Ajker Patrika

ভাতিজিকে বাল্যবিয়ে দিতে গিয়ে জরিমানা দিলেন চাচা

প্রতিনিধি
ভাতিজিকে বাল্যবিয়ে দিতে গিয়ে জরিমানা দিলেন চাচা

ঝিনাইগাতী (শেরপুর): শেরপুরের ঝিনাইগাতীতে বাল্যবিয়ে আয়োজনের দায়ে কনের চাচাকে দুই হাজার টাকা জরিমানা করেছেন ভ্রাম্যমাণ আদালত। গতকাল শুক্রবার দিবাগত রাতে উপজেলা সহকারী কমিশনার (ভূমি) এবং নির্বাহী ম্যাজিস্ট্রেট জয়নাল আবেদীন এ ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করেন। 

উপজেলা প্রশাসন ও স্থানীয় সূত্রে জানা যায়, ঝিনাইগাতীর সারিকালিনগর গ্রামে ১৬ বছর বয়সী এক কিশোরীর বাল্যবিয়ের আয়োজন চলছিল। খবর পেয়ে ঝিনাইগাতী থানা–পুলিশ সেখানে যান। পরে উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট জয়নাল আবেদীন গিয়ে ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করেন। তখন আদালত ওই বাল্যবিয়ের আয়োজন বন্ধ করে দেন এবং  কিশোরীর চাচা আবু বক্করকে দুই হাজার টাকা জরিমানা করেন। পাশাপাশি মেয়ের বয়স ১৮ না হওয়া পর্যন্ত বিয়ে দেবেন না এবং ১৮ বছর না হওয়া পর্যন্ত বর ওই কিশোরীকে বিয়ে করবেন না মর্মে মুচলেকা নেওয়া হয়। 

এ ব্যাপারে উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট জয়নাল আবেদীন বলেন, বাল্যবিবাহে শিশু, পরিবার, সমাজ ও রাষ্ট্রের ওপর ক্ষতিকর প্রভাব পড়ে। তাই এ বিয়ে বন্ধ করে দিয়েছি। জনস্বার্থে এ ধরনের পদক্ষেপ অব্যাহত থাকবে।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

মৌচাকে গাড়িতে লাশ: ২৫ লাখ টাকায় যুক্তরাষ্ট্রের কথা বলে জাকিরকে শ্রীলঙ্কায় নিয়েছিল দালাল

যেভাবে শেখ হাসিনাকে ফেরানোর পরিকল্পনা চলছিল, স্বীকারোক্তিতে জানালেন মেজর সাদিকের স্ত্রী জাফরিন

পুলিশের এডিসিকে ছুরি মেরে পালিয়ে গেল ছিনতাইকারী

টেলিটক এখন গলার কাঁটা পর্যায়ে চলে এসেছে: ফয়েজ আহমদ তৈয়্যব

সিন্ধু পানিবণ্টন নিয়ে আন্তর্জাতিক আদালতের রায় পাকিস্তানের বড় জয়: পররাষ্ট্র মন্ত্রণালয়

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত