জামালপুর প্রতিনিধি
জামালপুরের বকশিগঞ্জে সাংবাদিক গোলাম রব্বানী নাদিম হত্যার ৩ মাস পেরিয়ে গেলেও মামলায় নেই কোনো অগ্রগতি। এরই মধ্যে উচ্চ আদালত থেকে জামিন নিয়ে এসেছেন এজাহারভুক্ত ৭ আসামি। মামলার প্রধান আসামিও জামিন পেয়েছেন। পরে বাদী পক্ষের আপিলে স্থগিত হয়ে গেছে জামিন। আসামিরা জামিন পাওয়ায় নিহত রব্বানীর স্বজনেরা ভয়ে আছেন।
চলতি বছরের ১৪ জুন কাজ শেষে বাড়ি ফেরার পথে বকশিগঞ্জের পাটহাটি এলাকায় সন্ত্রাসী হামলায় নিহত হন বাংলা নিউজের সাংবাদিক গোলাম রব্বানী নাদিম। পরিবারের একমাত্র ব্যক্তিকে হারিয়ে দিশেহারা হয়ে পড়েছে সাংবাদিক পরিবারটি। নিহত সাংবাদিক গোলাম রব্বানীর নাদিমের স্ত্রী ও সন্তানেরা হত্যাকারীদের দৃষ্টান্ত মূলক শাস্তির দাবিতে প্রশাসনসহ সাংবাদিকদের দ্বারে দ্বারে ঘুরছেন।
নিহত সাংবাদিক নাদিম হত্যা মামলার ২ নম্বর আসামি বরখাস্তকৃত ইউপি চেয়ারম্যান মাহমুদুল আলম বাবুর ছেলে আব্দুল্লাহ আল মামুন রিফাত
ঘটনার ৩ মাস পেরিয়ে গেলেও এখনো গ্রেপ্তার হয়নি। রিফাত গ্রেপ্তার না হওয়ায় আতঙ্ক কাটছেন সাংবাদিক পরিবারে।
নাদিমের মেয়ে রাব্বিলাতুল জান্নাত আজকের পত্রিকাকে বলেন, ‘বাবা হত্যার পর যত দিন যাচ্ছে আমাদের অবস্থা তত খারাপ হয়ে যাচ্ছে। আমাদের প্রতি মুহূর্তে বাবার কথা মনে পড়ে। কিন্তু আমরা কিছু করতে পারছি না এবং অনেক আসামি ইতিমধ্যে জামিনে এসেছে। আমরা ভয়ে আছি, আতঙ্কে আছি। আর আগের মতো আমাদের এখন আর কেউ খোঁজ খবর নেয় না।’
হত্যা মামলাটি দ্রুত বিচার ট্রাইব্যুনালে নেওয়ার কথা থাকলেও এখনো অগ্রগতি নেই। উল্টো এজাহারভুক্ত পলাতক আসামিরা উচ্চ আদালত থেকে একের পর এক জামিনে বেরিয়ে আসায় মা ভাইসহ পুরো পরিবার প্রাণ ভয়ে আছি বলে জানান রাব্বিলাতুল জান্নাত।
নাদিমের স্ত্রী মামলা বাদী মনিরা বেগম বলেন, মামলাটি আসলে দ্রুত বিচার ট্রাইব্যুনালে যাওয়ার কথা ছিলো। দ্রুত বিচার ট্রাইব্যুনাল তো দূরের কথা। এখন পর্যন্ত মামলার চার্জশিটের ব্যাপারে কোনো পদক্ষেপ নেওয়া হয়নি। যতই দিন যাচ্ছে মামলার গতি কমছে। পুলিশের প্রতি আমাদের আর কোনো আস্থা নেই। যা বলেছিল, আমাদের যে আশার বাণী দিয়েছিলো। আসলে আমাদের কোনো আশায় নাই। আমার স্বামী হত্যা মামলার প্রধান আসামি বরখাস্তকৃত ইউপি চেয়ারম্যান মাহমুদুল আলম বাবু উচ্চ আদালত থেকে গত ১৯ সেপ্টেম্বর জামিন নেয়। আজ ২০ সেপ্টেম্বর আপিল করে সেটা স্থগিত করা হয়েছে।
নিহতের বাবা আব্দুল করিম বলেন, ‘যারা মামলার এজাহারভুক্ত আসামি। ভিডিও ফুটেজে যাদের দেখা গেছে তারা আজ একের পর এক জামিনে বেরিয়ে দিব্বি আমাদের চোখের সামনে ঘোরা ফেরা করতাছে এবং হুমকি দিচ্ছে।’
নাদিমের বৃদ্ধা মা আলেয়া বেগম বলেন, পুলিশের ধরাছোঁয়ার বাইরে যারা ছিল তারা এখন হাইকোর্ট থেকে জামিন নিয়ে এসে বুক ফুলায়ে লোক সমাজে ঘুরছে আর আমাদেরকে নানা ভাবে হুমকি দিচ্ছে।
এদিকে প্রধান আসামি মাহমুদুল আলম বাবুর স্বীকারোক্তিমূলক জবানবন্দি না দিলেও মামলার তৎকালীন তদন্ত কর্মকর্তা গোয়েন্দা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা আরমান আলী মিথ্যাচার করায় ক্ষুব্ধ প্রতিক্রিয়া ব্যক্ত করেছেন স্থানীয় আইনজীবী ও সাংবাদিকেরা। তারা দ্রুত চার্জশিট দাখিল করে দোষীদের আইনের আওতায় আনার দাবি করেছেন।
বাদী পক্ষের আইনজীবী অ্যাডভোকেট ইউসূফ আলী বলেন, মামলার তদন্ত কর্মকর্তা (আইও) আমাকে বলেছিলেন-১৬৪ ধারায় জবানবন্দিতে বাবু চেয়ারম্যান যে স্বীকারোক্তি দিয়েছেন তাতে তিনি নিজের দোষ স্বীকার করেছেন। কিন্তু পরবর্তীতে আমরা এই জবানবন্দি পর্যালোচনা করে দেখেছি এবং নিশ্চিত হয়েছি। বাবু চেয়ারম্যান তাতে হত্যার সঙ্গে জড়িত এমন একটি শব্দও বলে নাই। এটি মূলত ১৬৪ ধারা জবানবন্দি হয় না। আইনের দৃষ্টিতে বলা যায় না। আইও সাহেবের উচিত ছিল পুনরায় রিমান্ডে নিয়ে জিজ্ঞাসাবাদ করা এবং এই জবানবন্দি নেওয়ার চেষ্টা করা। কিন্তু তিনি তা করেন নাই। তিনি একটি মিথ্যা কথা আমাদের বলেছেন।
জামালপুর অনলাইন জার্নালিস্ট নেটওয়ার্কের সভাপতি জাহাঙ্গীর সেলিম বলেন, পুলিশ ১৬৪ ধারার জবানবন্দি নিয়ে যেভাবে মিথ্যাচারটা করেছে এতে আমাদের নানা শঙ্কা এবং সন্দেহের মধ্যে ফেলে দিয়েছে। আমরা অনতিবিলম্বে চার্জশিট দিয়ে প্রকৃত দোষীদের গ্রেপ্তার করে দৃষ্টান্ত মূলক শাস্তি চায়।
তবে মামলাটি গোয়েন্দা পুলিশের কাছ থেকে সিআইডিতে নেয়া হয়েছে। সাংবাদিক গোলাম রব্বানী নাদিম নিহতের ঘটনায় ১৭ জুন বকশিগঞ্জ থানায় মাহমুদুল আলম বাবুসহ ২২ জনের নাম উল্লেখ করে এবং অজ্ঞাত আরও ২০ থেকে ২৫ জনকে আসামি করে মামলা দায়ের করেন তার স্ত্রী মনিরা বেগম। সাংবাদিক রব্বানী হত্যা মামলায় এযাবত কারাগারে রয়েছে প্রধান আসামি বাবুসহ ১৭ জন, কারাগার থেকে জামিনে মুক্ত হয়েছেন ২ জন। উচ্চ আদালত থেকে অন্তর্বর্তীকালীন জামিন নিয়েছেন এজাহারভুক্ত ৭ আসামি এবং এখনো পলাতক রয়েছেন বাবুর ছেলে রিফাতসহ ৫ আসামি। বকশিগঞ্জ থানা পুলিশ থেকে জেলা গোয়েন্দা পুলিশের পর এখন মামলাটির তদন্ত করছে সিআইডি।
আরও পড়ুন—
জামালপুরের বকশিগঞ্জে সাংবাদিক গোলাম রব্বানী নাদিম হত্যার ৩ মাস পেরিয়ে গেলেও মামলায় নেই কোনো অগ্রগতি। এরই মধ্যে উচ্চ আদালত থেকে জামিন নিয়ে এসেছেন এজাহারভুক্ত ৭ আসামি। মামলার প্রধান আসামিও জামিন পেয়েছেন। পরে বাদী পক্ষের আপিলে স্থগিত হয়ে গেছে জামিন। আসামিরা জামিন পাওয়ায় নিহত রব্বানীর স্বজনেরা ভয়ে আছেন।
চলতি বছরের ১৪ জুন কাজ শেষে বাড়ি ফেরার পথে বকশিগঞ্জের পাটহাটি এলাকায় সন্ত্রাসী হামলায় নিহত হন বাংলা নিউজের সাংবাদিক গোলাম রব্বানী নাদিম। পরিবারের একমাত্র ব্যক্তিকে হারিয়ে দিশেহারা হয়ে পড়েছে সাংবাদিক পরিবারটি। নিহত সাংবাদিক গোলাম রব্বানীর নাদিমের স্ত্রী ও সন্তানেরা হত্যাকারীদের দৃষ্টান্ত মূলক শাস্তির দাবিতে প্রশাসনসহ সাংবাদিকদের দ্বারে দ্বারে ঘুরছেন।
নিহত সাংবাদিক নাদিম হত্যা মামলার ২ নম্বর আসামি বরখাস্তকৃত ইউপি চেয়ারম্যান মাহমুদুল আলম বাবুর ছেলে আব্দুল্লাহ আল মামুন রিফাত
ঘটনার ৩ মাস পেরিয়ে গেলেও এখনো গ্রেপ্তার হয়নি। রিফাত গ্রেপ্তার না হওয়ায় আতঙ্ক কাটছেন সাংবাদিক পরিবারে।
নাদিমের মেয়ে রাব্বিলাতুল জান্নাত আজকের পত্রিকাকে বলেন, ‘বাবা হত্যার পর যত দিন যাচ্ছে আমাদের অবস্থা তত খারাপ হয়ে যাচ্ছে। আমাদের প্রতি মুহূর্তে বাবার কথা মনে পড়ে। কিন্তু আমরা কিছু করতে পারছি না এবং অনেক আসামি ইতিমধ্যে জামিনে এসেছে। আমরা ভয়ে আছি, আতঙ্কে আছি। আর আগের মতো আমাদের এখন আর কেউ খোঁজ খবর নেয় না।’
হত্যা মামলাটি দ্রুত বিচার ট্রাইব্যুনালে নেওয়ার কথা থাকলেও এখনো অগ্রগতি নেই। উল্টো এজাহারভুক্ত পলাতক আসামিরা উচ্চ আদালত থেকে একের পর এক জামিনে বেরিয়ে আসায় মা ভাইসহ পুরো পরিবার প্রাণ ভয়ে আছি বলে জানান রাব্বিলাতুল জান্নাত।
নাদিমের স্ত্রী মামলা বাদী মনিরা বেগম বলেন, মামলাটি আসলে দ্রুত বিচার ট্রাইব্যুনালে যাওয়ার কথা ছিলো। দ্রুত বিচার ট্রাইব্যুনাল তো দূরের কথা। এখন পর্যন্ত মামলার চার্জশিটের ব্যাপারে কোনো পদক্ষেপ নেওয়া হয়নি। যতই দিন যাচ্ছে মামলার গতি কমছে। পুলিশের প্রতি আমাদের আর কোনো আস্থা নেই। যা বলেছিল, আমাদের যে আশার বাণী দিয়েছিলো। আসলে আমাদের কোনো আশায় নাই। আমার স্বামী হত্যা মামলার প্রধান আসামি বরখাস্তকৃত ইউপি চেয়ারম্যান মাহমুদুল আলম বাবু উচ্চ আদালত থেকে গত ১৯ সেপ্টেম্বর জামিন নেয়। আজ ২০ সেপ্টেম্বর আপিল করে সেটা স্থগিত করা হয়েছে।
নিহতের বাবা আব্দুল করিম বলেন, ‘যারা মামলার এজাহারভুক্ত আসামি। ভিডিও ফুটেজে যাদের দেখা গেছে তারা আজ একের পর এক জামিনে বেরিয়ে দিব্বি আমাদের চোখের সামনে ঘোরা ফেরা করতাছে এবং হুমকি দিচ্ছে।’
নাদিমের বৃদ্ধা মা আলেয়া বেগম বলেন, পুলিশের ধরাছোঁয়ার বাইরে যারা ছিল তারা এখন হাইকোর্ট থেকে জামিন নিয়ে এসে বুক ফুলায়ে লোক সমাজে ঘুরছে আর আমাদেরকে নানা ভাবে হুমকি দিচ্ছে।
এদিকে প্রধান আসামি মাহমুদুল আলম বাবুর স্বীকারোক্তিমূলক জবানবন্দি না দিলেও মামলার তৎকালীন তদন্ত কর্মকর্তা গোয়েন্দা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা আরমান আলী মিথ্যাচার করায় ক্ষুব্ধ প্রতিক্রিয়া ব্যক্ত করেছেন স্থানীয় আইনজীবী ও সাংবাদিকেরা। তারা দ্রুত চার্জশিট দাখিল করে দোষীদের আইনের আওতায় আনার দাবি করেছেন।
বাদী পক্ষের আইনজীবী অ্যাডভোকেট ইউসূফ আলী বলেন, মামলার তদন্ত কর্মকর্তা (আইও) আমাকে বলেছিলেন-১৬৪ ধারায় জবানবন্দিতে বাবু চেয়ারম্যান যে স্বীকারোক্তি দিয়েছেন তাতে তিনি নিজের দোষ স্বীকার করেছেন। কিন্তু পরবর্তীতে আমরা এই জবানবন্দি পর্যালোচনা করে দেখেছি এবং নিশ্চিত হয়েছি। বাবু চেয়ারম্যান তাতে হত্যার সঙ্গে জড়িত এমন একটি শব্দও বলে নাই। এটি মূলত ১৬৪ ধারা জবানবন্দি হয় না। আইনের দৃষ্টিতে বলা যায় না। আইও সাহেবের উচিত ছিল পুনরায় রিমান্ডে নিয়ে জিজ্ঞাসাবাদ করা এবং এই জবানবন্দি নেওয়ার চেষ্টা করা। কিন্তু তিনি তা করেন নাই। তিনি একটি মিথ্যা কথা আমাদের বলেছেন।
জামালপুর অনলাইন জার্নালিস্ট নেটওয়ার্কের সভাপতি জাহাঙ্গীর সেলিম বলেন, পুলিশ ১৬৪ ধারার জবানবন্দি নিয়ে যেভাবে মিথ্যাচারটা করেছে এতে আমাদের নানা শঙ্কা এবং সন্দেহের মধ্যে ফেলে দিয়েছে। আমরা অনতিবিলম্বে চার্জশিট দিয়ে প্রকৃত দোষীদের গ্রেপ্তার করে দৃষ্টান্ত মূলক শাস্তি চায়।
তবে মামলাটি গোয়েন্দা পুলিশের কাছ থেকে সিআইডিতে নেয়া হয়েছে। সাংবাদিক গোলাম রব্বানী নাদিম নিহতের ঘটনায় ১৭ জুন বকশিগঞ্জ থানায় মাহমুদুল আলম বাবুসহ ২২ জনের নাম উল্লেখ করে এবং অজ্ঞাত আরও ২০ থেকে ২৫ জনকে আসামি করে মামলা দায়ের করেন তার স্ত্রী মনিরা বেগম। সাংবাদিক রব্বানী হত্যা মামলায় এযাবত কারাগারে রয়েছে প্রধান আসামি বাবুসহ ১৭ জন, কারাগার থেকে জামিনে মুক্ত হয়েছেন ২ জন। উচ্চ আদালত থেকে অন্তর্বর্তীকালীন জামিন নিয়েছেন এজাহারভুক্ত ৭ আসামি এবং এখনো পলাতক রয়েছেন বাবুর ছেলে রিফাতসহ ৫ আসামি। বকশিগঞ্জ থানা পুলিশ থেকে জেলা গোয়েন্দা পুলিশের পর এখন মামলাটির তদন্ত করছে সিআইডি।
আরও পড়ুন—
রাজধানীর উত্তরা থেকে বকশীগঞ্জের সাবেক মেয়র নজরুল ইসলাম সওদাগরকে গ্রেপ্তার করেছে পুলিশ। উত্তরার ৭ নম্বর সেক্টরের সাঙ্গাম মোড় এলাকা থেকে মঙ্গলবার (১২ আগস্ট) রাত পৌনে ১২টায় তাঁকে গ্রেপ্তার করে উত্তরা পশ্চিম থানা পুলিশ। গ্রেপ্তার হওয়া নজরুল ইসলাম সওদাগর জামালপুরের পৌর যুবলীগের আহ্বায়ক বলেও জানা গেছে।
৩ ঘণ্টা আগেচট্টগ্রামের বাকলিয়ায় চাঁদা না দেওয়ায় এক চিকিৎসককে মেরে রক্তাক্ত করার অভিযোগ উঠেছে। ঘটনার পর একটি ভবনের ভেতর রক্তাক্ত অবস্থায় অবরুদ্ধ থাকা ওই চিকিৎসক ফেসবুক লাইভে এসে বিষয়টি জানালে পরে পুলিশ এসে তাঁকে উদ্ধার করে হাসপাতালে ভর্তি করায়।
৩ ঘণ্টা আগেগোপালগঞ্জে এনসিপির পদযাত্রাকে কেন্দ্র করে হামলা-সংঘর্ষে পাঁচজনের নিহতের ঘটনায় গঠিত বিচার বিভাগীয় তদন্ত কমিটি কাজ শুরু করেছে। আজ মঙ্গলবার তদন্ত কমিটির সভাপতি সুপ্রিম কোর্টের অবসরপ্রাপ্ত বিচারপতি বীর মুক্তিযোদ্ধা ড. মো. আবু তারিকের নেতৃত্বে তদন্ত কমিটির সদস্যরা তদন্তকাজ শুরু করেছেন।
৩ ঘণ্টা আগেচট্টগ্রামের ফটিকছড়িতে স্কুলে ঢুকে এক শিক্ষককে পেটানোর অভিযোগ পাওয়া গেছে এক আওয়ামী লীগ নেতার ভাতিজার বিরুদ্ধে। আজ মঙ্গলবার (১২ আগস্ট) বেলা ৩টার দিকে উপজেলার পাইন্দং ইউপির হাইদ চকিয়া বহুমুখী উচ্চবিদ্যালয়ে এ ঘটনা ঘটে। এ সময় প্রধান শিক্ষক সুনব বড়ুয়া বাধা দিতে গেলে তাঁকেও আঘাত করেন ওই ব্যক্তি।
৩ ঘণ্টা আগে