Ajker Patrika

মালয়েশিয়ায় হৃদরোগে আক্রান্ত হয়ে বাংলাদেশি যুবকের মৃত্যু 

মাদারগঞ্জ (জামালপুর) প্রতিনিধি
আপডেট : ০৮ নভেম্বর ২০২৩, ০৯: ২৭
মালয়েশিয়ায় হৃদরোগে আক্রান্ত হয়ে বাংলাদেশি যুবকের মৃত্যু 

মালয়েশিয়ার পেনাং শহরে হৃদরোগে আক্রান্ত হয়ে মো. শাহাজ্জল (২৮) নামে এক বাংলাদেশির মৃত্যু হয়েছে। আজ সোমবার মালয়েশিয়ার স্থানীয় সময় বেলা ২টার দিকে তাঁর মৃত্যু হয়। 

মো. শাহাজ্জল জামালপুর জেলার মাদারগঞ্জ উপজেলার চরপাকেরদহ ইউনিয়নের ফাজিলপুর গ্রামের মৃত আফসার আলী মণ্ডলের ছেলে। 

শাহাজ্জলের মৃত্যুর বিষয়টি নিশ্চিত করে তার ফুপাতো ভাই রেজাউল করিম রেজা বলেন, অবিবাহিত শাহাজ্জল পাঁচ বছর আগে জীবিকার জন্য মালয়েশিয়ায় পাড়ি জমান। সেখানে তিনি পেনাং শহরে একটি মেশিনারিজ কোম্পানিতে কাজ করতেন। গত ৩১ অক্টোবর স্ট্রোক করলে শাহাজ্জলকে সেখানকার একটি হাসপাতালে চিকিৎসা করানো হয়। এতে তিনি কিছুটা সুস্থ অনুভব করায় বাসায় রেস্ট নেওয়ার পর তিন দিন আগে কাজে যোগ দেন। 

গতকাল সোমবার কাজ করা অবস্থায় হঠাৎ অসুস্থ হলে কোম্পানি কর্তৃপক্ষ হাসপাতালে নেওয়ার পথে তাঁর মৃত্যু। বর্তমানে লাশ হাসপাতালের হিমঘরে রয়েছে। আইনি প্রক্রিয়া শেষে তাঁর লাশ দেশে আসবে। এদিকে শাহাজ্জলের মৃত্যুতে তাঁর পরিবার ও এলাকায় শোকের ছায়া নেমে এসেছে। তাঁর এই অকালমৃত্যু পরিবার কিছুতেই মেনে নিতে পারছে না।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

ফেল করায় বকা খেয়ে বাড়ি ছাড়ে বাংলাদেশি কিশোরী, ভারতে ৩ মাসে ২০০ লোকের ধর্ষণ

‘বিচারপতি খায়রুলকে হাতকড়া পরানো মানে পুরো বিচার বিভাগকে হাতকড়া পরানো’

রাহুল ও প্রিয়াঙ্কা গান্ধী আটক

কোথাও ঘুরতে ইচ্ছা করলে আমাকে জানাবে—ছাত্রীকে খুবি অধ্যাপক

আগামী সপ্তাহের মধ্যে ৫ ইসলামী ব্যাংক একীভূত করার প্রক্রিয়া শুরু: গভর্নর

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত