Ajker Patrika

নেত্রকোনায় ছুরিকাঘাতে গৃহবধূ খুন, দেবর-শ্বাশুড়ি আটক

নেত্রকোনা প্রতিনিধি
নেত্রকোনায় ছুরিকাঘাতে গৃহবধূ খুন, দেবর-শ্বাশুড়ি আটক

নেত্রকোনার পূর্বধলায় পারিবারিক কলহের জেরে ছুরিকাঘাতে খুন হয়েছেন এক গৃহবধূ। এ সময় আহত হয়েছে তাঁর সাড়ে তিন বছরের সন্তান আলিফ। আজ বৃহস্পতিবার বেলা সাড়ে ১১টার দিকে উপজেলার নারান্দিয়া ইউনিয়নের কুমারকান্দা গ্রামে এই ঘটনা ঘটে। এ ঘটনায় দেবর ও শ্বাশুড়িকে আটক করেছে পুলিশ। 

নিহত রানু আক্তার (৩৫) উপজেলার কুমারকান্দা গ্রামের খোকন মিয়ার স্ত্রী। আটকেরা হলেন উপজেলার কুমারকান্দা গ্রামের আব্দুর রশিদের স্ত্রী রাবিয়া বেগম (৫৫) ও তার ছেলে সুজন আহমেদ (৩০)। 

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, জমিজমা নিয়ে বেশকিছু দিন ধরে খোকন মিয়ার সঙ্গে তার ভাইয়ের পারিবারিক বিরোধ চলছিল। এর জেরে বৃহস্পতিবার বেলা সাড়ে ১১টার দিকে তর্ক-বিতর্কের এক পর্যায়ে ভাবি রানু আক্তারকে ছুরি দিয়ে উপর্যুপরি আঘাত করে সুজন। এতে ঘটনাস্থলেই রানু আক্তার মারা যান। 

এ সময় রানু আক্তারের সঙ্গে থাকা সাড়ে তিন বছরের শিশু সন্তান আলিফও আহত হয়। তাকে নেত্রকোনা সদর হাসপাতালে ভর্তি করা হয়েছে। এদিকে খবর পেয়ে ঘটনার পরপরই সুজন ও তার মা রাবিয়া বেগমকে আটক করে পুলিশ। 

পূর্বধলা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ সাইফুল ইসলাম এ তথ্য নিশ্চিত করে বলেন, নিহতের মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্যে হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে। এ ঘটনায় তদন্ত শুরু হয়েছে। থানায় মামলার প্রস্তুতি চলছে বলেও জানান তিনি।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

শাহজালালে তৃতীয় টার্মিনাল চালুতে বাধা, রাজস্ব ভাগাভাগি নিয়ে টানাপোড়েন

বৈপ্লবিক পরিবর্তন করার সুযোগ হাতছাড়া হয়ে গেছে

ব্যাংকের চাকরি যায় জাল সনদে, একই নথি দিয়ে বাগালেন স্কুল সভাপতির পদ

বিশ্ববিদ্যালয়ের কোন নিয়ম ভঙ্গের জন্য ট্রান্স নারী শিক্ষার্থীকে আজীবন বহিষ্কার, জানতে চান ১৬২ নাগরিক

ঝুঁকিপূর্ণ সম্পদ নিয়ে হাবুডুবু খাচ্ছে এবি ব্যাংক

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত