Ajker Patrika

মমেকে স্বেচ্ছাসেবী নারীকে ছাত্রলীগ নেতার কটাক্ষ, ১ ঘণ্টা টিকা কার্যক্রম বন্ধ

প্রতিনিধি, ময়মনসিংহ
আপডেট : ০৩ আগস্ট ২০২১, ২২: ৫৩
মমেকে স্বেচ্ছাসেবী নারীকে ছাত্রলীগ নেতার কটাক্ষ, ১ ঘণ্টা টিকা কার্যক্রম বন্ধ

ময়মনসিংহ মেডিকেল কলেজে করোনা টিকাকেন্দ্রের এক নারী স্বেচ্ছাসেবীকে কটাক্ষ ও গালিগালাজ করায় এক ঘণ্টা টিকাদান বন্ধ রাখা হয়। আজ মঙ্গলবার সকালে এ ঘটনা ঘটে। পরে ঊর্ধ্বতন কর্তৃপক্ষ বিচারের আশ্বাস দিলে পরিস্থিতি স্বাভাবিকে আসে।

স্বেচ্ছাসেবী জান্নাতুল ফেরদৌস এনা বলেন, মেডিকেল কলেজে করোনা ভ্যাকসিন দেওয়ার জন্য ৮টি বুথ রয়েছে। এর মধ্যে ৩টি বুথ নারীদের জন্য রয়েছে। সকালে নারী বুথে কলেজ শাখা ছাত্রলীগের সহসভাপতি একে শাকিল একজন নারী নিয়ে ভ্যাকসিন দিতে আসে। এ সময় সহসভাপতিকে বাইরে যেতে বললে তিনি রেগে গিয়ে কটাক্ষ করে আমাকে গালিগালাজ শুরু করেন। আমাকে দেখে নিবে বলে হুমকিও দেয়। এ ঘটনার প্রতিবাদে সকাল ১০টা থেকে ১১টা পর্যন্ত টিকাদান কর্মসূচি বন্ধ রাখা হয়।

স্বেচ্ছাসেবী আরও বলেন, এ ঘটনায় ছাত্রলীগের সভাপতি ও হাসপাতালের উপপরিচালক এসে দুঃখ প্রকাশ করলে আমরা কাজে যোগ দেই। 

নার্স জান্নাতুল ফেরদৌস বলেন, নারীদের বুথে পুরুষ আসা সম্পূর্ণ নিষিদ্ধ। তাঁকে ভালোভাবে বাইরে যেতে বলায় আমরা এমন পরিস্থিতির মধ্যে পড়ব তা ভাবতে পারেনি।  

বাংলাদেশ রেড ক্রিসেন্ট সোসাইটি ময়মনসিংহ ইউনিটের সদস্য তৃপ্তি রাধা সূত্রধর বলেন, একজন চিকিৎসক ও ছাত্রলীগ নেতার মুখের ভাষা এমন হতে পারে তা কল্পনা করার মতো না। আমরা ঝুঁকি নিয়ে কাজ করে যাচ্ছি আমাদের সঙ্গে এমন ব্যবহার কাম্য নয়।

যুব রেড ক্রিসেন্ট সদস্য মো. শাজাহান বলেন, বিষয়টি নিয়ে যেহেতু ঊর্ধ্বতন কর্তৃপক্ষ আমাদের কাছে দুঃখ প্রকাশ করেছে, সেহেতু আমরা আর কোন বাড়াবাড়ি করিনি। তবে আমাদের নিরাপত্তার জন্য হাসপাতাল কর্তৃপক্ষ বরাবর লিখিত আবেদন করা হবে।

সিটি করপোরেশনের সুপারভাইজার আব্দুর রহমান সুরুজ বলেন, সিটি করপোরেশনের তত্ত্বাবধানে মেডিকেল কলেজে টিকাকেন্দ্রে আটটি বুথে নিয়মিত ভ্যাকসিন কার্যক্রম পরিচালিত হচ্ছে। সকালে অনাকাঙ্ক্ষিত ঘটনা ঘটলে কর্তৃপক্ষকে জানানোর পর বিষয়টি সমাধান হয়। এ ঘটনায় কিছুক্ষণ টিকাদান কর্মসূচি বন্ধ থাকে। 

ময়মনসিংহ মেডিকেল কলেজ ছাত্রলীগের সহসভাপতি একে শাকিল বলেন, আমি একজন চিকিৎসক হিসেবে সেখানে গিয়ে সহযোগিতা চেয়েছি। তাঁর আমাকে মূল্যায়ন করেনি। তাই একটু বাগ্‌বিতণ্ডা হয়েছে। এটা আবার সমাধানও হয়েছে।

সিটি করপোরেশনের প্রধান স্বাস্থ্য কর্মকর্তা এইচ. কে দেবনাথ বলেন, বিষয়টি শোনার পর আমাদের একজন চিকিৎসককে সেখানে পাঠিয়েছি। একই সাথে হাসপাতাল কর্তৃপক্ষকে বিষয়টি জানালে তারা গিয়ে সমাধান করেছে। আধ-ঘণ্টার মতো ভ্যাকসিন দেওয়া কার্যক্রম বন্ধ ছিল।

স্বাস্থ্য কর্মকর্তা আরও বলেন, এ বিষয়ে যদি লিখিত অভিযোগ দেয় তাহলে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে। এখন কাজ ঠিকঠাক মতো চলছে।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

নিজের প্রস্রাব পান করে ‘আশিকি’ অভিনেত্রী অনু আগারওয়াল বললেন, ‘আহা অমৃত’

মে. জে. ফজলুরের সেভেন সিস্টার্স দখলের মন্তব্য সমর্থন করে না সরকার: পররাষ্ট্র মন্ত্রণালয়

বাংলাদেশ ও পাকিস্তানে স্টারলিংকের প্রস্তাবিত কার্যক্রমের বিস্তারিত চায় ভারত

গায়ে কেরোসিন ঢেলে কলেজছাত্রীর আত্মহনন, পলাতক ইমাম গ্রেপ্তার

ভারত-বাংলাদেশ বাণিজ্য বিধিনিষেধের মূল্য গুনছেন ব্যবসায়ীরা

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত