Ajker Patrika

শেরপুরে বাড়ছে নদ-নদীর পানি, চেল্লাখালী বিপৎসীমার ওপরে

শেরপুর প্রতিনিধি
ঝিনাইগাতী উপজেলার কাড়াগাঁও এলাকায় সোমেশ্বরী নদীর পাড়ের ভাঙা অংশ দিয়ে নিম্নাঞ্চলে পানি প্রবেশ করে। ছবি: আজকের পত্রিকা
ঝিনাইগাতী উপজেলার কাড়াগাঁও এলাকায় সোমেশ্বরী নদীর পাড়ের ভাঙা অংশ দিয়ে নিম্নাঞ্চলে পানি প্রবেশ করে। ছবি: আজকের পত্রিকা

শেরপুরে পাহাড়ি সব নদ-নদীর পানি বেড়েছে। এর মধ্যে নালিতাবাড়ীতে চেল্লাখালী নদীর পানি বিপৎসীমার ৩৩ সেন্টিমিটার ওপর দিয়ে প্রবাহিত হচ্ছে।

আজ সোমবার বিকেলে এই তথ্য জানিয়েছে জেলা পানি উন্নয়ন বোর্ড (পাউবো)। পাহাড়ি ঢলে জেলার নিম্নাঞ্চল ও খাল-বিলে পানি বেড়েছে। তবে এখনো কোনো বাড়িঘর প্লাবিত হয়নি।

এদিকে সকালে ঝিনাইগাতীর ধানশাইল ইউনিয়নের কাড়াগাঁও এলাকায় সোমেশ্বরী নদীর পাড় ভেঙে নিম্নাঞ্চলে পানি প্রবেশ করেছে। তখন সড়কের ওপর দিয়ে পানি প্রবাহিত হলেও ঘণ্টাখানেক পরে নেমে যায়।

পাউবোর তথ্যমতে, ভারতের মেঘালয়ে গত কয়েক দিন বৃষ্টিপাত হওয়ায় আজ সোমবার সকালে চেল্লাখালী নদীর পানি বিপৎসীমার ১২৮ সেন্টিমিটার ওপর দিয়ে প্রবাহিত হয়। তবে দুপুর নাগাদ পানি কমতে শুরু করে। বিকেল পৌনে ৪টায় পানি বিপৎসীমার ৩৩ সেন্টিমিটার ওপর দিয়ে প্রবাহিত হচ্ছিল।

তবে বেড়েছে ভোগাই নদীর পানি। নাকুগাঁও পয়েন্টে ১৩৪ সেন্টিমিটার ও নালিতাবাড়ী পয়েন্টে ৬৬ সেন্টিমিটার এবং সদরে পুরাতন ব্রহ্মপুত্র নদের পানি বিপৎসীমার ৫৯৩ সেন্টিমিটার নিচ দিয়ে প্রবাহিত হচ্ছে। আর ঝিনাইগাতীতে সোমেশ্বরী ও মহারশি নদীর পানি সকালে বাড়লেও দুপুর থেকে কমতে শুরু করে।

উজানের পানি নেমে নালিতাবাড়ীর কলসপাড় ইউনিয়নের নিম্নাঞ্চলে প্রবেশ করেছে। একই সঙ্গে খাল-বিলে পানি বেড়েছে। যেকোনো সময় পানি আরও বেড়ে বন্যা পরিস্থিতি সৃষ্টি হওয়ার আশঙ্কা করছেন স্থানীয় বাসিন্দারা। আকস্মিক বন্যা পরিস্থিতি মোকাবিলায় প্রস্তুত রয়েছে জেলা প্রশাসন।

জেলা পাউবোর নির্বাহী প্রকৌশলী মো. আখিনুজ্জামান বলেন, উজানে বৃষ্টিপাত হওয়ায় শেরপুরের নদ-নদীর পানি সমতল বেড়েছে। তবে আগামী ১২ ঘণ্টায় পানি কমতে শুরু করবে বলে আশা করা হচ্ছে। এ ছাড়া সোমেশ্বরী নদীর পাড়ের ভাঙা অংশ দিয়ে নিম্নাঞ্চলে কিছুটা পানি প্রবেশ করেছে। তবে বর্তমানে পরিস্থিতি স্বাভাবিক রয়েছে।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

ভারতে পোশাকের অর্ডার স্থগিত করছে মার্কিন ক্রেতারা, বাংলাদেশ-ভিয়েতনামে কারখানা স্থানান্তরের পরামর্শ

মোবাইল-টাকা ছিনতাইয়ের পর দুই তরুণীকে তুলে নিয়ে সংঘবদ্ধ ধর্ষণ, গ্রেপ্তার ৩

১১ বছর বয়সেই যৌন সম্পর্ক, ১৩-তে ছয় নারীর শয্যাসঙ্গী হন এই ব্রিটিশ রাজপুত্র

যুক্তরাষ্ট্র থেকে সাড়ে ৩ বিলিয়ন ডলারের অস্ত্রক্রয় চুক্তি স্থগিত করেছে ভারত

পাবলিক বিশ্ববিদ্যালয়ের শিক্ষকদের ওপর ‘দমন-পীড়নে’ ২০২ শিক্ষকের উদ্বেগ

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত