ইসলামপুর (জামালপুর) প্রতিনিধি
জামালপুরের ইসলামপুর উপজেলার বেলগাছা ইউনিয়ন পরিষদের (ইউপি) সচিব বিনা ছুটিতে দীর্ঘদিন ধরে কর্মস্থলে অনুপস্থিত থাকলেও হঠাৎ আবার ইউপি কার্যালয়ে হাজির হয়েছেন। গতকাল শনিবার সন্ধ্যায় তাঁকে ইউপি কার্যালয়ে দেখা গেছে। এ সময় ইউপি চেয়ারম্যানসহ বেশ কয়েকজন ইউপি সদস্যের সঙ্গে বিভিন্ন বিষয় নিয়ে আলোচনা করতে দেখা যায় ইউপি সচিবকে।
অভিযোগ রয়েছে, ইউপি সচিব রাসেল আহম্মেদ বিনা ছুটিতে কর্মস্থলে অনুপস্থিত থাকলেও নিয়মিত সরকারি বেতন-ভাতা নিয়মিত উত্তোলন করে আসছেন।
ইউপি কার্যালয় সূত্রে জানা গেছে, ২০২৩ সালের ১৪ আগস্ট বেলগাছা ইউপি কার্যালয়ে সচিব পদে যোগদান করেন রাসেল আহম্মেদ। যোগদানের পর মাত্র চার দিন কর্মস্থলে হাজির হন তিনি।
বেলগাছা ইউপি চেয়ারম্যান মো. আব্দুল মালেক বলেন, ‘২০২৩ সালের ১৪ আগস্ট আমাদের ইউপি কার্যালয়ে সচিব পদে যোগদান করেন রাসেল আহম্মেদ। যোগদানের পর মাত্র চার দিন ইউপি কার্যালয়ে এসেছেন তিনি। তবে এই সময়ে নিয়মিত সরকারি বেতন-ভাতা নিয়েছেন তিনি।’
ইউপি চেয়ারম্যান আরও বলেন, ‘ইউপি সচিব কার্যালয়ে না আসায় লোকজন সরকারি সেবা থেকে বঞ্চিত হচ্ছিল। ইউপি সচিব ছাড়া কাজ চালানো বড়ই মুশকিল। গতকাল শনিবার বিকেলে ইউপি সচিব কার্যালয়ে এসেছিলেন। তিনি প্রতিশ্রুতি দিয়েছেন, এখন থেকে নিয়মিত কর্মস্থলে আসবেন।’
অভিযুক্ত ইউপি সচিব রাসেল আহম্মেদ বলেন, ‘আমি এখন থেকে যথাযথভাবে দায়িত্ব পালন করব। ইউপি কার্যালয়ের কোনো কাজ পেন্ডিং রাখব না। ইউপি চেয়ারম্যান মহোদয়ের সঙ্গে আমার নিয়মিত যোগাযোগ হবে।’ এত দিন কর্মস্থলে অনুপস্থিত থাকার কারণ জানতে চাইলে জবাবে তিনি বলেন, ‘অতীতের কথা বাদ দিতে হবে। মোট কথা হচ্ছে, এখন নিয়মিত কাজ করব।’
এ বিষয়ে জানতে চাইলে ইসলামপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো. সিরাজুল ইসলাম আজকের পত্রিকাকে বলেন, ‘ইউপি সচিব রাসেল আহম্মেদের সঙ্গে কথা হয়েছে। এখন থেকে তিনি যথাযথভাবে তাঁর দায়িত্ব পালন করবেন।’
জামালপুরের ইসলামপুর উপজেলার বেলগাছা ইউনিয়ন পরিষদের (ইউপি) সচিব বিনা ছুটিতে দীর্ঘদিন ধরে কর্মস্থলে অনুপস্থিত থাকলেও হঠাৎ আবার ইউপি কার্যালয়ে হাজির হয়েছেন। গতকাল শনিবার সন্ধ্যায় তাঁকে ইউপি কার্যালয়ে দেখা গেছে। এ সময় ইউপি চেয়ারম্যানসহ বেশ কয়েকজন ইউপি সদস্যের সঙ্গে বিভিন্ন বিষয় নিয়ে আলোচনা করতে দেখা যায় ইউপি সচিবকে।
অভিযোগ রয়েছে, ইউপি সচিব রাসেল আহম্মেদ বিনা ছুটিতে কর্মস্থলে অনুপস্থিত থাকলেও নিয়মিত সরকারি বেতন-ভাতা নিয়মিত উত্তোলন করে আসছেন।
ইউপি কার্যালয় সূত্রে জানা গেছে, ২০২৩ সালের ১৪ আগস্ট বেলগাছা ইউপি কার্যালয়ে সচিব পদে যোগদান করেন রাসেল আহম্মেদ। যোগদানের পর মাত্র চার দিন কর্মস্থলে হাজির হন তিনি।
বেলগাছা ইউপি চেয়ারম্যান মো. আব্দুল মালেক বলেন, ‘২০২৩ সালের ১৪ আগস্ট আমাদের ইউপি কার্যালয়ে সচিব পদে যোগদান করেন রাসেল আহম্মেদ। যোগদানের পর মাত্র চার দিন ইউপি কার্যালয়ে এসেছেন তিনি। তবে এই সময়ে নিয়মিত সরকারি বেতন-ভাতা নিয়েছেন তিনি।’
ইউপি চেয়ারম্যান আরও বলেন, ‘ইউপি সচিব কার্যালয়ে না আসায় লোকজন সরকারি সেবা থেকে বঞ্চিত হচ্ছিল। ইউপি সচিব ছাড়া কাজ চালানো বড়ই মুশকিল। গতকাল শনিবার বিকেলে ইউপি সচিব কার্যালয়ে এসেছিলেন। তিনি প্রতিশ্রুতি দিয়েছেন, এখন থেকে নিয়মিত কর্মস্থলে আসবেন।’
অভিযুক্ত ইউপি সচিব রাসেল আহম্মেদ বলেন, ‘আমি এখন থেকে যথাযথভাবে দায়িত্ব পালন করব। ইউপি কার্যালয়ের কোনো কাজ পেন্ডিং রাখব না। ইউপি চেয়ারম্যান মহোদয়ের সঙ্গে আমার নিয়মিত যোগাযোগ হবে।’ এত দিন কর্মস্থলে অনুপস্থিত থাকার কারণ জানতে চাইলে জবাবে তিনি বলেন, ‘অতীতের কথা বাদ দিতে হবে। মোট কথা হচ্ছে, এখন নিয়মিত কাজ করব।’
এ বিষয়ে জানতে চাইলে ইসলামপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো. সিরাজুল ইসলাম আজকের পত্রিকাকে বলেন, ‘ইউপি সচিব রাসেল আহম্মেদের সঙ্গে কথা হয়েছে। এখন থেকে তিনি যথাযথভাবে তাঁর দায়িত্ব পালন করবেন।’
সাবেক কৃষিমন্ত্রীর সহকারী একান্ত সচিব (এপিএস) শেখ মো. আল-আমিনকে কারাগারে পাঠানোর নির্দেশ দিয়েছেন আদালত। শুক্রবার টাঙ্গাইলের সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালতের বিচারক এই আদেশ দেন।
৩ মিনিট আগেখাগড়াছড়ির লক্ষ্মীছড়ি উপজেলায় এক কিশোরীকে তুলে নিয়ে ধর্ষণ ও ভিডিও ধারণের অভিযোগে মামলা হয়েছে। এ ঘটনায় দুই যুবককে গ্রেপ্তার করেছে পুলিশ। আজ শুক্রবার থানায় মামলা দায়েরের পর অভিযান চালিয়ে পুলিশ তাঁদের গ্রেপ্তার করে।
১৪ মিনিট আগেগাইবান্ধায় মসজিদের জায়গা বিক্রি করার কথা বলে নেওয়া ১১ লাখ টাকা আত্মসাতের অভিযোগে কৃষক দল নেতা রুহুল আমিন ওরফে আল আমিন ও যুবলীগ নেতা মোমিন মিয়ার বিরুদ্ধে সড়ক অবরোধ করে বিক্ষোভ কর্মসূচি পালন করা হয়েছে। আজ শুক্রবার দুপুরে সদর উপজেলার কলেজ রোড তিনগাছ তলাসংলগ্ন এলাকায় আল্-আকসা জামে মসজিদের সামনে গাইবান্ধ
১৬ মিনিট আগেঅন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টার প্রেস সচিব শফিকুল আলম বলেছেন, ‘আপনারা লিখুন। মন খুলে লিখুন। আমরা কোনো কলম ভেঙে দিইনি, কোনো প্রেসে তালা দিইনি। কোনো গণমাধ্যমকর্মীকে চাকরিচ্যুত করা হলে সেই গণমাধ্যম অফিসের সামনে প্রতিবাদ করুন।’ তবে আওয়ামী লীগ আমলে গত ১৫ বছরের সাংবাদিকতা নিয়ে প্রতিবেদন দেওয়ার জন্য..
১ ঘণ্টা আগে