Ajker Patrika

আওয়ামী লীগের সাধারণ সম্পাদকসহ ২৮ নেতা-কর্মী জেলহাজতে

নেত্রকোনা প্রতিনিধি
আসামিরা আজ আদালতে হাজিরা দিতে এলে তাঁদের কারাগারে পাঠানো হয়। ছবি: সংগৃহীত
আসামিরা আজ আদালতে হাজিরা দিতে এলে তাঁদের কারাগারে পাঠানো হয়। ছবি: সংগৃহীত

নেত্রকোনার মদন উপজেলার আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আব্দুল হান্নান তালুকদারসহ ২৮ নেতা-কর্মীকে জেলহাজতে পাঠিয়েছেন আদালত। আজ রোববার (১২ জানুয়ারি) নেত্রকোনার চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট এস এম রাজিবুল হাসানের আদালত তাঁদের জামিন নামঞ্জুর করে জেলহাজতে পাঠানোর নির্দেশ দেন।

আসামিপক্ষের আইনজীবী দিদারুল হক চৌধুরী এ তথ্য নিশ্চিত করেন।

সংশ্লিষ্ট সূত্র জানায়, মদন উপজেলার চানগাঁও গ্রামের শামছুল হক মদন পৌর শহরে দীর্ঘদিন ধরে একটি ফলের দোকান পরিচালনা করে আসছিলেন। ২০২২ সালের ২৩ এপ্রিল তাঁর দোকানে আওয়ামী লীগের নেতা-কর্মীরা হামলা চালিয়ে ভাঙচুর ও লুটপাট চালায় বলে মামলায় উল্লেখ করা আছে।

এ ঘটনায় গত ৮ সেপ্টেম্বর শামছুল হক বাদী হয়ে ৩৯ জনের নাম উল্লেখসহ আরও ৫০-৬০ জনকে অজ্ঞাতনামা আসামি করে বিস্ফোরক আইনে থানায় মামলা করেন।

ওই মামলায় আসামিরা উচ্চ আদালত থেকে ছয় সপ্তাহের জামিন নেন। উচ্চ আদালতের জামিনের মেয়াদ শেষে শর্তানুযায়ী আজ নেত্রকোনার আদালতে হাজির হয়ে জামিন চাইলে আদালত তাঁদের জামিন নামঞ্জুর করে জেলহাজতে পাঠান।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

সরকারি টাকায় ব্যক্তিগত সড়ক কার্পেটিং বিচারপতি খিজির হায়াতের, প্রমাণ পেয়েছে দুদক

মামলার আসামিসহ বিএসইসির ২২ কর্মকর্তাকে বরখাস্তের সিদ্ধান্ত

অভিনেতা সিদ্দিককে মারধর করে থানায় সোপর্দ, ছিঁড়ে ফেলা হয় পরনের পোশাক

এনবিআর চেয়ারম্যানের কক্ষের সামনে কর্মকর্তাদের অবস্থান

‘ভারতে ঢুকে’ পাকিস্তানি সেনাদের গুলি, সীমান্তে সংঘাত গড়াল ষষ্ঠ দিনে

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত