মহিউদ্দিন রানা, ঈশ্বরগঞ্জ (ময়মনসিংহ)
‘এক টাকায় শিঙাড়া-পেঁয়াজু’ শুনেই অনেকে বিস্মিত হন। এ কথা শুনে কৌতূহলের বশে হলেও আসেন অনেকে। ঈশ্বরগঞ্জ উপজেলার মাইজবাগ ইউনিয়নের হারুয়া বাজারে গেলেই মিলবে এমন দৃশ্য। এক টাকার শিঙাড়া-পেঁয়াজু বিক্রি করেন প্রদীপ (৬০)। তাঁর বাড়ি একই ইউনিয়নের বড়জোড়া গ্রামে।
সরেজমিনে দেখা যায়, কঠোর লকডাউনে এলাকা ফাঁকা থাকলেও জীবিকার তাগিদে শিঙাড়া–পেঁয়াজু নিয়ে বসে আছেন প্রদীপ। ছোট একটি কাঠের চৌকির ওপর বসে ক্রেতার অপেক্ষা করছিলেন তিনি। লকডাউনে দোকানপাট বন্ধ থাকলেও জীবিকার তাগিদে দোকান বসাতে হয়েছে তাঁকে। তবে আশানুরূপ বিক্রি না হওয়ায় দুশ্চিন্তার ভাঁজ তাঁর চোখে-মুখে।
প্রদীপ জানান, স্ত্রী এবং দুই ছেলেকে নিয়ে তাঁর সংসার। নিজের সহায়-সম্পদ বলতে ভিটেমাটি ছাড়া আর কিছুই নেই। দীর্ঘ পনেরো-ষোলো বছর ধরে হারুয়া বাজারে এক টাকার শিঙাড়া-পেঁয়াজু বিক্রি করে কোনোমতে সংসার চলে তাঁর। লকডাউনে তাও বিক্রি না হওয়ায় কষ্টে দিন চলছে তাঁর।
এ সময় এক টাকায় বিক্রির কারণ জানতে চাইলে প্রদীপ বলেন, ‘আমার এই ব্যবসা প্রায় পনেরো-ষোলো বছরের। এই দীর্ঘ সময় এক টাকায় শিঙাড়া-পেঁয়াজু বেচতে বেচতে এক টাকার শিঙাড়াওয়ালা হিসেবে আমার একটা পরিচিতি হয়ে গেছে। এক টাকার কথা শুনে কৌতূহলের বশে দূর থেকেও অনেকে ছুটে আসে। শেষ বয়সে এগুলোর দাম বাড়ালে পরিচিতি এবং সুনাম দুটোই নষ্ট হবে। তাই দাম বাড়াইনি।’
ক্রেতা আব্দুল্লাহ আল মামুন বলেন, ‘বর্তমানে ৫ টাকার নিচে ফকির-মিসকিনও ভিক্ষা নেয় না। সেখানে উনি এক টাকার দামের শিঙাড়া পেঁয়াজু বিক্রি করছেন। দাম কম থাকলেও ওনার খাবার অনেক সুস্বাদু। তবে লকডাউন থাকায় বিক্রি কমেছে।’
স্থানীয় বাসিন্দা কাজী রতন বলেন, ‘বিশ-পঁচিশ বছর আগেও দেখেছি প্রদীপ নিজের তৈরি মুড়ি ভাজা গ্রামে ঘুরে ঘুরে বিক্রি করতেন। এক যুগের বেশি সময় ধরে সে এক টাকার শিঙাড়া-পেঁয়াজু বিক্রি করছে। দাম কম থাকলেও এগুলোর মান খুবই ভালো।’
আব্দুর রহমান নামের এক বৃদ্ধ জানান, ‘এক টাকায় শিঙাড়া বেচে প্রদীপ এখন এক টাকার শিঙাড়াওয়ালা হিসেবে সবার কাছে পরিচিত। বাজারের জিনিসপত্রের দাম বাড়লেও এত অল্প টাকায় শিঙাড়া বিক্রি করে ঈশ্বরগঞ্জের ঐতিহ্যকে ধরে রেখেছে প্রদীপ।’
‘এক টাকায় শিঙাড়া-পেঁয়াজু’ শুনেই অনেকে বিস্মিত হন। এ কথা শুনে কৌতূহলের বশে হলেও আসেন অনেকে। ঈশ্বরগঞ্জ উপজেলার মাইজবাগ ইউনিয়নের হারুয়া বাজারে গেলেই মিলবে এমন দৃশ্য। এক টাকার শিঙাড়া-পেঁয়াজু বিক্রি করেন প্রদীপ (৬০)। তাঁর বাড়ি একই ইউনিয়নের বড়জোড়া গ্রামে।
সরেজমিনে দেখা যায়, কঠোর লকডাউনে এলাকা ফাঁকা থাকলেও জীবিকার তাগিদে শিঙাড়া–পেঁয়াজু নিয়ে বসে আছেন প্রদীপ। ছোট একটি কাঠের চৌকির ওপর বসে ক্রেতার অপেক্ষা করছিলেন তিনি। লকডাউনে দোকানপাট বন্ধ থাকলেও জীবিকার তাগিদে দোকান বসাতে হয়েছে তাঁকে। তবে আশানুরূপ বিক্রি না হওয়ায় দুশ্চিন্তার ভাঁজ তাঁর চোখে-মুখে।
প্রদীপ জানান, স্ত্রী এবং দুই ছেলেকে নিয়ে তাঁর সংসার। নিজের সহায়-সম্পদ বলতে ভিটেমাটি ছাড়া আর কিছুই নেই। দীর্ঘ পনেরো-ষোলো বছর ধরে হারুয়া বাজারে এক টাকার শিঙাড়া-পেঁয়াজু বিক্রি করে কোনোমতে সংসার চলে তাঁর। লকডাউনে তাও বিক্রি না হওয়ায় কষ্টে দিন চলছে তাঁর।
এ সময় এক টাকায় বিক্রির কারণ জানতে চাইলে প্রদীপ বলেন, ‘আমার এই ব্যবসা প্রায় পনেরো-ষোলো বছরের। এই দীর্ঘ সময় এক টাকায় শিঙাড়া-পেঁয়াজু বেচতে বেচতে এক টাকার শিঙাড়াওয়ালা হিসেবে আমার একটা পরিচিতি হয়ে গেছে। এক টাকার কথা শুনে কৌতূহলের বশে দূর থেকেও অনেকে ছুটে আসে। শেষ বয়সে এগুলোর দাম বাড়ালে পরিচিতি এবং সুনাম দুটোই নষ্ট হবে। তাই দাম বাড়াইনি।’
ক্রেতা আব্দুল্লাহ আল মামুন বলেন, ‘বর্তমানে ৫ টাকার নিচে ফকির-মিসকিনও ভিক্ষা নেয় না। সেখানে উনি এক টাকার দামের শিঙাড়া পেঁয়াজু বিক্রি করছেন। দাম কম থাকলেও ওনার খাবার অনেক সুস্বাদু। তবে লকডাউন থাকায় বিক্রি কমেছে।’
স্থানীয় বাসিন্দা কাজী রতন বলেন, ‘বিশ-পঁচিশ বছর আগেও দেখেছি প্রদীপ নিজের তৈরি মুড়ি ভাজা গ্রামে ঘুরে ঘুরে বিক্রি করতেন। এক যুগের বেশি সময় ধরে সে এক টাকার শিঙাড়া-পেঁয়াজু বিক্রি করছে। দাম কম থাকলেও এগুলোর মান খুবই ভালো।’
আব্দুর রহমান নামের এক বৃদ্ধ জানান, ‘এক টাকায় শিঙাড়া বেচে প্রদীপ এখন এক টাকার শিঙাড়াওয়ালা হিসেবে সবার কাছে পরিচিত। বাজারের জিনিসপত্রের দাম বাড়লেও এত অল্প টাকায় শিঙাড়া বিক্রি করে ঈশ্বরগঞ্জের ঐতিহ্যকে ধরে রেখেছে প্রদীপ।’
কক্সবাজারে সরকারি সফরে এসে ‘অসুস্থ হয়ে পড়ায়’ সংস্কৃতি উপদেষ্টা মোস্তফা সরয়ার ফারুকীকে এয়ার অ্যাম্বুলেন্স যোগে ঢাকায় পাঠানো হয়েছে। শনিবার রাত সাড়ে ১০ টার পরপরই তাকে নিয়ে কক্সবাজার বিমানবন্দর থেকে এয়ার অ্যাম্বুলেন্সটি ঢাকার উদ্দেশ্যে রওনা দেয়।
৩৯ মিনিট আগেরবীন্দ্র বিশ্ববিদ্যালয়ের স্থায়ী ক্যাম্পাসের উন্নয়ন প্রকল্প প্রস্তাবনা (ডিপিপি) আগামী একনেক সভায় অনুমোদনের দাবিতে অনশন করছেন শিক্ষার্থীরা। অনশনে অংশ নেওয়া দুই শিক্ষার্থী অসুস্থ হয়ে পড়েছেন।
১ ঘণ্টা আগেরংপুরের গঙ্গাচড়ায় নিখোঁজের এক দিন পর অবৈধ বালু পয়েন্টে দুই শিশুর লাশ উদ্ধারের ঘটনায় এজাহারনামীয় এক আসামিকে গ্রেপ্তার করেছে র্যাব-১৩। গ্রেপ্তার মনু মিয়া (২৮) উপজেলার সিটপাইকন এলাকার আনোয়ারুল ইসলামের ছেলে।
২ ঘণ্টা আগেযশোরের শার্শা উপজেলায় যাত্রীবাহী বাসের ধাক্কায় আব্দুল হামিদ (৪০) নামের এক ভ্যানচালক নিহত হয়েছেন। আজ শনিবার (১৬ আগস্ট) বিকেলে যশোর-বেনাপোল মহাসড়কের শার্শা বাজারে এই দুর্ঘটনা ঘটে। এই ঘটনায় নুর ইসলাম (৫৫) নামের আরেকজন আহত হন।
২ ঘণ্টা আগে