মোহনগঞ্জ (নেত্রকোনা) প্রতিনিধি
নেত্রকোনার মোহনগঞ্জে জাহানুর বেগম (৩৮) নামে তিন মাসের অন্তঃসত্ত্বা এক নারীকে বেধড়ক পিটিয়ে আহত করেছে প্রতিপক্ষের লোকজন। এ সময় ওই নারীর ভাই মোহাম্মদ আলীকেও মারধর করা হয়। মারধরের কারণে রক্তক্ষরণে ওই নারীর পেটে থাকা সন্তান নষ্ট হওয়ার শঙ্কা তৈরি হয়েছে।
মোহনগঞ্জ উপজেলার মানশ্রী বাজারে গত সোমবার এ ঘটনা ঘটে। জাহানুর মধুপুর গ্রামের আলাল মিয়ার স্ত্রী। ঘটনার পর থেকে এখন পর্যন্ত মোহনগঞ্জ হাসপাতালে ভর্তি রয়েছেন তিনি।
এ ঘটনার পর থানায় মামলা করার জন্য অভিযোগ জমা দিলেও এখনো মামলা হয়নি। গ্রাম্য সালিসে বিষয়টি সমাধান করার কথা থাকলেও এখন পর্যন্ত কোনো কিছুই হয়নি।
হাসপাতালে চিকিৎসাধীন জাহানুর বেগম জানান, কিছুদিন আমার ভাই মোহাম্মদ আলীকে কুপিয়ে তার ব্যবসার টাকা ছিনিয়ে নেয় মানশ্রী গ্রামের মামুন, রাসেল, সাকিল, শামীম, সোহেলসহ অন্যান্যরা। এ ঘটনায় মামলা করে আমার ভাই। মামলা তুলে নেওয়ার জন্য চাপ দিচ্ছিল প্রতিপক্ষের লোকজন।
তিনি বলেন, ঘটনার দিন সন্ধ্যায় মোহনগঞ্জ থেকে বাড়ি ফেরার পথে বাজারে আমার ভাইকে মারধর করছিল প্রতিপক্ষের লোকজন। ঘটনা দেখে ভাইকে বাঁচাতে গেলে তারা আমার ওপর চড়াও হয়। আমাদের চিৎকারে এলাকাবাসী ছুটে এলে হামলাকারীরা পালিয়ে যায়। তাদের মারধরে তার প্রচণ্ড রক্তক্ষরণ শুরু হলে এলাকাবাসী আমাকে হাসপাতালে ভর্তি করে।
হামলার শিকার জাহানুরের ভাই মোহাম্মাদ আলী জানান, ওই দিন সন্ধ্যায় বাজারে কাজের লোকদের টাকা পরিশোধ করতে গেলে মামুন, রাসেল, সাকিল, শামীম, সোহেলের নেতৃত্বে ১০-১৫ জন আমাকে মারধর শুরু করে। পরে আমার বোন জাহানুর আমাকে বাঁচাতে এলে তাকেও মারধর করে। জাহানুর অন্তঃস্বত্তা থাকায় মারধরে তার প্রচণ্ড রক্তক্ষরণ শুরু হয়।
এ বিষয়ে মামলার তদন্ত কর্মকর্তা এসআই সানোয়ার হোসেন বলেন, বিষয়টি গ্রাম্য সালিসে মীমাংসা করার জন্য স্থানীয় চেয়ারম্যানসহ গণ্যমান্যরা দায়িত্ব নিয়েছেন। তবে সরেজমিন ঘটনা তদন্ত করা হয়েছে। দ্রুত এ বিষয়ে সিদ্ধান্ত নেওয়া হবে।
মোহনগঞ্জ থানার ওসি রাশেদুল হাসান বলেন, তদন্তকারী কর্মকর্তার সঙ্গে কথা বলে এ বিষয়ে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা হবে।
নেত্রকোনার মোহনগঞ্জে জাহানুর বেগম (৩৮) নামে তিন মাসের অন্তঃসত্ত্বা এক নারীকে বেধড়ক পিটিয়ে আহত করেছে প্রতিপক্ষের লোকজন। এ সময় ওই নারীর ভাই মোহাম্মদ আলীকেও মারধর করা হয়। মারধরের কারণে রক্তক্ষরণে ওই নারীর পেটে থাকা সন্তান নষ্ট হওয়ার শঙ্কা তৈরি হয়েছে।
মোহনগঞ্জ উপজেলার মানশ্রী বাজারে গত সোমবার এ ঘটনা ঘটে। জাহানুর মধুপুর গ্রামের আলাল মিয়ার স্ত্রী। ঘটনার পর থেকে এখন পর্যন্ত মোহনগঞ্জ হাসপাতালে ভর্তি রয়েছেন তিনি।
এ ঘটনার পর থানায় মামলা করার জন্য অভিযোগ জমা দিলেও এখনো মামলা হয়নি। গ্রাম্য সালিসে বিষয়টি সমাধান করার কথা থাকলেও এখন পর্যন্ত কোনো কিছুই হয়নি।
হাসপাতালে চিকিৎসাধীন জাহানুর বেগম জানান, কিছুদিন আমার ভাই মোহাম্মদ আলীকে কুপিয়ে তার ব্যবসার টাকা ছিনিয়ে নেয় মানশ্রী গ্রামের মামুন, রাসেল, সাকিল, শামীম, সোহেলসহ অন্যান্যরা। এ ঘটনায় মামলা করে আমার ভাই। মামলা তুলে নেওয়ার জন্য চাপ দিচ্ছিল প্রতিপক্ষের লোকজন।
তিনি বলেন, ঘটনার দিন সন্ধ্যায় মোহনগঞ্জ থেকে বাড়ি ফেরার পথে বাজারে আমার ভাইকে মারধর করছিল প্রতিপক্ষের লোকজন। ঘটনা দেখে ভাইকে বাঁচাতে গেলে তারা আমার ওপর চড়াও হয়। আমাদের চিৎকারে এলাকাবাসী ছুটে এলে হামলাকারীরা পালিয়ে যায়। তাদের মারধরে তার প্রচণ্ড রক্তক্ষরণ শুরু হলে এলাকাবাসী আমাকে হাসপাতালে ভর্তি করে।
হামলার শিকার জাহানুরের ভাই মোহাম্মাদ আলী জানান, ওই দিন সন্ধ্যায় বাজারে কাজের লোকদের টাকা পরিশোধ করতে গেলে মামুন, রাসেল, সাকিল, শামীম, সোহেলের নেতৃত্বে ১০-১৫ জন আমাকে মারধর শুরু করে। পরে আমার বোন জাহানুর আমাকে বাঁচাতে এলে তাকেও মারধর করে। জাহানুর অন্তঃস্বত্তা থাকায় মারধরে তার প্রচণ্ড রক্তক্ষরণ শুরু হয়।
এ বিষয়ে মামলার তদন্ত কর্মকর্তা এসআই সানোয়ার হোসেন বলেন, বিষয়টি গ্রাম্য সালিসে মীমাংসা করার জন্য স্থানীয় চেয়ারম্যানসহ গণ্যমান্যরা দায়িত্ব নিয়েছেন। তবে সরেজমিন ঘটনা তদন্ত করা হয়েছে। দ্রুত এ বিষয়ে সিদ্ধান্ত নেওয়া হবে।
মোহনগঞ্জ থানার ওসি রাশেদুল হাসান বলেন, তদন্তকারী কর্মকর্তার সঙ্গে কথা বলে এ বিষয়ে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা হবে।
দিনাজপুরের খানসামা উপজেলা বিএনপির সদস্য ও উপজেলা কৃষক দলের আহ্বায়ক বীর মুক্তিযোদ্ধা শরীফ উদ্দিন সরকারকে মারধরও চাঁদাবাজি-সংক্রান্ত মামলায় উপজেলা ছাত্রদলের যুগ্ম আহ্বায়ক মোস্তাকিনুর রহমানকে গ্রেপ্তার করেছে পুলিশ। শুক্রবার (১৫ আগস্ট) সকালে উপজেলার পাকেরহাট বাজার এলাকা থেকে তাঁকে গ্রেপ্তার করা হয়।
১৪ মিনিট আগেজানা গেছে, মঙ্গলবার কুষ্টিয়ায় আদালতে একটি মামলায় সাক্ষ্য দেওয়ার কথা বলে থানা থেকে বের হন শাকিল আহমেদ। এরপর থেকে মাসুরা খাতুনকেও খুঁজে পাওয়া যাচ্ছিল না। বৃহস্পতিবার শাকিল আহমেদের থানায় ফেরার কথা থাকলেও শুক্রবার পর্যন্ত তিনি ফেরেননি। এদিকে মাসুরা খাতুনের শ্বশুর বজলুর রহমান বিভিন্ন জায়গায় খোঁজাখুঁজি...
১৫ মিনিট আগেরাজশাহীর বাঘায় মিনি ট্রাক চাপায় বানেরা বেগম ওরফে (বানু) (৫৫) নামে এক নারী নিহত হয়েছে। আজ শুক্রবার (১৫ আগস্ট) সকালে উপজেলার মীরগঞ্জ মোড়ের উত্তরে আব্দুর রহমান মাস্টারের বাড়ির সামনে এ দুর্ঘটনা ঘটে।
৪১ মিনিট আগেদিনাজপুরের বিরামপুরে অটোরিকশার ধাক্কায় মোটরসাইকেল থেকে পড়ে যাওয়া কোহিনুর বেগম (২৭) ও তার ছেলে রিশাত কাইফ (২ মাস) ট্রাকচাপায় নিহত হয়েছে। শুক্রবার (১৫ আগস্ট) দুপর ১২টার দিকে পৌর শহরের সোনালী ব্যাংকের সামনে এ দুর্ঘটনা ঘটে। নিহত কোহিনুর উপজেলার ধানঘরা এলাকার গোলাম রব্বানীর স্ত্রী।
৪২ মিনিট আগে