মান্দা (নওগাঁ) প্রতিনিধি
নওগাঁর মান্দায় বস্তাবন্দী অবস্থায় আব্দুল আজিজ মোল্লা (৫৫) নামের এক ব্যক্তিকে উদ্ধার করা হয়েছে। আজ সোমবার সকালে উপজেলার কশব ইউনিয়নের তালপাতিলা এলাকার গৌরাঙ্গ বিল থেকে মুমূর্ষু অবস্থায় স্থানীয় কৃষকেরা তাঁকে উদ্ধার করেন।
আব্দুল আজিজ মোল্লা তালপাতিলা গ্রামের মৃত সানাউল্লাহ মোল্লার ছেলে। বর্তমানে তিনি মান্দা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসাধীন।
ভুক্তভোগী পরিবারের অভিযোগ, জমিসংক্রান্ত বিরোধের জেরে আব্দুল আজিজ মোল্লাকে হত্যার চেষ্টা করেছিলেন সৎভাই নাসির উদ্দিন মোল্লাসহ তাঁর লোকজন।
চিকিৎসাধীন আব্দুল আজিজ মোল্লা জানান, তাঁর সৎভাই নাসির উদ্দিন মোল্লার সঙ্গে দীর্ঘদিন ধরে জমিজমা নিয়ে বিরোধ চলে আসছিল। বিষয়টি নিয়ে একাধিকবার সালিস হলেও কোনো সমাধান হয়নি।
আব্দুল আজিজ বলেন, ‘গতকাল রাতে তালপাতিলা মোড়ের মসজিদে এশার নামাজ পড়ে বের হওয়ার পর মোজাম্মেল হক মুজাম ও ইয়াদ আলী নামের দুই ব্যক্তি গল্প করার কথা বলে আমাকে নিয়ে রাস্তা ধরে হাঁটতে থাকেন। কিছু দূর এগোনোর পর হঠাৎ পেছন থেকে কেউ লাঠি দিয়ে আমার মাথায় আঘাত করে। এতে আমি জ্ঞান হারিয়ে ফেলি। পরে জানতে পারি, আমাকে বস্তায় ভরে মুখ, হাত-পা বেঁধে ফেলে রাখা হয়েছিল। সকালে কৃষকেরা আমাকে উদ্ধার করেন।’
তালপাতিলা গ্রামের কৃষক আব্দুর রকিব জানান, সকালে ধানখেতে সার দিতে গিয়ে বস্তার ভেতরে মানুষ দেখে চিৎকার করেন তিনি। পরে অন্যরা এসে আব্দুল আজিজকে উদ্ধার করেন।
এ বিষয়ে অভিযুক্ত নাসির উদ্দিন মোল্লার সঙ্গে একাধিকবার মোবাইলে যোগাযোগের চেষ্টা করেও তাঁকে পাওয়া যায়নি।
জানতে চাইলে মান্দা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মনসুর রহমান বলেন, ‘সংবাদ পাওয়ার পর ঘটনাস্থল পরিদর্শন করা হয়েছে। জমিসংক্রান্ত বিরোধের বিষয়টি আমাদের জানা আছে। অভিযোগ পেয়েছি, তদন্ত করে ব্যবস্থা নেওয়া হবে।’
নওগাঁর মান্দায় বস্তাবন্দী অবস্থায় আব্দুল আজিজ মোল্লা (৫৫) নামের এক ব্যক্তিকে উদ্ধার করা হয়েছে। আজ সোমবার সকালে উপজেলার কশব ইউনিয়নের তালপাতিলা এলাকার গৌরাঙ্গ বিল থেকে মুমূর্ষু অবস্থায় স্থানীয় কৃষকেরা তাঁকে উদ্ধার করেন।
আব্দুল আজিজ মোল্লা তালপাতিলা গ্রামের মৃত সানাউল্লাহ মোল্লার ছেলে। বর্তমানে তিনি মান্দা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসাধীন।
ভুক্তভোগী পরিবারের অভিযোগ, জমিসংক্রান্ত বিরোধের জেরে আব্দুল আজিজ মোল্লাকে হত্যার চেষ্টা করেছিলেন সৎভাই নাসির উদ্দিন মোল্লাসহ তাঁর লোকজন।
