ময়মনসিংহ প্রতিনিধি
ষাটোর্ধ্ব মফিজ উদ্দিন। বাড়ি জামালপুরের বয়রা গ্রামে। ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে সপ্তাহখানেক চিকিৎসা শেষে বাড়ি ফিরতে বুধবার সকালে ময়মনসিংহ রেলওয়ে স্টেশনে আসেন তিনি। অন্যান্য দিনের মতো আন্তনগর তিস্তা এক্সপ্রেস ট্রেনের কাউন্টারেও দাঁড়ান তিনি। আধা ঘণ্টা দাঁড়ানোর পর টিকিট কাটার সময় আসে তাঁর। কিন্তু জাতীয় পরিচয়পত্র না থাকায় টিকিট পাননি তিনি। একটি টিকিট পেতে অনেকের কাছে আকুতিও করেন তিনি। সবশেষে নিরাশ হয়ে টিকিট ছাড়াই ফিরতে হলো তাঁকে।
মফিজ উদ্দিন বলেন, ‘আমরা এখন অনেক আধুনিক হয়ে গেছি। স্মার্ট বাংলাদেশের স্বপ্ন দেখছি। কিন্তু হুটহাট করে কোনো কিছু হয় না। এটা সরকারের জানা উচিত। আমার মতো লোকের না আছে পড়াশোনা, না আছে একটা মোবাইল ফোন। না খোঁজ রাখছি জাতীয় পরিচয়পত্রের, যার জন্য আজ টিকিট পেলাম না। সরকারের এই পদ্ধতি আমাদের মতো মূর্খ মানুষের জন্য না।’
মফিজ উদ্দিনের মতো একই অবস্থায় পড়তে হয়েছে জালামপুরগামী আব্বাস আলীকে। তাঁর সঙ্গে জাতীয় পরিচয়পত্র থাকলেও মোবাইল নম্বর ভেরিফায়েড না থাকায় টিকিট কাটতে পারেননি। পরে বাইরে গিয়ে একটি কম্পিউটারের দোকানে গিয়ে ৫০ টাকা খরচ করে মোবাইল নম্বর ভেরিফাই করান। পরে টিকিট কাটতে পারলেও আসন পাননি।
তিনি বলেন, এই পদ্ধতি মানুষের ভোগান্তি ছাড়া আর কিছু নয়। রেলওয়ের লোকজন ঠিক হয়ে গেলেই সব সহজ হয়। সরকার যত পদ্ধতিই করুক না কেন, রেলের সেবার মান কোনো দিন ঠিক হবে না।
ঢাকাগামী আরেক যাত্রী ফরিদুল ইসলাম বলেন, জাতীয় পরিচয়পত্রে ট্রেনের টিকিট—এটি একটি সরকারের যুগান্তকারী পদ্ধতি। আগে আন্তনগর ট্রেনের টিকিট এক সপ্তাহ আগেই শেষ হয়ে যেত। এখন যাত্রার আগের দিনও টিকিট পাওয়া যাচ্ছে। এটি রেলওয়ে কর্তৃপক্ষ ধরে রাখলে সাধারণ মানুষ সুবিধা ভোগ করতে পারবে।
প্রথম দিন হওয়ায় যাত্রীদের কিছুটা সমস্যার কথা জানিয়ে ময়মনসিংহ রেলওয়ে স্টেশন সুপারিনটেনডেন্ট নাজমুল ইসলাম খান আজকের পত্রিকাকে বলেন, ‘চারজন টিসিকে ঢাকায় পাঠানো হয়েছে প্রশিক্ষণের জন্য। তাঁরা এলে সাময়িক সমস্যা দূর হয়ে যাবে। নতুন পদ্ধতিতে সাধারণ যাত্রীদের তথ্য সংরক্ষণের পাশাপাশি ট্রেনে শৃঙ্খলা ফিরবে।’
ষাটোর্ধ্ব মফিজ উদ্দিন। বাড়ি জামালপুরের বয়রা গ্রামে। ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে সপ্তাহখানেক চিকিৎসা শেষে বাড়ি ফিরতে বুধবার সকালে ময়মনসিংহ রেলওয়ে স্টেশনে আসেন তিনি। অন্যান্য দিনের মতো আন্তনগর তিস্তা এক্সপ্রেস ট্রেনের কাউন্টারেও দাঁড়ান তিনি। আধা ঘণ্টা দাঁড়ানোর পর টিকিট কাটার সময় আসে তাঁর। কিন্তু জাতীয় পরিচয়পত্র না থাকায় টিকিট পাননি তিনি। একটি টিকিট পেতে অনেকের কাছে আকুতিও করেন তিনি। সবশেষে নিরাশ হয়ে টিকিট ছাড়াই ফিরতে হলো তাঁকে।
মফিজ উদ্দিন বলেন, ‘আমরা এখন অনেক আধুনিক হয়ে গেছি। স্মার্ট বাংলাদেশের স্বপ্ন দেখছি। কিন্তু হুটহাট করে কোনো কিছু হয় না। এটা সরকারের জানা উচিত। আমার মতো লোকের না আছে পড়াশোনা, না আছে একটা মোবাইল ফোন। না খোঁজ রাখছি জাতীয় পরিচয়পত্রের, যার জন্য আজ টিকিট পেলাম না। সরকারের এই পদ্ধতি আমাদের মতো মূর্খ মানুষের জন্য না।’
মফিজ উদ্দিনের মতো একই অবস্থায় পড়তে হয়েছে জালামপুরগামী আব্বাস আলীকে। তাঁর সঙ্গে জাতীয় পরিচয়পত্র থাকলেও মোবাইল নম্বর ভেরিফায়েড না থাকায় টিকিট কাটতে পারেননি। পরে বাইরে গিয়ে একটি কম্পিউটারের দোকানে গিয়ে ৫০ টাকা খরচ করে মোবাইল নম্বর ভেরিফাই করান। পরে টিকিট কাটতে পারলেও আসন পাননি।
তিনি বলেন, এই পদ্ধতি মানুষের ভোগান্তি ছাড়া আর কিছু নয়। রেলওয়ের লোকজন ঠিক হয়ে গেলেই সব সহজ হয়। সরকার যত পদ্ধতিই করুক না কেন, রেলের সেবার মান কোনো দিন ঠিক হবে না।
ঢাকাগামী আরেক যাত্রী ফরিদুল ইসলাম বলেন, জাতীয় পরিচয়পত্রে ট্রেনের টিকিট—এটি একটি সরকারের যুগান্তকারী পদ্ধতি। আগে আন্তনগর ট্রেনের টিকিট এক সপ্তাহ আগেই শেষ হয়ে যেত। এখন যাত্রার আগের দিনও টিকিট পাওয়া যাচ্ছে। এটি রেলওয়ে কর্তৃপক্ষ ধরে রাখলে সাধারণ মানুষ সুবিধা ভোগ করতে পারবে।
প্রথম দিন হওয়ায় যাত্রীদের কিছুটা সমস্যার কথা জানিয়ে ময়মনসিংহ রেলওয়ে স্টেশন সুপারিনটেনডেন্ট নাজমুল ইসলাম খান আজকের পত্রিকাকে বলেন, ‘চারজন টিসিকে ঢাকায় পাঠানো হয়েছে প্রশিক্ষণের জন্য। তাঁরা এলে সাময়িক সমস্যা দূর হয়ে যাবে। নতুন পদ্ধতিতে সাধারণ যাত্রীদের তথ্য সংরক্ষণের পাশাপাশি ট্রেনে শৃঙ্খলা ফিরবে।’
সিলেটের মোগলাবাজার এলাকায় একটি পুকুর থেকে সোনাই মিয়া (৭৩) নামের এক বৃদ্ধের লাশ উদ্ধার করেছে পুলিশ। আজ মঙ্গলবার বেলা ১টার দিকে শ্রীরামপুর এলাকার মসজিদের পাশের একটি পুকুর থেকে লাশটি উদ্ধার করা হয়।
২ মিনিট আগেসংবাদ সম্মেলনে লিখিত বক্তব্য পাঠ করেন দুর্ঘটনায় নিহত তৃতীয় শ্রেণির শিক্ষার্থী ফাতেমা আক্তারের মামা লিয়ন মীর, তৃতীয় শ্রেণির শিক্ষার্থী মরিয়ম উম্মে আফিয়ার মা উম্মে তামিমা এবং অষ্টম শ্রেণির তানভীর আহমেদের বাবা রুবেল মিয়া। তাঁরা নিহত শিক্ষার্থীদের পরিবারের পক্ষ থেকে ৯টি দাবি পেশ করেন।
৪ মিনিট আগেচুয়াডাঙ্গার দর্শনা সীমান্ত থেকে আটটি স্বর্ণের বারসহ দুই পাচারকারীকে আটক করেছে বিজিবি। মঙ্গলবার (২৬ আগস্ট) সকালে দর্শনার ছয়ঘড়িয়া গ্রামে অভিযান চালিয়ে তাঁদের আটক করা হয়। আটককৃতরা হলেন দর্শনার নাস্তিপুর গ্রামের আশরাফ আলীর ছেলে আব্দুল মমিন (৪৯), ওখোদা বক্সের ছেলে আবুল কালাম আজাদ (৪৭)।
২৮ মিনিট আগেজাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় শিক্ষার্থী সংসদ (জাকসু) নির্বাচনে প্রার্থিতা ফিরে পেতে নির্বাচন কমিশনের কাছে আপিল করেছেন ১৩ জন শিক্ষার্থী। আজ মঙ্গলবার (২৬ আগস্ট) বিকেল ৪টার দিকে জাকসু নির্বাচন কমিশনের সদস্যসচিব অধ্যাপক এ কে এম রাশিদুল আলম এ তথ্য নিশ্চিত করেন।
৩৯ মিনিট আগে