মদন (নেত্রকোনা) প্রতিনিধি
নেত্রকোনার মদন উপজেলায় এক বিজিবি সদস্যের বিরুদ্ধে ছুটিতে এসে অন্তঃসত্ত্বা নারীকে মারধরের অভিযোগ উঠেছে। এ ঘটনায় ভুক্তভোগী ওই নারীর ভাই আমিন খান বিজিবি সদস্য ওয়াসিম মিয়াসহ ৬ জনের বিরুদ্ধে আজ শনিবার মদন থানায় একটি লিখিত অভিযোগ দায়ের করেছেন।
অভিযোগ সূত্রে জানা গেছে, গত বৃহস্পতিবার রাতে উপজেলার দৌলতপুর গ্রামে এই মারধরের ঘটনা ঘটে। অভিযুক্ত ওয়াসিম মিয়া একই উপজেলার মাঘান ইউনিয়নের কাতলা গ্রামের তাহের ব্যাপারীর ছেলে। তিনি বান্দরবান জেলায় বর্ডার গার্ড বাংলাদেশে (বিজিবি) কর্মরত।
স্থানীয় লোকজন ও পুলিশ সূত্রে জানা গেছে, ওয়াসিম মিয়া দৌলতপুর গ্রামের অবসরপ্রাপ্ত সেনা সদস্য ফারুক খানের মেয়ের জামাই। সরকারি ছুটিতে তিনি শ্বশুরবাড়িতে বেড়াতে আসেন। গত বৃহস্পতিবার রাতে প্রতিবেশী ভুক্তভোগী ওই নারীর সঙ্গে তর্কবিতর্ক হয় ওয়াসিম ও তার শ্যালক তারিন মিয়ার। একপর্যায়ে ওয়াসিম মিয়াসহ তারা কয়েকজন উত্তেজিত হয়ে অন্তঃসত্ত্বা ওই নারীকে মারধর করে। এতে ভুক্তভোগী আহত হলে স্থানীয় লোকজন রাতেই তাঁকে মদন হাসপাতালে ভর্তি করে।
ভুক্তভোগী নারী বলেন, ‘ওয়াসিম প্রায় সময়েই আমাদের হুমকি-ধমকি দেয়। এবার ছুটি পেয়ে বেড়াতে এসে পূর্বের তুচ্ছ বিষয় নিয়ে গালমন্দ শুরু করে। একপর্যায়ে আমাকে মারপিট করে। আমি ৬ মাসের অন্তঃসত্ত্বা। মারপিট করার পর থেকেই পেটে ব্যথা অনুভব করছি। আমি এর বিচার দাবি করছি।’
জানতে চাইলে অভিযুক্ত ওয়াসিম মিয়া বলেন, ‘আমি ছুটি পেয়ে শ্বশুর বাড়িতে বেড়াতে এসেছি। বৃহস্পতিবার রাতে তাদের নিজেদের মধ্যে হাতাহাতির ঘটনা ঘটেছে। এ ঘটনায় আমি জড়িত না। তারা আমার ওপর মিথ্যা অভিযোগ তুলেছে।’
মদন উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা হুমায়ূন কবীর বলেন, ‘মারপিটে আহত হয়ে বৃহস্পতিবার রাতে ভুক্তভোগী অন্তঃসত্ত্বা নারী হাসপাতালে ভর্তি হয়েছেন। বর্তমানে তিনি চিকিৎসাধীন রয়েছেন।’
মদন থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মুহাম্মদ ফেরদৌস আলম আজকের পত্রিকাকে বলেন, ‘এ ব্যাপারে একটি লিখিত অভিযোগ পেয়েছি। তদন্ত সাপেক্ষে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।’
নেত্রকোনার মদন উপজেলায় এক বিজিবি সদস্যের বিরুদ্ধে ছুটিতে এসে অন্তঃসত্ত্বা নারীকে মারধরের অভিযোগ উঠেছে। এ ঘটনায় ভুক্তভোগী ওই নারীর ভাই আমিন খান বিজিবি সদস্য ওয়াসিম মিয়াসহ ৬ জনের বিরুদ্ধে আজ শনিবার মদন থানায় একটি লিখিত অভিযোগ দায়ের করেছেন।
অভিযোগ সূত্রে জানা গেছে, গত বৃহস্পতিবার রাতে উপজেলার দৌলতপুর গ্রামে এই মারধরের ঘটনা ঘটে। অভিযুক্ত ওয়াসিম মিয়া একই উপজেলার মাঘান ইউনিয়নের কাতলা গ্রামের তাহের ব্যাপারীর ছেলে। তিনি বান্দরবান জেলায় বর্ডার গার্ড বাংলাদেশে (বিজিবি) কর্মরত।
স্থানীয় লোকজন ও পুলিশ সূত্রে জানা গেছে, ওয়াসিম মিয়া দৌলতপুর গ্রামের অবসরপ্রাপ্ত সেনা সদস্য ফারুক খানের মেয়ের জামাই। সরকারি ছুটিতে তিনি শ্বশুরবাড়িতে বেড়াতে আসেন। গত বৃহস্পতিবার রাতে প্রতিবেশী ভুক্তভোগী ওই নারীর সঙ্গে তর্কবিতর্ক হয় ওয়াসিম ও তার শ্যালক তারিন মিয়ার। একপর্যায়ে ওয়াসিম মিয়াসহ তারা কয়েকজন উত্তেজিত হয়ে অন্তঃসত্ত্বা ওই নারীকে মারধর করে। এতে ভুক্তভোগী আহত হলে স্থানীয় লোকজন রাতেই তাঁকে মদন হাসপাতালে ভর্তি করে।
ভুক্তভোগী নারী বলেন, ‘ওয়াসিম প্রায় সময়েই আমাদের হুমকি-ধমকি দেয়। এবার ছুটি পেয়ে বেড়াতে এসে পূর্বের তুচ্ছ বিষয় নিয়ে গালমন্দ শুরু করে। একপর্যায়ে আমাকে মারপিট করে। আমি ৬ মাসের অন্তঃসত্ত্বা। মারপিট করার পর থেকেই পেটে ব্যথা অনুভব করছি। আমি এর বিচার দাবি করছি।’
জানতে চাইলে অভিযুক্ত ওয়াসিম মিয়া বলেন, ‘আমি ছুটি পেয়ে শ্বশুর বাড়িতে বেড়াতে এসেছি। বৃহস্পতিবার রাতে তাদের নিজেদের মধ্যে হাতাহাতির ঘটনা ঘটেছে। এ ঘটনায় আমি জড়িত না। তারা আমার ওপর মিথ্যা অভিযোগ তুলেছে।’
মদন উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা হুমায়ূন কবীর বলেন, ‘মারপিটে আহত হয়ে বৃহস্পতিবার রাতে ভুক্তভোগী অন্তঃসত্ত্বা নারী হাসপাতালে ভর্তি হয়েছেন। বর্তমানে তিনি চিকিৎসাধীন রয়েছেন।’
মদন থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মুহাম্মদ ফেরদৌস আলম আজকের পত্রিকাকে বলেন, ‘এ ব্যাপারে একটি লিখিত অভিযোগ পেয়েছি। তদন্ত সাপেক্ষে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।’
সড়কের গর্তে আটকে গেছে সিএনজিচালিত অটোরিকশা। পেছনে তৈরি হয়েছে যানজট। পেছন থেকে কেউ জোরে হর্ন দিচ্ছে, আবার কেউ করছে গালাগাল। শেষমেশ কয়েকজন মিলে ধাক্কা দিয়ে ওঠাতে হয়েছে রিকশাটিকে। গত রোববার সকালে এমনটাই দেখা যায় রাজধানীর কারওয়ান বাজার থেকে হাতিরঝিল যাওয়ার সড়কে। সড়কটি পান্থপথ-তেজগাঁও লিংক রোড নামেও...
১ ঘণ্টা আগেগাজীপুর মহানগরীর কোনাবাড়ীতে মাসব্যাপী শুরু হয়েছে কুটিরশিল্প মেলা। ১৮ এপ্রিল শুরু হওয়া এ মেলায় হস্ত ও কুটিরশিল্পের কোনো পণ্য নেই। রয়েছে দুটি মিষ্টির দোকান, কয়েকটি ফুচকার স্টল, ভূতের বাড়ি জাদু প্রদর্শনী, সার্কাস, নাগরদোলা, স্লিপার, ওয়াটার বোট, লটারির টিকিট বিক্রির ১০-১২টি কাউন্টার ও লটারির ড্র...
২ ঘণ্টা আগেরাজধানীর একটি আবাসিক এলাকা থেকে গত সোমবার (২৮ এপ্রিল) নিখোঁজ হন নর্থ সাউথ বিশ্ববিদ্যালয়ের ছাত্রী তাহিয়া। নিখোঁজ হওয়ার একদিন পর আজ বুধবার (৩০ এপ্রিল) বিকেল ৪টার দিকে তাঁকে কুড়িল বিশ্বরোড এলাকা থেকে উদ্ধার করেছে পুলিশ। বিকেল তাঁকে উদ্ধারের বিষয়টি আজকের পত্রিকাকে নিশ্চিত করেছেন ভাটারা থানার...
৪ ঘণ্টা আগেমালিকদের সব রকম অপকৌশল ও চাতুরতা সম্পর্কে শ্রমিকেরা সজাগ, সতর্ক ও সচেতন। মহান মে দিবসের বিপ্লবী চেতনাকে ধারণ করে দাবি ও অধিকার বাস্তবায়নের আন্দোলন বেগবান করতে হবে।
৫ ঘণ্টা আগে