Ajker Patrika

বকশীগঞ্জ কীটনাশক পানে যুবকের আত্মহত্যা

বকশীগঞ্জ (জামালপুর) প্রতিনিধি
বকশীগঞ্জ কীটনাশক পানে যুবকের আত্মহত্যা

জামালপুরের বকশীগঞ্জে কীটনাশক পানে শাহ জামাল (৩০) নামে এক যুবক আত্মহত্যা করেছেন। আজ সোমবার সকালে ময়মনসিংহ মেডিকেল কলেজ (মমেক) হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মারা যান তিনি। 

মৃত শাহ জামাল মেরুরচর ইউনিয়নের রবিয়ারচর গ্রামের হুদা শেখের ছেলে। 

পরিবারের লোকজন জানান, প্রায়ই জামালের সঙ্গে তাঁর স্ত্রীর ঝগড়া লেগে থাকত। গতকাল রোববার সন্ধ্যার দিকেও স্ত্রীর সঙ্গে জামালের কথা-কাটাকাটি হয়। একপর্যায়ে ঘরে থাকা কীটনাশক পান করেন তিনি। এতে গুরুতর আহত হন জামাল। বিষয়টি বুঝতে পেরে পরিবারের লোকজন তাঁকে উদ্ধার করে বকশীগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যায়। এ সময় তাঁর অবস্থার অবনতি হলে কর্তব্যরত চিকিৎসক জামালকে মমেক হাসপাতালে রেফার্ড করেন। সেখানে চিকিৎসাধীন অবস্থায় আজ সকালে মারা যান তিনি। 

বকশীগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ তরিকুল ইসলাম বিষয়টি নিশ্চিত করে বলেন, কীটনাশক পানে এক যুবক মারা গেছেন বলে জানতে পেরেছি। তবে, এ বিষয়ে এখন পর্যন্ত কেউ কোনো অভিযোগ করেনি। অভিযোগ পেলে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে। 

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

মামলার আসামিসহ বিএসইসির ২২ কর্মকর্তাকে বরখাস্তের সিদ্ধান্ত

‘ভারতে ঢুকে’ পাকিস্তানি সেনাদের গুলি, সীমান্তে সংঘাত গড়াল ষষ্ঠ দিনে

অভিনেতা সিদ্দিককে মারধর করে থানায় সোপর্দ, ছিঁড়ে ফেলা হয় পরনের পোশাক

এনবিআর চেয়ারম্যানের কক্ষের সামনে কর্মকর্তাদের অবস্থান

ঐকমত্য কমিশনের সদস্যদের তেলের বরাদ্দ ২৫০ থেকে বেড়ে ৫০০ লিটার

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত