Ajker Patrika

অবরোধ সামনে রেখে টহলে বের হয়ে তিন পুলিশসহ আহত ৪ 

সরিষাবাড়ী (জামালপুর) প্রতিনিধি
আপডেট : ১২ নভেম্বর ২০২৩, ০৯: ৪১
অবরোধ সামনে রেখে টহলে বের হয়ে তিন পুলিশসহ আহত ৪ 

অবরোধ সামনে রেখে জামালপুরের সরিষাবাড়ীতে নিরাপত্তা জোরদারে টহলে বের হয়ে তিন পুলিশ সদস্যসহ চার জন আহত হয়েছেন। আজ শনিবার রাত ৯টার দিকে পৌরসভা এলাকার এলিন ট্রেড সেন্টারের সামনে প্রধান সড়কে এ ঘটনা ঘটে। সরিষাবাড়ী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মুশফিকুর রহমান দুর্ঘটনার বিষয়টি নিশ্চিত করেছেন। 

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, রোববারের অবরোধ সামনে রেখে নিরাপত্তা জোরদার করতে আজ শনিবার রাতে টহলে বের হয় সরিষাবাড়ী থানার পুলিশ। পথে পৌরসভার এলিন ট্রেড সেন্টারের সামনে পৌঁছালে বিপরীত দিক থেকে আসা একটি নছিমন প্রধান সড়কের মাঝে উল্টে যায়। এতে পুলিশি টহলে অংশ নেওয়া দুটি মোটরসাইকেলের তিন পুলিশ সদস্যসহ নছিমনচালক আহত হন। 

আহতরা হলেন পুলিশের উপপরিদর্শক (এসআই) মুর্শেদ আলম, এসআই কামরুজ্জামান, সহকারী উপপরিদর্শক (এএসআই) নাঈমুর রহমান ও নছিমনচালক বাবলু মিয়া (৪৫)। আহতদের সরিষাবাড়ী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়। অবস্থার আরও অবনতি হলে উন্নত চিকিৎসার জন্য কামরুজ্জামান (এসআই) ও সহকারী উপপরিদর্শক (এএসআই) নাঈমুর রহমানকে জামালপুর জেলা হাসপাতালে নেওয়া হয়। 

এ ব্যাপারে সরিষাবাড়ী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মুশফিকুর রহমান বলেন, ‘রোববারের অবরোধে নাশকতা রোধে নিরাপত্তা জোরদার করতে পুলিশ টহল বের করা হয়। টহলের সামনে একটি চলন্ত নছিমন হঠাৎ উল্টে রাস্তার মাঝে পড়ে যায়। এ কারণে মোটরসাইকেলে থাকা তিন পুলিশ সদস্য আহত হন।’

 

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

‘ভারতে ঢুকে’ পাকিস্তানি সেনাদের গুলি, সীমান্তে সংঘাত গড়াল ষষ্ঠ দিনে

বন্ধুকে ছাত্রলীগ সাজিয়ে পুলিশে দিয়ে তাঁর প্রেমিকাকে ধর্ষণ করলেন ছাত্রদল নেতা

বিবাহিতদের পুলিশ ক্যাডারে না নেওয়ার প্রস্তাব র‍্যাব ডিজির

পরিপাকতন্ত্রের ওষুধের পেছনেই মানুষের ব্যয় সাড়ে ৫ হাজার কোটি টাকা

পেহেলগাম হামলা: ধরা খেয়ে গেল মোদির কাশ্মীর ন্যারেটিভ

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত