নেত্রকোনা প্রতিনিধি
নেত্রকোনার পূর্বধলায় পারিবারিক কলহের জেরে ছুরিকাঘাতে খুন হয়েছেন এক গৃহবধূ। এ সময় আহত হয়েছে তাঁর সাড়ে তিন বছরের সন্তান আলিফ। আজ বৃহস্পতিবার বেলা সাড়ে ১১টার দিকে উপজেলার নারান্দিয়া ইউনিয়নের কুমারকান্দা গ্রামে এই ঘটনা ঘটে। এ ঘটনায় দেবর ও শ্বাশুড়িকে আটক করেছে পুলিশ।
নিহত রানু আক্তার (৩৫) উপজেলার কুমারকান্দা গ্রামের খোকন মিয়ার স্ত্রী। আটকেরা হলেন উপজেলার কুমারকান্দা গ্রামের আব্দুর রশিদের স্ত্রী রাবিয়া বেগম (৫৫) ও তার ছেলে সুজন আহমেদ (৩০)।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, জমিজমা নিয়ে বেশকিছু দিন ধরে খোকন মিয়ার সঙ্গে তার ভাইয়ের পারিবারিক বিরোধ চলছিল। এর জেরে বৃহস্পতিবার বেলা সাড়ে ১১টার দিকে তর্ক-বিতর্কের এক পর্যায়ে ভাবি রানু আক্তারকে ছুরি দিয়ে উপর্যুপরি আঘাত করে সুজন। এতে ঘটনাস্থলেই রানু আক্তার মারা যান।
এ সময় রানু আক্তারের সঙ্গে থাকা সাড়ে তিন বছরের শিশু সন্তান আলিফও আহত হয়। তাকে নেত্রকোনা সদর হাসপাতালে ভর্তি করা হয়েছে। এদিকে খবর পেয়ে ঘটনার পরপরই সুজন ও তার মা রাবিয়া বেগমকে আটক করে পুলিশ।
পূর্বধলা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ সাইফুল ইসলাম এ তথ্য নিশ্চিত করে বলেন, নিহতের মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্যে হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে। এ ঘটনায় তদন্ত শুরু হয়েছে। থানায় মামলার প্রস্তুতি চলছে বলেও জানান তিনি।
নেত্রকোনার পূর্বধলায় পারিবারিক কলহের জেরে ছুরিকাঘাতে খুন হয়েছেন এক গৃহবধূ। এ সময় আহত হয়েছে তাঁর সাড়ে তিন বছরের সন্তান আলিফ। আজ বৃহস্পতিবার বেলা সাড়ে ১১টার দিকে উপজেলার নারান্দিয়া ইউনিয়নের কুমারকান্দা গ্রামে এই ঘটনা ঘটে। এ ঘটনায় দেবর ও শ্বাশুড়িকে আটক করেছে পুলিশ।
নিহত রানু আক্তার (৩৫) উপজেলার কুমারকান্দা গ্রামের খোকন মিয়ার স্ত্রী। আটকেরা হলেন উপজেলার কুমারকান্দা গ্রামের আব্দুর রশিদের স্ত্রী রাবিয়া বেগম (৫৫) ও তার ছেলে সুজন আহমেদ (৩০)।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, জমিজমা নিয়ে বেশকিছু দিন ধরে খোকন মিয়ার সঙ্গে তার ভাইয়ের পারিবারিক বিরোধ চলছিল। এর জেরে বৃহস্পতিবার বেলা সাড়ে ১১টার দিকে তর্ক-বিতর্কের এক পর্যায়ে ভাবি রানু আক্তারকে ছুরি দিয়ে উপর্যুপরি আঘাত করে সুজন। এতে ঘটনাস্থলেই রানু আক্তার মারা যান।
এ সময় রানু আক্তারের সঙ্গে থাকা সাড়ে তিন বছরের শিশু সন্তান আলিফও আহত হয়। তাকে নেত্রকোনা সদর হাসপাতালে ভর্তি করা হয়েছে। এদিকে খবর পেয়ে ঘটনার পরপরই সুজন ও তার মা রাবিয়া বেগমকে আটক করে পুলিশ।
পূর্বধলা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ সাইফুল ইসলাম এ তথ্য নিশ্চিত করে বলেন, নিহতের মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্যে হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে। এ ঘটনায় তদন্ত শুরু হয়েছে। থানায় মামলার প্রস্তুতি চলছে বলেও জানান তিনি।
চাঁপাইনবাবগঞ্জ সদর উপজেলার বীরশ্রেষ্ঠ ক্যাপ্টেন মহিউদ্দিন জাহাঙ্গীর সেতু থেকে ঝাঁপ দিয়ে এক যুবক নিখোঁজ রয়েছেন। আজ রোববার সন্ধ্যা সাড়ে ৬টার দিকে এ ঘটনা ঘটে। তবে নিখোঁজ ওই যুবকের নাম-পরিচয় এখনো জানা যায়নি।
৬ মিনিট আগেঢাকা বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে যানজট ও শব্দদূষণ কমানো এবং টেকসই পরিবেশবান্ধব শাটল সার্ভিস চালুর দাবিতে বিশ্ববিদ্যালয় প্রশাসনের কাছে স্মারকলিপি দিয়েছে শিক্ষার্থীদের একটি দল। রোববার দুপুরে বিশ্ববিদ্যালয়ের প্রক্টর বরাবর এই স্মারকলিপি প্রদান করা হয়।
১৮ মিনিট আগেবিয়ের দাবিতে বরগুনার আমতলীতে প্রবাসীর বাড়িতে (প্রেমিক) অনশনে বসা তরুণীর বিরুদ্ধে মামলা হয়েছে। আজ রোববার আমতলী সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট মো. ইমরান হাসান ইপ্তির আদালতে মামলাটি দায়ের করা হয়।
২০ মিনিট আগেচট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের (চবি) শহীদ মো. ফরহাদ হোসেন হলে বৈধভাবে আসন পেয়েও প্রশাসন তা বাতিল করায় কাঁথা-বালিশ নিয়ে হলগেটে অবস্থান করছেন ভুক্তভোগী শিক্ষার্থীরা। রোববার সন্ধ্যা ৬টা থেকে হলটির প্রধান গেটের সামনে অবস্থান কর্মসূচি শুরু করেন ভুক্তভোগীরা। হলে না ওঠানো পর্যন্ত তাঁদের এ কর্মসূচি চলবে বলে জানি
২৭ মিনিট আগে