চিকিৎসাধীন আব্দুল আজিজ মোল্লা জানান, তাঁর সৎভাই নাসির উদ্দিন মোল্লার সঙ্গে দীর্ঘদিন ধরে জমিজমা নিয়ে বিরোধ চলে আসছিল। বিষয়টি নিয়ে একাধিকবার সালিস হলেও কোনো সমাধান হয়নি।
আব্দুল আজিজ বলেন, ‘গতকাল রাতে তালপাতিলা মোড়ের মসজিদে এশার নামাজ পড়ে বের হওয়ার পর মোজাম্মেল হক মুজাম ও ইয়াদ আলী নামের দুই ব্যক্তি গল্প করার কথা বলে আমাকে নিয়ে রাস্তা ধরে হাঁটতে থাকেন। কিছু দূর এগোনোর পর হঠাৎ পেছন থেকে কেউ লাঠি দিয়ে আমার মাথায় আঘাত করে। এতে আমি জ্ঞান হারিয়ে ফেলি। পরে জানতে পারি, আমাকে বস্তায় ভরে মুখ, হাত-পা বেঁধে ফেলে রাখা হয়েছিল। সকালে কৃষকেরা আমাকে উদ্ধার করেন।’
তালপাতিলা গ্রামের কৃষক আব্দুর রকিব জানান, সকালে ধানখেতে সার দিতে গিয়ে বস্তার ভেতরে মানুষ দেখে চিৎকার করেন তিনি। পরে অন্যরা এসে আব্দুল আজিজকে উদ্ধার করেন।
এ বিষয়ে অভিযুক্ত নাসির উদ্দিন মোল্লার সঙ্গে একাধিকবার মোবাইলে যোগাযোগের চেষ্টা করেও তাঁকে পাওয়া যায়নি।
জানতে চাইলে মান্দা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মনসুর রহমান বলেন, ‘সংবাদ পাওয়ার পর ঘটনাস্থল পরিদর্শন করা হয়েছে। জমিসংক্রান্ত বিরোধের বিষয়টি আমাদের জানা আছে। অভিযোগ পেয়েছি, তদন্ত করে ব্যবস্থা নেওয়া হবে।’
রাঙামাটির সাজেকে চান্দের গাড়ি দুর্ঘটনায় ছাত্রী নিহতের ঘটনায় আগামীকাল বৃহস্পতিবার খুলনা বিশ্ববিদ্যালয়ের সব ক্লাস-পরীক্ষা বন্ধ ঘোষণা করা হয়েছে। বিশ্ববিদ্যালয়ের ছাত্রবিষয়ক পরিচালক অধ্যাপক ড. মো. নাজমুল সাদাত এ তথ্য জানিয়েছেন।
৩৭ মিনিট আগেচাঁদপুর পৌর কবরস্থানে দাফনের জন্য জীবিত নবজাতক রেখে যাওয়া এবং পরে মৃত্যুর ঘটনায় গ্রেপ্তার হন শহরের তালতলায় দি ইউনাইটেড হাসপাতালের ওয়ার্ড বয় ফারুক হোসেন গাজী (৪৫)। এই ঘটনায় হাসপাতালটির কার্যক্রম বন্ধ করে দিয়েছেন ভ্রাম্যমাণ আদালত। তবে ভর্তি থাকা রোগীদের ২৪ ঘণ্টার মধ্যে অন্য স্থানে সেবার ব্যবস্থা করার
১ ঘণ্টা আগেকক্সবাজারের চকরিয়া উপজেলায় অপহরণের শিকার নারীকে উদ্ধার করতে গিয়ে অস্ত্র-গুলিসহ রমজান আলী (৩৫) নামের এক ব্যক্তিকে গ্রেপ্তার করেছে পুলিশ। এ সময় অপহরণের শিকার নারীকে উদ্ধার করা হয়।
১ ঘণ্টা আগেনারায়ণগঞ্জের রূপগঞ্জে ঢাকা-সিলেট মহাসড়কে চাঁদাবাজি ও প্রবাসীদের মারধরের অভিযোগে তৃতীয় লিঙ্গের (হিজড়া) ১২ ব্যক্তিকে গ্রেপ্তার করেছে পুলিশ। আজ বুধবার দুপুরে উপজেলার কাঞ্চন পৌরসভার হাবিবনগর এলাকা ও রূপগঞ্জ ইউনিয়নের ফজুর বাড়ির মোড় থেকে তাঁদের গ্রেপ্তার করা হয়।
১ ঘণ্টা আগে