Ajker Patrika

গৌরীপুরে নির্বাচনী আচরণ বিধি লঙ্ঘনের অভিযোগে ৪ চেয়ারম্যান প্রার্থীকে জরিমানা 

গৌরীপুর (ময়মনসিংহ) প্রতিনিধি
গৌরীপুরে নির্বাচনী আচরণ বিধি লঙ্ঘনের অভিযোগে ৪ চেয়ারম্যান প্রার্থীকে জরিমানা 

ইউনিয়ন পরিষদ নির্বাচনে ময়মনসিংহের গৌরীপুরে আচরণবিধি লঙ্ঘনের অভিযোগে চার চেয়ারম্যান প্রার্থীকে ২৩ হাজার টাকা জরিমানা করেছেন ভ্রাম্যমাণ আদালত। এছাড়া এ সময় মাইক, অটোরিকশা ও পিকআপ ভ্যান জব্দ করা হয়েছে।

গৌরীপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট হাসান মারুফ এ জরিমানা আদায় করেন। বৃহস্পতিবার সন্ধ্যার পর থেকে বিভিন্ন এলাকায় অভিযান চালিয়ে এ জরিমানা করেন তিনি।

জানা যায়, অচিন্তপুর ইউনিয়নের স্বতন্ত্র চেয়ারম্যান প্রার্থী ওবায়দুল্লাহকে ৪ হাজার, রামগোপালপুর ইউনিয়নের স্বতন্ত্র চেয়ারম্যান প্রার্থী আব্দুল্লাহ আল আমিন জনিকে ৫ হাজার, ডৌহাখলা ইউনিয়নের আওয়ামী লীগের মনোনীত চেয়ারম্যান প্রার্থী শহিদুল হক সরকারকে ৬ হাজার ও একই ইউনিয়নের স্বতন্ত্র চেয়ারম্যান প্রার্থী কাইয়ুমকে ৮ হাজার টাকা জরিমানা করেন ভ্রাম্যমাণ আদালত। 

এছাড়াও সহনাটি ইউনিয়নে আওয়ামী লীগ মনোনীত চেয়ারম্যান প্রার্থী সালাউদ্দিন কাদের রোবেল, জাতীয় পার্টির মনোনীত চেয়ারম্যান প্রার্থী শামসুজ্জামান জামাল, স্বতন্ত্র চেয়ারম্যান প্রার্থী দুলাল আহমেদ, অচিন্তপুর ইউনিয়নের স্বতন্ত্র চেয়ারম্যান প্রার্থী জায়েদুল ইসলামের প্রচার গাড়িতে অতিরিক্ত মাইক ব্যবহারের অপরাধে তাদের মাইক, অটোরিকশা ও পিকআপ ভ্যান জব্দ করা হয়েছে। 

জরিমানা ও জব্দের বিষয়টি নিশ্চিত করে গৌরীপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট হাসান মারুফ বলেন-নির্বাচনী আচরণ বিধি লঙ্ঘনের কোন সুযোগ নেই, এ ধরণের অভিযান অব্যাহত থাকবে।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

সমাবেশে দলীয় স্লোগান ও জাতীয় সংগীত পরিবেশনে বাধা দেওয়া প্রসঙ্গে এনসিপির বিবৃতি

তোরা যারা রাজাকার, সময় থাকতে বাংলা ছাড়: বাকের মজুমদার

কঠোর হচ্ছে যুক্তরাজ্যের অভিবাসন নীতি, স্থায়ী বসবাসের আবেদনে অপেক্ষা ১০ বছর

চাকরিতে কোটা: সমতলের ক্ষুদ্র নৃগোষ্ঠীর জন্য আসছে সমান সুযোগ

রাজপথের চাপে কোনো বিচার করা সম্ভব নয়: চিফ প্রসিকিউটর

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত