নওগাঁ প্রতিনিধি
নওগাঁ শহরের কাজীর মোড় এলাকায় একমাত্র ছেলের বিরুদ্ধে মাকে বাড়িতে ঢুকতে না দেওয়ার অভিযোগ উঠেছে। ছেলের বিরুদ্ধে এমন অভিযোগ এনে বাড়ির নিচতলায় গ্যারেজে বসে চোখের পানি ফেলছেন ৭০ বছরের বৃদ্ধা বিলকিস আক্তার।
আজ সোমবার (১৪ জুলাই) বিকেল সাড়ে ৫টার দিকে কাজীর মোড়ে ওই বাড়িতে গিয়ে কথা হয় বিলকিস আক্তারের সঙ্গে।
বিলকিস আক্তার বলেন, তাঁর স্বামী প্রায় ৩০ বছর আগে ১০ শতক জমির ওপর দোতলা বাড়ি নির্মাণ করেন। স্বামীর মৃত্যুর পর আইন অনুযায়ী তিন সন্তান ও তিনি বসতবাড়ির মালিক হন। কিন্তু ছেলে মোস্তাফিজুল ইসলাম সৌরভ জমির পুরো মালিকানা নিজের নামে নিতে চাপ দেন। রাজি না হওয়ায় শুরু হয় পারিবারিক বিরোধ।
বিলকিস আক্তার জানান, আজ বেলা ১১টায় নিজের ফ্ল্যাটে ফিরতে গেলে দেখেন, দোতলায় ওঠার সিঁড়িতে তালা লাগানো। ছেলেকে জানালে মোস্তাফিজুল সাফ জানিয়ে দেন, তাঁকে বাড়িতে ঢুকতে দেবেন না।
বিলকিস আক্তার বলেন, ‘আমি রোজা রেখেছি। সারা দিন গ্যারেজে বসে আছি। আমার স্বামীর স্মৃতির এই বাড়িতে বাকি জীবন কাটাতে চাই। আমার মেয়েরা তাদের অংশ আমার নামে লিখে দিয়েছে। এখন কাগজে-কলমে আমার মালিকানা বেশি। তবু ছেলে আমাকে ঢুকতে দিচ্ছে না।’
বিলকিস আক্তারের জামাতা আবুজার গাফফার বলেন, ‘আমার শ্যালক আগেও শাশুড়িকে নির্যাতন করেছে, গায়ে হাত তুলেছে। সেই ঘটনায় মামলা আছে। তার মানবতা বলে কিছু নেই। তাই ২০২৩ সালে আমার স্ত্রী ও শ্যালিকা জমির অংশ মায়ের নামে লিখে দিয়েছে। এখন শাশুড়ি প্রায় ৭০ শতাংশের মালিক। অথচ তাঁকে বাড়িতে ঢুকতে দিচ্ছে না।’
অভিযোগ স্বীকার করে ছেলে মোস্তাফিজুল ইসলাম বলেন, ‘বসতবাড়ি নিয়ে পারিবারিক কলহের জেরে মারামারি ও চাঁদাবাজির মামলা রয়েছে। আমার প্রাণনাশের চেষ্টা করা হয়েছিল। ওই ঘটনার পর মা স্বেচ্ছায় তাঁর মেয়ের বাসায় বসবাস করছেন। আদালতের নির্দেশে বড় বোনের জিম্মায় আছেন। এখন তিনি আমার জীবনের জন্য হুমকিস্বরূপ; তাই তাঁকে বাড়িতে ঢুকতে দিচ্ছি না। তিনি বাড়িতে থাকলে আবারও পারিবারিক কলহ ও মারামারি হতে পারে। তাই এই সিদ্ধান্ত নিয়েছি।’
বিকেলে ঘটনাস্থলে গেলে সাংবাদিকদের সামনে স্থানীয় মানবাধিকার কমিশনের সদস্যদের উপস্থিতিতে বিলকিস আক্তারকে বাড়ি থেকে ধাক্কা দিয়ে বের করে দেন মোস্তাফিজুল। সদস্যদের সঙ্গে দুর্ব্যবহার করেন তিনি।
জাতীয় মানবাধিকার কমিশনের নওগাঁ ইউনিটের সমন্বয়ক চন্দন দেব বলেন, এটি চরম মানবাধিকার লঙ্ঘন। প্রশাসনের দ্রুত হস্তক্ষেপ দরকার।
মানবাধিকারকর্মী নাইস পারভীন বলেন, নিজের মাকে বাড়িতে ঢুকতে না দেওয়া, দায়িত্ব না নেওয়া অমানবিক ও আইনের লঙ্ঘন।
এদিকে সন্ধ্যায় বিলকিস আক্তার নওগাঁ সদর থানায় লিখিত অভিযোগ করেন। নওগাঁ সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) নূরে আলম বলেন, অভিযোগ আমলে নেওয়া হয়েছে। বিষয়টি তদন্ত করে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।
নওগাঁ শহরের কাজীর মোড় এলাকায় একমাত্র ছেলের বিরুদ্ধে মাকে বাড়িতে ঢুকতে না দেওয়ার অভিযোগ উঠেছে। ছেলের বিরুদ্ধে এমন অভিযোগ এনে বাড়ির নিচতলায় গ্যারেজে বসে চোখের পানি ফেলছেন ৭০ বছরের বৃদ্ধা বিলকিস আক্তার।
আজ সোমবার (১৪ জুলাই) বিকেল সাড়ে ৫টার দিকে কাজীর মোড়ে ওই বাড়িতে গিয়ে কথা হয় বিলকিস আক্তারের সঙ্গে।
বিলকিস আক্তার বলেন, তাঁর স্বামী প্রায় ৩০ বছর আগে ১০ শতক জমির ওপর দোতলা বাড়ি নির্মাণ করেন। স্বামীর মৃত্যুর পর আইন অনুযায়ী তিন সন্তান ও তিনি বসতবাড়ির মালিক হন। কিন্তু ছেলে মোস্তাফিজুল ইসলাম সৌরভ জমির পুরো মালিকানা নিজের নামে নিতে চাপ দেন। রাজি না হওয়ায় শুরু হয় পারিবারিক বিরোধ।
বিলকিস আক্তার জানান, আজ বেলা ১১টায় নিজের ফ্ল্যাটে ফিরতে গেলে দেখেন, দোতলায় ওঠার সিঁড়িতে তালা লাগানো। ছেলেকে জানালে মোস্তাফিজুল সাফ জানিয়ে দেন, তাঁকে বাড়িতে ঢুকতে দেবেন না।
বিলকিস আক্তার বলেন, ‘আমি রোজা রেখেছি। সারা দিন গ্যারেজে বসে আছি। আমার স্বামীর স্মৃতির এই বাড়িতে বাকি জীবন কাটাতে চাই। আমার মেয়েরা তাদের অংশ আমার নামে লিখে দিয়েছে। এখন কাগজে-কলমে আমার মালিকানা বেশি। তবু ছেলে আমাকে ঢুকতে দিচ্ছে না।’
বিলকিস আক্তারের জামাতা আবুজার গাফফার বলেন, ‘আমার শ্যালক আগেও শাশুড়িকে নির্যাতন করেছে, গায়ে হাত তুলেছে। সেই ঘটনায় মামলা আছে। তার মানবতা বলে কিছু নেই। তাই ২০২৩ সালে আমার স্ত্রী ও শ্যালিকা জমির অংশ মায়ের নামে লিখে দিয়েছে। এখন শাশুড়ি প্রায় ৭০ শতাংশের মালিক। অথচ তাঁকে বাড়িতে ঢুকতে দিচ্ছে না।’
অভিযোগ স্বীকার করে ছেলে মোস্তাফিজুল ইসলাম বলেন, ‘বসতবাড়ি নিয়ে পারিবারিক কলহের জেরে মারামারি ও চাঁদাবাজির মামলা রয়েছে। আমার প্রাণনাশের চেষ্টা করা হয়েছিল। ওই ঘটনার পর মা স্বেচ্ছায় তাঁর মেয়ের বাসায় বসবাস করছেন। আদালতের নির্দেশে বড় বোনের জিম্মায় আছেন। এখন তিনি আমার জীবনের জন্য হুমকিস্বরূপ; তাই তাঁকে বাড়িতে ঢুকতে দিচ্ছি না। তিনি বাড়িতে থাকলে আবারও পারিবারিক কলহ ও মারামারি হতে পারে। তাই এই সিদ্ধান্ত নিয়েছি।’
বিকেলে ঘটনাস্থলে গেলে সাংবাদিকদের সামনে স্থানীয় মানবাধিকার কমিশনের সদস্যদের উপস্থিতিতে বিলকিস আক্তারকে বাড়ি থেকে ধাক্কা দিয়ে বের করে দেন মোস্তাফিজুল। সদস্যদের সঙ্গে দুর্ব্যবহার করেন তিনি।
জাতীয় মানবাধিকার কমিশনের নওগাঁ ইউনিটের সমন্বয়ক চন্দন দেব বলেন, এটি চরম মানবাধিকার লঙ্ঘন। প্রশাসনের দ্রুত হস্তক্ষেপ দরকার।
মানবাধিকারকর্মী নাইস পারভীন বলেন, নিজের মাকে বাড়িতে ঢুকতে না দেওয়া, দায়িত্ব না নেওয়া অমানবিক ও আইনের লঙ্ঘন।
এদিকে সন্ধ্যায় বিলকিস আক্তার নওগাঁ সদর থানায় লিখিত অভিযোগ করেন। নওগাঁ সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) নূরে আলম বলেন, অভিযোগ আমলে নেওয়া হয়েছে। বিষয়টি তদন্ত করে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।
চট্টগ্রামের কর্ণফুলীতে নিষিদ্ধঘোষিত দলের লোকজনকে বাসা ভাড়া না দিতে মাইকিং করেছে পুলিশ। কোনো ভাড়াটিয়া নিষিদ্ধঘোষিত দলের সদস্য হিসেবে সন্ত্রাসী কর্মকাণ্ডে আটক হলে সেই বাড়ির মালিককে সন্ত্রাসী কর্মকাণ্ডের সহযোগী হিসেবে আটক করা হবে মাইকিংয়ে বলা হয়েছে।
১ ঘণ্টা আগেপটুয়াখালীর কুয়াকাটা সমুদ্রসৈকতে গোসলের সময় নারী পর্যটকদের ভিডিও ধারণ ও অশ্লীল কথাবার্তার দায়ে মো. রুবেল (৩০) নামের এক যুবকের এক মাসের বিনাশ্রম কারাদণ্ড দিয়েছেন ভ্রাম্যমাণ আদালত। বুধবার (১৭ সেপ্টেম্বর) দুপুরে সৈকতের জিরো পয়েন্ট এলাকায় ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করেন নির্বাহী ম্যাজিস্ট্রেট...
১ ঘণ্টা আগেকক্সবাজার থেকে যাত্রীবেশে পাকস্থলীতে করে ইয়াবা বড়ি নিয়ে এসে ধরা পড়েছেন রাজু মোল্লা নামের এক মাদক কারবারি। এ ঘটনায় তাঁর বিরুদ্ধে বিমানবন্দর থানায় মামলা হয়েছে।
২ ঘণ্টা আগেরাঙামাটির সাজেকে চান্দের গাড়ি দুর্ঘটনায় ছাত্রী নিহতের ঘটনায় আগামীকাল বৃহস্পতিবার খুলনা বিশ্ববিদ্যালয়ের সব ক্লাস-পরীক্ষা বন্ধ ঘোষণা করা হয়েছে। বিশ্ববিদ্যালয়ের ছাত্রবিষয়ক পরিচালক অধ্যাপক ড. মো. নাজমুল সাদাত এ তথ্য জানিয়েছেন।
৩ ঘণ্টা আগে