। তাপমাত্রার পারদ ১৩ থেকে ১৫ এর ঘরেই থাকছে। হঠাৎ শীতের এমন প্রভাবে ব্যাহত হচ্ছে স্বাভাবিক জীবনযাত্রা। তবে প্রতিদিনই দুপুরের দিকে ঝলমলে রোদেরও দেখা মিলছে।
আবহাওয়া পর্যবেক্ষণ কেন্দ্র সূত্রে জানা গেছে, আজ সোমবার জেলার বদলগাছীতে সর্বনিম্ন তাপমাত্রা রেকর্ড করা হয় ১৫ দশমিক ২ ডিগ্রি সেলসিয়াস। এর আগে রোববারের তাপমাত্রা ছিল ১৩ দশমিক ৮ ডিগ্রি। এটি ছিল এই মৌসুমে সারা দেশের মধ্যে সর্বনিম্ন তাপমাত্রা। এ ছাড়া গত শনিবারও সর্বনিম্ন তাপমাত্রা ১৫ দশমিক ৪ ডিগ্রি সেলসিয়াস রেকর্ড করা হয়।
বদলগাছী আবহাওয়া পর্যবেক্ষণ কেন্দ্রের ভারপ্রাপ্ত কর্মকর্তা মিজানুর রহমান বলেন, কুয়াশার সঙ্গে উত্তরের হিমেল বাতাস প্রবাহিত হওয়ায় তাপমাত্রা নিম্নমুখী হতে শুরু করেছে। সর্বোচ্চ ও সর্বনিম্ন তাপমাত্রার ব্যবধান কমে যাওয়ায় শীত বেশি অনুভূত হচ্ছে।
এদিকে হঠাৎ করে গত চার দিন ধরে নওগাঁয় শীত জেঁকে বসায় মানুষের ভোগান্তি বেড়েছে। সবচেয়ে বেশি বিপাকে পড়েছেন নিম্ন আয়ের মানুষ। তাপমাত্রা কমে যাওয়ায় স্থানীয় মানুষ এ আবহাওয়ার সঙ্গে খাপ খাওয়াতে হিমশিম খাচ্ছেন।
নওগাঁর বিভিন্ন এলাকা ঘুরে দেখা গেছে, তাপমাত্রা কমে যাওয়ার পাশাপাশি উত্তর থেকে আসা হিমেল হাওয়া ও কুয়াশায় নওগাঁয় স্বাভাবিক জীবনযাত্রা ব্যাহত হচ্ছে। সকালে কুয়াশার কারণে বিভিন্ন সড়কে ধীর গতিতে যান চলাচল করতে দেখা গেছে। কিছু কিছু যানবাহন হেডলাইট জ্বালিয়ে চলাচল করছে। এই শীতে সবচেয়ে ভোগান্তিতে পড়েছেন খেটে খাওয়া নিম্ন আয়ের মানুষ। তবে জীবিকার তাগিদে সাত সকালেই বের হন খেটে খাওয়া শ্রমজীবীরা।
সবজি বিক্রেতা সুদেব মন্ডল বলেন, ‘হঠাৎ করে শীত চলে আসল। ঠান্ডা বাতাস আর কুয়াশায় কয়েক দিন থেকে সকালের দিকে ঘরের বাইরে ঠিকমতো বের হওয়া যাচ্ছে না।’
ভ্যানচালক জলিল মিয়া বলেন, ‘একদিকে কনকনে বাতাস, আরেক দিকে কুয়াশা। ঠান্ডাত হাত-পা জড়ো হয়ে যাছে। তবে দুপুরে হালকা রোদ দেখে রিকশা নিয়ে বাড়ি থেকে বের হয়েছি। সন্ধ্যা হওয়ার আগে বাড়ি চলে যাব। কারণ সন্ধ্যা আর সকালে শীত বেশি হচ্ছে।’
এদিকে শীতের সঙ্গে পাল্লা দিয়ে বাড়ছে শীতজনিত রোগ। ২৫০ শয্যাবিশিষ্ট নওগাঁ জেনারেল হাসপাতাল সূত্রে জানা গেছে, গত কয়েক দিন ধরে হাসপাতালে সর্দি, জ্বর, নিউমোনিয়া ও ডায়রিয়ায় আক্রান্ত রোগী বেশি ভর্তি হয়েছে। এসব রোগীদের বেশির ভাগই শিশু ও বয়স্ক।
নওগাঁ সিভিল সার্জন অফিসে কর্মরত চিকিৎসক আশীস কুমার বলেন, বৈরী আবহাওয়ার কারণে শিশুরা বিভিন্ন রোগে আক্রান্ত হচ্ছে। শীত বাড়ায় শিশু ও বয়স্কদের ঘরের বাইরে বের না হওয়ায় ভালো।
অগ্রহায়ণের শুরুতেই উত্তরের জেলা নওগাঁয় শীত ও কুয়াশার দাপট বেড়েছে। বইছে উত্তরের হিমেল হাওয়া। কুয়াশার কারণে কয়েক দিন ধরে দেরিতে সূর্যের দেখা মিলছে। তাপমাত্রার পারদ ১৩ থেকে ১৫ এর ঘরেই থাকছে। হঠাৎ শীতের এমন প্রভাবে ব্যাহত হচ্ছে স্বাভাবিক জীবনযাত্রা। তবে প্রতিদিনই দুপুরের দিকে ঝলমলে রোদেরও দেখা মিলছে।
আবহাওয়া পর্যবেক্ষণ কেন্দ্র সূত্রে জানা গেছে, আজ সোমবার জেলার বদলগাছীতে সর্বনিম্ন তাপমাত্রা রেকর্ড করা হয় ১৫ দশমিক ২ ডিগ্রি সেলসিয়াস। এর আগে রোববারের তাপমাত্রা ছিল ১৩ দশমিক ৮ ডিগ্রি। এটি ছিল এই মৌসুমে সারা দেশের মধ্যে সর্বনিম্ন তাপমাত্রা। এ ছাড়া গত শনিবারও সর্বনিম্ন তাপমাত্রা ১৫ দশমিক ৪ ডিগ্রি সেলসিয়াস রেকর্ড করা হয়।
বদলগাছী আবহাওয়া পর্যবেক্ষণ কেন্দ্রের ভারপ্রাপ্ত কর্মকর্তা মিজানুর রহমান বলেন, কুয়াশার সঙ্গে উত্তরের হিমেল বাতাস প্রবাহিত হওয়ায় তাপমাত্রা নিম্নমুখী হতে শুরু করেছে। সর্বোচ্চ ও সর্বনিম্ন তাপমাত্রার ব্যবধান কমে যাওয়ায় শীত বেশি অনুভূত হচ্ছে।
এদিকে হঠাৎ করে গত চার দিন ধরে নওগাঁয় শীত জেঁকে বসায় মানুষের ভোগান্তি বেড়েছে। সবচেয়ে বেশি বিপাকে পড়েছেন নিম্ন আয়ের মানুষ। তাপমাত্রা কমে যাওয়ায় স্থানীয় মানুষ এ আবহাওয়ার সঙ্গে খাপ খাওয়াতে হিমশিম খাচ্ছেন।
নওগাঁর বিভিন্ন এলাকা ঘুরে দেখা গেছে, তাপমাত্রা কমে যাওয়ার পাশাপাশি উত্তর থেকে আসা হিমেল হাওয়া ও কুয়াশায় নওগাঁয় স্বাভাবিক জীবনযাত্রা ব্যাহত হচ্ছে। সকালে কুয়াশার কারণে বিভিন্ন সড়কে ধীর গতিতে যান চলাচল করতে দেখা গেছে। কিছু কিছু যানবাহন হেডলাইট জ্বালিয়ে চলাচল করছে। এই শীতে সবচেয়ে ভোগান্তিতে পড়েছেন খেটে খাওয়া নিম্ন আয়ের মানুষ। তবে জীবিকার তাগিদে সাত সকালেই বের হন খেটে খাওয়া শ্রমজীবীরা।
সবজি বিক্রেতা সুদেব মন্ডল বলেন, ‘হঠাৎ করে শীত চলে আসল। ঠান্ডা বাতাস আর কুয়াশায় কয়েক দিন থেকে সকালের দিকে ঘরের বাইরে ঠিকমতো বের হওয়া যাচ্ছে না।’
ভ্যানচালক জলিল মিয়া বলেন, ‘একদিকে কনকনে বাতাস, আরেক দিকে কুয়াশা। ঠান্ডাত হাত-পা জড়ো হয়ে যাছে। তবে দুপুরে হালকা রোদ দেখে রিকশা নিয়ে বাড়ি থেকে বের হয়েছি। সন্ধ্যা হওয়ার আগে বাড়ি চলে যাব। কারণ সন্ধ্যা আর সকালে শীত বেশি হচ্ছে।’
এদিকে শীতের সঙ্গে পাল্লা দিয়ে বাড়ছে শীতজনিত রোগ। ২৫০ শয্যাবিশিষ্ট নওগাঁ জেনারেল হাসপাতাল সূত্রে জানা গেছে, গত কয়েক দিন ধরে হাসপাতালে সর্দি, জ্বর, নিউমোনিয়া ও ডায়রিয়ায় আক্রান্ত রোগী বেশি ভর্তি হয়েছে। এসব রোগীদের বেশির ভাগই শিশু ও বয়স্ক।
নওগাঁ সিভিল সার্জন অফিসে কর্মরত চিকিৎসক আশীস কুমার বলেন, বৈরী আবহাওয়ার কারণে শিশুরা বিভিন্ন রোগে আক্রান্ত হচ্ছে। শীত বাড়ায় শিশু ও বয়স্কদের ঘরের বাইরে বের না হওয়ায় ভালো।
চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্রসংসদ (চাকসু) নির্বাচনে ছাত্রদল সমর্থিত প্যানেল ঘোষণা করা হয়েছে। এতে ভিপি হিসেবে শাখা ছাত্রদলের সাংগঠনিক সম্পাদক সাজ্জাদ হোসেন হৃদয়, জিএস মো. শাফায়াত হোসেন এবং এজিএস পদে নির্বাচন করবেন আইয়ুবুর রহমান তৌফিক। আজ বৃহস্পতিবার (২৮ সেপ্টেম্বর) দুপুর
১১ মিনিট আগেপ্রথম স্ত্রীর ঘরের ওয়ারিশদের দাবি, প্রকৃতপক্ষে আইয়ুব আলী ঢালীর দ্বিতীয় স্ত্রীর ঘরে মাত্র দুই ছেলে ছিল। কয়ছর ঢালীর ছেলেরা বেশি সম্পত্তি দখলের জন্য ভুয়া ওয়ারিশ সনদপত্র তৈরি করেছেন। অপরদিকে কয়ছর ঢালী দাবি করেন, তকদির ও নজির নামে তার আরও দুই ভাই ছিল, যারা ছোটবেলায় মারা গেছে।
৩০ মিনিট আগেনেত্রকোনার মোহনগঞ্জের ডিঙাপোতা হাওর থেকে অজ্ঞাত এক ব্যক্তির অর্ধগলিত লাশ উদ্ধার করেছে পুলিশ। গতকাল বুধবার দিবাগত রাত ১টার দিকে উপজেলার বরান্তর গ্রামের পাশে হাওরের বেড়িবাঁধ এলাকা থেকে ওই লাশটি উদ্ধার করা হয়। ওই ব্যক্তির শরীরে কালো রঙের টি-শার্ট পরিহিত ছিলো।
১ ঘণ্টা আগেগাজীপুর মহানগরীর কাশিমপুর থানাধীন নামা বাজার তুরাগ নদীর পারে স্থাপিত একটি মন্ডপে নতুন নির্মাণাধীন প্রতিমা ভাঙচুরের অভিযোগ ওঠেছে। গতকাল বুধবার (১৭ সেপ্টেম্বর) সন্ধ্যায় মন্ডপের কয়েকটি প্রতিমা ভাঙচুর অবস্থায় দেখতে পায় পূজা কমিটির সদস্যরা। তবে কে বা কারা ভাংচুর করেছে তা জানা যায়নি।
১ ঘণ্টা আগে