মদন (নেত্রকোনা) প্রতিনিধি
নেত্রকোনার মদন উপজেলায় এক বিজিবি সদস্যের বিরুদ্ধে ছুটিতে এসে অন্তঃসত্ত্বা নারীকে মারধরের অভিযোগ উঠেছে। এ ঘটনায় ভুক্তভোগী ওই নারীর ভাই আমিন খান বিজিবি সদস্য ওয়াসিম মিয়াসহ ৬ জনের বিরুদ্ধে আজ শনিবার মদন থানায় একটি লিখিত অভিযোগ দায়ের করেছেন।
অভিযোগ সূত্রে জানা গেছে, গত বৃহস্পতিবার রাতে উপজেলার দৌলতপুর গ্রামে এই মারধরের ঘটনা ঘটে। অভিযুক্ত ওয়াসিম মিয়া একই উপজেলার মাঘান ইউনিয়নের কাতলা গ্রামের তাহের ব্যাপারীর ছেলে। তিনি বান্দরবান জেলায় বর্ডার গার্ড বাংলাদেশে (বিজিবি) কর্মরত।
স্থানীয় লোকজন ও পুলিশ সূত্রে জানা গেছে, ওয়াসিম মিয়া দৌলতপুর গ্রামের অবসরপ্রাপ্ত সেনা সদস্য ফারুক খানের মেয়ের জামাই। সরকারি ছুটিতে তিনি শ্বশুরবাড়িতে বেড়াতে আসেন। গত বৃহস্পতিবার রাতে প্রতিবেশী ভুক্তভোগী ওই নারীর সঙ্গে তর্কবিতর্ক হয় ওয়াসিম ও তার শ্যালক তারিন মিয়ার। একপর্যায়ে ওয়াসিম মিয়াসহ তারা কয়েকজন উত্তেজিত হয়ে অন্তঃসত্ত্বা ওই নারীকে মারধর করে। এতে ভুক্তভোগী আহত হলে স্থানীয় লোকজন রাতেই তাঁকে মদন হাসপাতালে ভর্তি করে।
ভুক্তভোগী নারী বলেন, ‘ওয়াসিম প্রায় সময়েই আমাদের হুমকি-ধমকি দেয়। এবার ছুটি পেয়ে বেড়াতে এসে পূর্বের তুচ্ছ বিষয় নিয়ে গালমন্দ শুরু করে। একপর্যায়ে আমাকে মারপিট করে। আমি ৬ মাসের অন্তঃসত্ত্বা। মারপিট করার পর থেকেই পেটে ব্যথা অনুভব করছি। আমি এর বিচার দাবি করছি।’
জানতে চাইলে অভিযুক্ত ওয়াসিম মিয়া বলেন, ‘আমি ছুটি পেয়ে শ্বশুর বাড়িতে বেড়াতে এসেছি। বৃহস্পতিবার রাতে তাদের নিজেদের মধ্যে হাতাহাতির ঘটনা ঘটেছে। এ ঘটনায় আমি জড়িত না। তারা আমার ওপর মিথ্যা অভিযোগ তুলেছে।’
মদন উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা হুমায়ূন কবীর বলেন, ‘মারপিটে আহত হয়ে বৃহস্পতিবার রাতে ভুক্তভোগী অন্তঃসত্ত্বা নারী হাসপাতালে ভর্তি হয়েছেন। বর্তমানে তিনি চিকিৎসাধীন রয়েছেন।’
মদন থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মুহাম্মদ ফেরদৌস আলম আজকের পত্রিকাকে বলেন, ‘এ ব্যাপারে একটি লিখিত অভিযোগ পেয়েছি। তদন্ত সাপেক্ষে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।’
নেত্রকোনার মদন উপজেলায় এক বিজিবি সদস্যের বিরুদ্ধে ছুটিতে এসে অন্তঃসত্ত্বা নারীকে মারধরের অভিযোগ উঠেছে। এ ঘটনায় ভুক্তভোগী ওই নারীর ভাই আমিন খান বিজিবি সদস্য ওয়াসিম মিয়াসহ ৬ জনের বিরুদ্ধে আজ শনিবার মদন থানায় একটি লিখিত অভিযোগ দায়ের করেছেন।
অভিযোগ সূত্রে জানা গেছে, গত বৃহস্পতিবার রাতে উপজেলার দৌলতপুর গ্রামে এই মারধরের ঘটনা ঘটে। অভিযুক্ত ওয়াসিম মিয়া একই উপজেলার মাঘান ইউনিয়নের কাতলা গ্রামের তাহের ব্যাপারীর ছেলে। তিনি বান্দরবান জেলায় বর্ডার গার্ড বাংলাদেশে (বিজিবি) কর্মরত।
স্থানীয় লোকজন ও পুলিশ সূত্রে জানা গেছে, ওয়াসিম মিয়া দৌলতপুর গ্রামের অবসরপ্রাপ্ত সেনা সদস্য ফারুক খানের মেয়ের জামাই। সরকারি ছুটিতে তিনি শ্বশুরবাড়িতে বেড়াতে আসেন। গত বৃহস্পতিবার রাতে প্রতিবেশী ভুক্তভোগী ওই নারীর সঙ্গে তর্কবিতর্ক হয় ওয়াসিম ও তার শ্যালক তারিন মিয়ার। একপর্যায়ে ওয়াসিম মিয়াসহ তারা কয়েকজন উত্তেজিত হয়ে অন্তঃসত্ত্বা ওই নারীকে মারধর করে। এতে ভুক্তভোগী আহত হলে স্থানীয় লোকজন রাতেই তাঁকে মদন হাসপাতালে ভর্তি করে।
ভুক্তভোগী নারী বলেন, ‘ওয়াসিম প্রায় সময়েই আমাদের হুমকি-ধমকি দেয়। এবার ছুটি পেয়ে বেড়াতে এসে পূর্বের তুচ্ছ বিষয় নিয়ে গালমন্দ শুরু করে। একপর্যায়ে আমাকে মারপিট করে। আমি ৬ মাসের অন্তঃসত্ত্বা। মারপিট করার পর থেকেই পেটে ব্যথা অনুভব করছি। আমি এর বিচার দাবি করছি।’
জানতে চাইলে অভিযুক্ত ওয়াসিম মিয়া বলেন, ‘আমি ছুটি পেয়ে শ্বশুর বাড়িতে বেড়াতে এসেছি। বৃহস্পতিবার রাতে তাদের নিজেদের মধ্যে হাতাহাতির ঘটনা ঘটেছে। এ ঘটনায় আমি জড়িত না। তারা আমার ওপর মিথ্যা অভিযোগ তুলেছে।’
মদন উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা হুমায়ূন কবীর বলেন, ‘মারপিটে আহত হয়ে বৃহস্পতিবার রাতে ভুক্তভোগী অন্তঃসত্ত্বা নারী হাসপাতালে ভর্তি হয়েছেন। বর্তমানে তিনি চিকিৎসাধীন রয়েছেন।’
মদন থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মুহাম্মদ ফেরদৌস আলম আজকের পত্রিকাকে বলেন, ‘এ ব্যাপারে একটি লিখিত অভিযোগ পেয়েছি। তদন্ত সাপেক্ষে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।’
যশোরের মনিরামপুর উপজেলার পলাশী পূর্বপাড়ার ভ্যানচালক মিজানুর রহমান জ্বর-ব্যথা নিয়ে গিয়েছিলেন পাশের বাসুদেবপুর কমিউনিটি ক্লিনিকে। সেখানে কমিউনিটি হেলথকেয়ার প্রোভাইডার (সিএইচসিপি) মিতা রাণী দত্ত রোগের কথা শুনেই তাঁকে স্থানীয় পল্লিচিকিৎসক বা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে যাওয়ার পরামর্শ দেন।
১ ঘণ্টা আগেদীর্ঘদিন সংস্কার না করায় রাজধানীর জুরাইন-দয়াগঞ্জ সড়কটি বেহাল হয়ে পড়েছে। সড়কের গেন্ডারিয়া রেলস্টেশনের সামনের অংশে অসংখ্য খানাখন্দ সৃষ্টি হয়েছে। এসব খানাখন্দ কোথাও কোথাও এক থেকে দেড় ফুট পর্যন্ত গভীর। বৃষ্টির পানি জমে সেসব গর্ত পুকুরের রূপ ধারণ করেছে।
২ ঘণ্টা আগেঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ (ডাকসু) নির্বাচন আগামী ৯ সেপ্টেম্বর। এই নির্বাচনের মাত্র এক মাস আগে বিশ্ববিদ্যালয়ের হলগুলোতে ছাত্র রাজনীতিতে নিষেধাজ্ঞা বহাল রাখায় ক্যাম্পাসে সক্রিয় ছাত্রসংগঠনগুলোর মধ্যে বিরোধ আরও বেড়েছে।
৩ ঘণ্টা আগেরাজধানীর নিউমার্কেট এলাকার বিভিন্ন দোকান ও গুদামে অভিযান চালিয়ে প্রায় ১ হাজার ১০০টি ধারালো অস্ত্র উদ্ধার করেছে সেনাবাহিনী। উদ্ধারকৃত অস্ত্রগুলোর মধ্যে রয়েছে কিশোর গ্যাং ও ছিনতাইকারীদের ব্যবহৃত কুখ্যাত ‘সামুরাই’ চাপাতি ও অন্যান্য ধারালো অস্ত্র।
৫ ঘণ্টা আগে