হালুয়াঘাট (ময়মনসিংহ) প্রতিনিধি
ময়মনসিংহের হালুয়াঘাটে খড়ের গাদার পাশে জাহাঙ্গীর আলম বাবুল (৪০) নামে এক ব্যক্তির রক্তাক্ত মরদেহ উদ্ধার করেছে থান পুলিশ। আজ মঙ্গলবার সকালে এলাকাবাসী বাড়ির পাশে খড়ের গাদার পাশে বাবুলের রক্তাক্ত দেহ পড়ে থাকতে দেখে পুলিশকে খবর দেয়। পুলিশ ঘটনাস্থল থেকে মরদেহ উদ্ধার করে।
নিহতের বাড়ি উপজেলার ভূবনকুড়া ইউনিয়নের আমিরখাঁকুড়া এলাকায়। তিনি ওই গ্রামের মৃত আব্দুল করিম মাস্টারের ছেলে।
নিহতের পরিবার ও এলাকাবাসী সূত্রে জানা গেছে, বাবুল প্রায়ই জুয়া খেলতেন। এতে তিনি কিছু জমিও বন্ধক রেখেছিলেন। এলাকাবাসী আরও জানান বাবুলের স্ত্রী মনোরা আক্তার ময়না সন্তানদের নিয়ে কয়েক দিন আগে বাবার বাড়িতে বেড়াতে যান। ফলে বাড়িতে একা ছিলেন বাবুল।
নিহতের বোন জামাই আব্দুল জব্বার বলেন, স্থানীয়দের মাধ্যমে খবর পেয়ে আমি এসে দেখি তাঁর ঘরের ভেতর টিভি চলছিল। বাড়ির সামনেই মরদেহ পড়েছিল। আমাদের ধারণা তাঁকে ঘর থেকে ডেকে নিয়ে পরিকল্পিতভাবে কেউ হত্যা করেছেন।
এদিকে বাবুলের স্ত্রী ময়না বলেন, আমার সব শেষ হয়ে গেল। ঘরে ২ লাখ ১০ হাজার টাকা ছিল। যা দিয়ে আমাদের বন্ধকি জমি ছাড়ানোর কথা ছিল। আমার স্বামীকে হত্যা করে সেই টাকাও নিয়ে গেছে।
এ ব্যাপারে জানতে চাইলে ভূবনকুড়া ইউপি চেয়ারম্যান এম এ সুরুজ মিয়া বলেন, মরদেহ দেখে মনে হয় এটি একটি পরিকল্পিত হত্যাকাণ্ড। এই হত্যাকাণ্ডের সঙ্গে মাদকসেবী ও জুয়ারিরা জড়িত থাকতে পারে বলে মনে করছেন তিনি।
এ ব্যাপারে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. শাহিনুজ্জামান খান বলেন, নিহতের মাথা ও শরীরে আঘাতের চিহ্ন রয়েছে। এটি একটি হত্যাকাণ্ড। তদন্ত সাপেক্ষে এর প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।
ময়মনসিংহের হালুয়াঘাটে খড়ের গাদার পাশে জাহাঙ্গীর আলম বাবুল (৪০) নামে এক ব্যক্তির রক্তাক্ত মরদেহ উদ্ধার করেছে থান পুলিশ। আজ মঙ্গলবার সকালে এলাকাবাসী বাড়ির পাশে খড়ের গাদার পাশে বাবুলের রক্তাক্ত দেহ পড়ে থাকতে দেখে পুলিশকে খবর দেয়। পুলিশ ঘটনাস্থল থেকে মরদেহ উদ্ধার করে।
নিহতের বাড়ি উপজেলার ভূবনকুড়া ইউনিয়নের আমিরখাঁকুড়া এলাকায়। তিনি ওই গ্রামের মৃত আব্দুল করিম মাস্টারের ছেলে।
নিহতের পরিবার ও এলাকাবাসী সূত্রে জানা গেছে, বাবুল প্রায়ই জুয়া খেলতেন। এতে তিনি কিছু জমিও বন্ধক রেখেছিলেন। এলাকাবাসী আরও জানান বাবুলের স্ত্রী মনোরা আক্তার ময়না সন্তানদের নিয়ে কয়েক দিন আগে বাবার বাড়িতে বেড়াতে যান। ফলে বাড়িতে একা ছিলেন বাবুল।
নিহতের বোন জামাই আব্দুল জব্বার বলেন, স্থানীয়দের মাধ্যমে খবর পেয়ে আমি এসে দেখি তাঁর ঘরের ভেতর টিভি চলছিল। বাড়ির সামনেই মরদেহ পড়েছিল। আমাদের ধারণা তাঁকে ঘর থেকে ডেকে নিয়ে পরিকল্পিতভাবে কেউ হত্যা করেছেন।
এদিকে বাবুলের স্ত্রী ময়না বলেন, আমার সব শেষ হয়ে গেল। ঘরে ২ লাখ ১০ হাজার টাকা ছিল। যা দিয়ে আমাদের বন্ধকি জমি ছাড়ানোর কথা ছিল। আমার স্বামীকে হত্যা করে সেই টাকাও নিয়ে গেছে।
এ ব্যাপারে জানতে চাইলে ভূবনকুড়া ইউপি চেয়ারম্যান এম এ সুরুজ মিয়া বলেন, মরদেহ দেখে মনে হয় এটি একটি পরিকল্পিত হত্যাকাণ্ড। এই হত্যাকাণ্ডের সঙ্গে মাদকসেবী ও জুয়ারিরা জড়িত থাকতে পারে বলে মনে করছেন তিনি।
এ ব্যাপারে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. শাহিনুজ্জামান খান বলেন, নিহতের মাথা ও শরীরে আঘাতের চিহ্ন রয়েছে। এটি একটি হত্যাকাণ্ড। তদন্ত সাপেক্ষে এর প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।
রাজশাহীতে বিপৎসীমা ছুঁই ছুঁই করছে পদ্মার পানি। ফুলে-ফেঁপে ওঠা পদ্মার পানি বিভাগীয় এই শহরের বিপৎসীমা থেকে মাত্র ৭৩ সেন্টিমিটার নিচ দিয়ে প্রবাহিত হচ্ছে। এই অবস্থায় শহরের টি-বাঁধে সাধারণ মানুষের চলাচল বন্ধ করে দেওয়া হয়েছে। সরিয়ে নিতে বলা হয়েছে দোকানপাট।
২ ঘণ্টা আগেঅন্তর্বর্তী সরকারকে উৎখাতের ষড়যন্ত্রের অভিযোগে সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার বিরুদ্ধে খুলনায় রাষ্ট্রদ্রোহের মামলা করেছে ডিবি পুলিশ। সোমবার (১১ আগস্ট) দুপুরে খুলনার সোনাডাঙ্গা থানায় মামলাটি করেন মহানগর গোয়েন্দা পুলিশের এসআই বিধান চন্দ্র রায়।
২ ঘণ্টা আগের্যাব মহাপরিচালক (ডিজি) এ কে এম শহিদুর রহমান বলেছেন, ‘আমরা এই মুহূর্তে আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণ নিয়ে কাজ করছি। র্যাব বিলুপ্ত হবে কি না এ নিয়ে চিন্তাভাবনা করছি না। এটি সরকার দেখবে।’
২ ঘণ্টা আগেসিলেটের এমসি কলেজ ছাত্রদলের নতুন সভাপতি নির্বাচিত হয়েছেন খান মোহাম্মদ সামি এবং সাধারণ সম্পাদক হয়েছেন জুনেদুর রহমান জুনেদ। সোমবার কলেজ অডিটরিয়ামে দীর্ঘ ২১ বছর পর কাউন্সিলের মাধ্যমে ভোটারদের সরাসরি ভোটে তাঁরা নির্বাচিত হন। পরে সন্ধ্যায় ফলাফল ঘোষণা করা হয়।
৩ ঘণ্টা আগে