নেত্রকোনা প্রতিনিধি
নেত্রকোনার মোহনগঞ্জে সৈয়দ মশিউর রহমান ওরফে তাজিম (১৩) নামের এক স্কুলছাত্র প্রাইভেট পড়তে গিয়ে নিখোঁজ হয়েছে বলে জানিয়েছে তার পরিবার। তাজিম মোহনগঞ্জ পৌর শহরের উত্তর দৌলতপুরের দন্ত্য চিকিৎসক সৈয়দ সোলায়মান কবীর খোকনের ছেলে। সে মোহনগঞ্জ আদর্শ উচ্চবিদ্যালয়ের সপ্তম শ্রেণির ছাত্র।
শুক্রবার সন্ধ্যা সাড়ে ৭টার দিকে বাসার পাশেই প্রাইভেট পড়তে গিয়ে আর ফেরেনি।
তাজিমের বাবা সৈয়দ সোলায়মান বলেন, ‘সন্ধ্যায় বাসার পাশেই প্রাইভেটের বকেয়া পাঁচ হাজার টাকা নিয়ে বের হয় তাজিম। পরে আর বাসায় ফেরেনি। প্রথমে তার খোঁজ চেয়ে ফেসবুকে পোস্ট করা হয়েছে। ফেসবুকে দেওয়া নম্বরে একাধিক ব্যক্তি কল করে তাজিমকে ফিরিয়ে দেওয়ার শর্তে টাকা চেয়েছে। তবে তাজিম পরিবারের অন্য সবার নম্বর জানে। সেগুলোতে এখনো কোনো কল আসেনি। এ ঘটনায় থানায় সাধারণ ডায়েরি (জিডি) করা হয়েছে।’ তিনি বলেন, আত্মীয়স্বজনদের বাসায় খবর নেওয়া হয়েছে। তাদের কারও বাড়িতেও যায়নি তাজিম।
এদিকে মোহনগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আমিনুল ইসলাম বলেন, তাজিম বাসা থেকে বের হয়ে আর প্রাইভেট শিক্ষকের কাছে যায়নি। পরিচিত একজনের অটোরিকশা দিয়ে সিএনজি স্টেশনে গিয়ে তারপর নেত্রকোনা গিয়েছে। তারপর হয়তো পরিচিত কারও কাছে গিয়েছে। যে অটোরিকশাচালক তাজিমকে নেত্রকোনার সিএনজিতে তুলে দিয়েছিল তাকে থানায় ডেকে আনা হয়েছিল। সেই চালকই এসব তথ্য জানিয়েছে। তাজিম ওই চালককে বলেছিল, সে নেত্রকোনায় এক আত্মীয়র বাসায় যাচ্ছে।
ওসি আরও বলেন, ‘আমরা বিষয়টি গুরুত্বসহকারে দেখছি। তাজিমকে খুঁজে বের করতে চেষ্টা অব্যাহত রয়েছে।’
নেত্রকোনার মোহনগঞ্জে সৈয়দ মশিউর রহমান ওরফে তাজিম (১৩) নামের এক স্কুলছাত্র প্রাইভেট পড়তে গিয়ে নিখোঁজ হয়েছে বলে জানিয়েছে তার পরিবার। তাজিম মোহনগঞ্জ পৌর শহরের উত্তর দৌলতপুরের দন্ত্য চিকিৎসক সৈয়দ সোলায়মান কবীর খোকনের ছেলে। সে মোহনগঞ্জ আদর্শ উচ্চবিদ্যালয়ের সপ্তম শ্রেণির ছাত্র।
শুক্রবার সন্ধ্যা সাড়ে ৭টার দিকে বাসার পাশেই প্রাইভেট পড়তে গিয়ে আর ফেরেনি।
তাজিমের বাবা সৈয়দ সোলায়মান বলেন, ‘সন্ধ্যায় বাসার পাশেই প্রাইভেটের বকেয়া পাঁচ হাজার টাকা নিয়ে বের হয় তাজিম। পরে আর বাসায় ফেরেনি। প্রথমে তার খোঁজ চেয়ে ফেসবুকে পোস্ট করা হয়েছে। ফেসবুকে দেওয়া নম্বরে একাধিক ব্যক্তি কল করে তাজিমকে ফিরিয়ে দেওয়ার শর্তে টাকা চেয়েছে। তবে তাজিম পরিবারের অন্য সবার নম্বর জানে। সেগুলোতে এখনো কোনো কল আসেনি। এ ঘটনায় থানায় সাধারণ ডায়েরি (জিডি) করা হয়েছে।’ তিনি বলেন, আত্মীয়স্বজনদের বাসায় খবর নেওয়া হয়েছে। তাদের কারও বাড়িতেও যায়নি তাজিম।
এদিকে মোহনগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আমিনুল ইসলাম বলেন, তাজিম বাসা থেকে বের হয়ে আর প্রাইভেট শিক্ষকের কাছে যায়নি। পরিচিত একজনের অটোরিকশা দিয়ে সিএনজি স্টেশনে গিয়ে তারপর নেত্রকোনা গিয়েছে। তারপর হয়তো পরিচিত কারও কাছে গিয়েছে। যে অটোরিকশাচালক তাজিমকে নেত্রকোনার সিএনজিতে তুলে দিয়েছিল তাকে থানায় ডেকে আনা হয়েছিল। সেই চালকই এসব তথ্য জানিয়েছে। তাজিম ওই চালককে বলেছিল, সে নেত্রকোনায় এক আত্মীয়র বাসায় যাচ্ছে।
ওসি আরও বলেন, ‘আমরা বিষয়টি গুরুত্বসহকারে দেখছি। তাজিমকে খুঁজে বের করতে চেষ্টা অব্যাহত রয়েছে।’
চট্টগ্রামে চাঁদা না পেয়ে ‘মব’ তৈরি করে মেঘনা পেট্রোলিয়ামের কর্মচারী ও জামায়াত নেতা নওশেদ জামালকে মারধর করে পুলিশের হাতে তুলে দেওয়ার অভিযোগ ওঠার পর বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের মহানগর কমিটির সদস্যসচিব নিজাম উদ্দিনের পদ সাময়িকভাবে স্থগিত করেছে সংগঠনটি। সেই সঙ্গে তাঁকে কারণ দর্শানোর (শোকজ) নোটিশ দেওয়া
২১ মিনিট আগেযশোরের অভয়নগরে ইমরান হোসেন (২০) নামের এক যুবকের ঝুলন্ত লাশ উদ্ধার করা হয়েছে। আজ শনিবার (৫ জুলাই) বেলা ৩টার সময় উপজেলার নওয়াপাড়া বড়বাজারসংলগ্ন ভৈরব নদের পাড়ে একটি ঘরে লাশটি পাওয়া যায়।
১ ঘণ্টা আগেবাংলাদেশ জামায়াতে ইসলামীর আমির ডা. শফিকুর রহমান বলেছেন, ‘যারা প্রকৃত গণতন্ত্র চায়, তাদের উচিত সংস্কার কমিশনকে সহযোগিতা করা। মৌলিক সংস্কার শেষ হলে তখন সবাই যার যার রাজনৈতিক কর্মসূচি পালন করতে পারবে। কিন্তু অতীতের দুর্গন্ধযুক্ত প্রথা পরিষ্কার না করে আবার যদি নির্বাচন হয়, তা হবে নির্বাচনকে গণহত্যার
১ ঘণ্টা আগেবরিশালের বাকেরগঞ্জ উপজেলায় বিএনপির এক পক্ষের সভায় আরেক পক্ষের হামলা ভাঙচুরের বলে অভিযোগ উঠেছে। আজ শনিবার সন্ধ্যা ৬টার দিকে উপজেলার পেয়ারপুর বাজারে এ ঘটনা ঘটে। এতে অন্তত পাঁচজন আহত হন। জেলা (দক্ষিণ) বিএনপির সাবেক সাধারণ সম্পাদক অ্যাডভোকেট নজরুল ইসলাম রাজন অভিযোগ করেছেন, তাঁর কর্মসূচি পণ্ড
১ ঘণ্টা আগে